Web bengali.cri.cn   
স্মার্টফোনের ইতিহাস
  2014-09-25 19:08:22  cri


সিমন

বিদেশী সংবাদ মাধ্যমের গত আগস্ট ১৮ এর সূত্রে জানা গেছে, স্মার্টফোন দিন দিন মানুষের জীবন-যাপনের এক অবিচ্ছিন্ন অংশে পরিণত হয়েছে। প্রথম স্মার্টফোন তৈরির পর থেকে স্মার্টফোন নির্মাতা কোম্পানিগুলো বার বার এর ডিজাইন পরিবর্তন করে আসছে এবং এর জন্য আরও বেশি এ্যাপলিকেশন তৈরি করেছে, যাতে স্মার্টফোন আরও স্মার্ট হয়ে ওঠে।

ব্রিটেনের এক পত্রিকা বর্তমানে স্মার্টফোনের বিশ বছরের ইতিহাস ফিরিয়ে দেখার রিপোর্ট করেছে। আসুন আজকের এ পর্ব আমরা এ পত্রিকার সঙ্গে স্মার্টফোনের ইতিহাস মিলিয়ে দেখবো।

বিশ্বের প্রথম স্মার্টফোনটি তৈরি হয় ১৯৯৪ সালের ১৬ আগস্ট। প্রযুক্তিপণ্য নির্মাতা আইবিএম'র তৈরি 'সিমন' নামের ফোনটি ছিলো প্রথম স্মার্টফোন। আবিএম সিমনের কোনো কিবোর্ড নেই। পুরোপুরি টাচস্ক্রিন ও Stylus এর মাধ্যমে এ স্মার্টফোন ব্যবহার করা হয়। সিমনের ওজন ছিল ৫১০ গ্রাম। এর দৈর্ঘ্য ছিল ৮ ইঞ্চি, প্রস্থ ২.৫ ইঞ্চি আর এর পুরুত্ব ছিল ১.৫ ইঞ্চি। এই ফোনের মেমোরি ছিল ১ মেগাবাইট আর তথ্য ধারণ ক্ষমতাও ছিল ১ মেগাবাইট। সে সময় ফোনের দাম ছিলো ৮৯৯ মার্কিন ডলার। এ ফোন কেবল মার্কিন যুক্তরাষ্ট্রে পাওয়া যেতো এবং সে দেশের ১৫টি রাজ্যের টেলি নেটওয়ার্কের আওতায় তা ব্যবহার করা যেতো। ২০ বছর আগের সিমন স্মার্টফোনটি বর্তমানে লন্ডনের বিজ্ঞান জাদুঘরে রাখা হয়েছে।

১৯৯৬ সালে নকিয়ার কমিউনিকেইটর শীর্ষক ধারাবাহিক স্মার্টফোনের যাত্রা শুরু হয়। এ স্মার্টফোনগুলোতে যুক্ত হয় বড় এলসিডি স্ক্রিন।

২০০০ সাল থেকে শুরু হয় এরিকসন আর.৩৮০ মডেলের স্মার্টফোনের যাত্রা। আর.৩৮০ মডেল ফোন স্মার্টফোন উন্নয়নের মাইলস্টোন। কারণ এ ফোনটি প্রথমবারের মত একটি মোবাইলের মতো দেখা যায়। ফোনটি খুব কম্প্যাক্ট এবং হালকা ধরনের। এটি প্রথম সিমবিয়ান অপারেটিং সিস্টেমে চালিত ফোন।

২০০২ সালে পাম ট্রিও ধারাবাহিক স্মার্টফোন বাজারে নিয়ে আসে। আগের স্মার্টফোনের তুলনায় এবারের ফোনগুলোতে বাড়তি যুক্ত হয় এম.পি.থ্রি প্লেয়ার, ক্যামেরাসহ বিভিন্ন সুবিধা।

২০০৭ সাল অ্যাপলের আইফোন বাজারে আসার পর থেকে খুব দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে স্মার্টফোন। আর প্রথম বছরেই আইফোন বিক্রি হয় ৬০ লাখ। সুন্দর ডিজাইন ও চমতকার ইউজার ইন্টারফেসের কারণে স্মার্টফোনের বাজার দখল করে রাখে আইফোন। আইফোন হলো বাজারে প্রথমটি স্মার্টফোন, যেটাতে আঙ্গুলের স্পর্শে ইনপুট করা যায়।

২০১০ সালে স্যামসাং এস ধারাবাহিক স্মার্টফোন বাজারে মুক্তি দেয়। এটি হলো আইফোনের অন্যতম প্রতিদ্বন্দ্বী।

২০১১ সালে মটোরোলা রাজার মুক্তি পায়। এটি হলো বিশ্বের সবচেয়ে স্লিম স্মার্টফোন। এটি মাত্র ৭.৭ মিলিমিটার চওড়া।

২০১৩ সালে আইফোন ৫এস প্রকাশের পর দ্রুত বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফোনে পরিণত হয়েছে। এটি হলো প্রথম ফোন, যেটাতে আঙুলের ছাপ শনাক্তকরণ প্রযুক্তি ব্যবহার করা হয়।

এছাড়া এইচটিসি, স্যামসাং, এলজি এবং সনি স্মার্টফোন অনেক পণ্য বাজারে ছাড়ে। সারা বিশ্বের স্মার্টফোন বাজারের ৮৫ শতাংশ অ্যান্ড্রয়েড চালিত স্মার্টফোনের দখলে। আগামী ২০১৮ সালের মধ্যে তা বিশ্বের মোবাইল বাজারের ৮৮ শতাংশ ছড়িয়ে যাবে বলে অনুমান করা হচ্ছে।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040