Web bengali.cri.cn   
স্যাসসাংয়ের নতুন পণ্য উন্মুক্ত
  2014-09-18 18:19:31  cri


Note Edge

বিশ্বের শীর্ষ ইলেকট্রনিকস নির্মাতা স্যামসাং গত ৩ সেপ্টেম্বর চীনের পেইচিং, জার্মানির বার্লিন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক- এ তিনটি স্থানে একই সঙ্গে নতুন গ্যালাক্সির ইলেকট্রনিক সংক্রান্ত প্রেস ব্রিফিংয়ের আয়োজন করেছে। প্রেস ব্রিফিংয়ে গ্যালাক্সি নোট ৪ স্মার্টফোর উন্মুক্ত করেছে স্যামস্যাং। কিন্তু নোট ফোর গ্যালাক্সির এ নতুন সংস্করণের বিষয়ে প্রেস ব্রিফিংয়ের স্পষ্ট করে কিছু বলা হয়নি। বাঁকা পর্দার নোট Note Edge এবং বাঁকা পর্দার স্মার্ট ঘড়ি Gear S এবং প্রথম দৃশ্যাবলীর ভার্চুয়াল ডিভাইস Gear VR সকলের দৃষ্টি আকর্ষণ করেছে।

প্রতিযোগিতার বাজারে কিছুটা পিছিয়ে পড়ায় স্যামসাংয়ের নিজের দক্ষতা প্রমাণে এমন একটি ভালো ইলেক্ট্রনিকস খুবই দরকার। তার শক্তিশালী প্রতিদ্বন্দী আইফোনের নতুন সংস্করণকে পরাজিত করার দায়িত্ব পেয়েছে এই গ্যালাক্সি নোট ফোর। প্রেস ব্রিফিংয়ে নতুন সংস্করণটি পূর্ব প্রত্যাশার সঙ্গে বেশ সংগতিপূর্ণ হয়েছে।

এবারের প্রেস ব্রিফিংয়ের প্রধান আকর্ষণ হিসেবে গ্যালাক্সি নোট ফোর হার্ডওয়ারের সার্বিক উন্নীত হয়েছে। এর আগের গ্যালাক্সি ফোরের মতোই নোট ফোরে প্লাস্টিকের পরিবর্তে ধাতু ব্যবহার করা হয়েছে।

গ্যালাক্সি নোট ফোরে ৫.৭ ইঞ্চি ডিসপ্লে রয়েছে। স্মার্টফোনটির পেছনে রয়েছে ১৬ মেগাপিক্সেল ক্যামেরা। নতুন স্মার্টফোন গেমারদের খুব আকর্ষণ করেছে। স্যামসাংয়ের অন্য স্মার্টফোনের মতো বড় স্ক্রিনের সুবিধা রয়েছে। সুবিধার কারণে একই সঙ্গে নানা কাজ বা মাল্টি টাস্কিং করা যেতে পারে। বার্লিনে স্যামসাংয়ের প্রেস ব্রিফিংয়ে নতুন এ স্মার্টফোন প্রসঙ্গে কোম্পানিটি দায়িত্বশীল ব্যক্তি বলেন, স্যামসাং উদ্ভাবনের গতি ধরে রাখছে এবং এর গতি ত্বরান্বিত হচ্ছে।'

এবার সবচেয়ে অবাক করা বিষয়টি হলো স্যামসাং নোটের এ সংস্করণ 'গ্যালাক্সি নোট এজ। এ সংস্করণের পাশের পর্দায় দ্রুতভাবে নোটিস পেতে পারে এবং তাত্ক্ষণিকভাবে রুলার, টাইমার এবং স্বাধীন ওয়ালপেপার পরিবর্তন করা সম্ভব। পাশাপাশি এ অঞ্চলে ছবি তোলার বাটন রয়েছে।

বাঁকা পর্দার একই সঙ্গে গিয়ার এস নামক স্মার্ট ঘড়ি স্থাপন করা হয়েছে। পুরানো সংস্করণের তুলনায় গিয়ার এসের পর্দা আরও ২ ইঞ্চ বড়। একই সঙ্গে গিয়ার এস স্বাধীন সিম কার্ডের সুবিধা রয়েছে এবং স্বাধীনভাবে ফোন রিসিভ ও ডায়াল করা যায়। গিয়ার এসের জন্য থাকবে উপযুক্ত ১০০০টিরও বেশি এ্যাপস। গিয়ারের প্রধান ফাংশন ক্রীড়া পর্যবেক্ষণ। সাধারণ ফাংশন ছাড়া গিয়ার এসে জিপিএস, চাপ সেন্সর এবং এই UV সেন্সরের সুবিধাও রয়েছে।

এবারের প্রেস ব্রিফিংয়ে স্যামসাং প্রথমবারের মত বাস্তব দৃশ্যের ভার্চুয়াল ডিভাইস Gear VR উন্মুক্ত করেছে। কিন্তু নোট ফোর-এর সঙ্গে ব্যবহার করতে হয় এ ডিভাইসটি। এ ডিভাইসে নোট ফোরের পর্দার ভূমিকা পালন করবে। গিয়ার ভিআর ৯৬ ডিগ্রি চলচ্চিত্র, ৩৬০ ডিগ্রি পর্যটন অভিজ্ঞতা উপভোগ এবং ভিআর গেম খেলতে পারে। ভিডিও ও গেমের ক্ষেত্রে স্যামসাং বেশ কয়েকটি বড় আকারের প্রতিষ্ঠানের সঙ্গে সহযোগিতামূলক স্মারক সাক্ষর করেছে। ভবিষত্যে এ প্রতিষ্ঠানগুলো গিয়ার ভিআর'র জন্য বহু বিষয় ও অ্যাপস প্রদান করবে।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040