Web bengali.cri.cn   
মোবাইল ফোন বৃষ্টি বা পানিতে ভিজে যাওয়ার পর ...
  2014-10-02 16:16:53  cri


মোবাইল ফোন বৃষ্টি বা পানিতে ভিজে যাওয়ার পর আপনি নিম্ন কয়েক পদক্ষেপ নিতে পারে, যাতে মোবাইলটি নষ্ট না হয়।

দ্রুত মোবাইল বন্ধ করে দিন:

মোবাইল পানিতে পড়ে গেলে দ্রুত তা বন্ধ করে দিতে হয়। তারপর দ্রুত টিস্যু বা নরম তোয়ালে দিয়ে তা মুছে ফেলুন। এরপর দ্রুত সিম কার্ড আর ব্যাটারি খুলে নেয়া উচিত। সাবধানে এবং আলাদা আলাদাভাবে পর্যাপ্ত সময় নিয়ে এগুলো শুকান। সরাসরি রোদে শুকানো যাবে না। মোবাইলের অন্যান্য অংশগুলোও আলাদা করে শুকান। মোবাইল ফোনটি ভালোভাবে শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন। তা দু'এক দিন প্রয়োজন হলেও।

মোবাইলফোনের বাইরে থাকা পানি মুছে ফেলুন

ফোনের বাইরে যে পানি থাকে, টিস্যু বা নরম টাওয়েল দিয়ে তা মুছে ফেলুন। যে মোবাইলের ব্যাটারি খোলা যায়, সেটা আলাদাভাবে রেখে ভিতরের পানিও মুছে ফেলে। আইফোন বা অন্য যে সব ফোনের ব্যাটারি আলাদা করা যায় না তা সাধারণত ওয়াটার প্রুফ হয়। তারপরও দু'একদিন খোলা জায়গায় শুকানোর জন্য রেখে দিন।

চালের মধ্যে মোবাইলটি রাখতে পারেন

আপনার ভেজা মোবাইলটি একটি শুকনো প্লাস্টিকের ব্যাগ বা বাতাস চলাচল করে এমন একটি জায়গায় রাখতে পারেন। এছাড়া চালের মধ্যে রাখলেও তা পানি শোষণ করে নেয়। এ সময়ও মোবাইলফোনটি খুলবেন না এবং মোবাইলটি কমপক্ষে ২৪ ঘণ্টা বন্ধ রাখা উচিত।

ফ্যানের সামনে শুকানো যাবে না

মোবাইল ভিজে গেলে ব্যাটারি খুলে ফোনটি ফ্যানের মধ্য দিয়ে শুকানো যাবে না। এমন কি হেয়ার ড্রায়ার ব্যবহার করাও ঠিক না। এতে গরম বাতাস লাগালে ফোনটি সহজে নষ্ট হয়ে যাবে।

উপরোক্ত পদক্ষেপ নেওয়ার পর এবং পানিতে ভেজার ২৪ ঘণ্টার পর মোবাইলটি খুলে দেখুন। সাধারণ হিসেবে কোনো সমস্যা হবে না। তারপরও যদি সমস্যা মনে হয়, তাহলে আর দেরি না করে সার্ভিস সেন্টারে চলে যান। এতে আপনার মোবাইলটি ব্যবহারের উপযোগী হয়ে উঠবে।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040