Web bengali.cri.cn   
যদি আবার জীবন শুরু করতে পারি
  2014-09-18 18:19:31  cri


বর্তমান নগর জীবনের অনেকের ওপর কাজের বেশি চাপ পড়ে। অনেকেই যেনো প্রতিদিন বেশ দুঃখ নিয়ে জীবন-যাপন করেন। কেউ কেউ আরও নেতিবাচক দৃষ্টিভঙ্গি পোষণ করে। জীবনের আনন্দ টের না পেয়ে তারা ব্যাকুল হয়ে আত্মহত্যার পথ বেছে নেন। প্রকৃতপক্ষে আনন্দ-দুঃখ তো জীবনেরই অংশ। চীনে একটি প্রবাদ আছে, আনন্দে একদিন ও দুঃখেও এক দিন, সেজন্য কষ্ট থাকলেও আনন্দে একদিন কাটানো উচিত। এর আগে এমন একটি প্রশ্ন খুব প্রচলিত ছিল। যদি কাল মারা যাই তাহলে শুধুমাত্র একটি দিন বেঁচে থাকতে পারবো, তখন কি হবে ? জীবনের সে সময়টুকোতে কি আনন্দ করা উচিত ছিলো ? নাকি দু:খ পাওয়াই উচিত ছিলো ? সেজন্য আমরা এ প্রশ্ন নিয়ে চিন্তা করতে পারি, চিন্তা করলে হয়ত বুঝতে পারবো জীবনের সত্যতা। আমরা এ সম্পর্কিত একটি প্রবন্ধের কথা তুলে ধরবো। এ প্রবন্ধটা লিখেছেন ৮৫ বছর বয়সী একজন প্রবীণ। তিনি যখন জানতে পারেন, অচিরেই তিনি মারা যাবেন, তখনই তিনি বেশ কয়েকটি কথা লিখেছেন। আমরা এখানে সে প্রবীণের কথাগুলো শ্রোতাবন্ধুদের সঙ্গে শেয়ার করতে চাই।

প্রবন্ধের কথাগুলো এমন: "আমি যদি আবার জীবন শুরু করতে পারি, তাহলে আমি আরও ভুল করার চেষ্টা চালাবো। আমি নিখুঁত বিষয় খুঁজবো না। আমি বেশি করে বিশ্রাম নেবো এবং যেখান-সেখানে ইচ্ছেমতো থাকবো। বর্তমান জীবনের মতো থাকবো না। এ পৃথিবীতে খুঁটিনাটি কাজ অনেক আনন্দের। আমি আরও পাগল হতে চাইবো এবং এত পরিষ্কার থাকতে চাইবো না।

"তুমি জানো, আমি যে ধরনের মানুষ, প্রতিদিন, প্রতি ঘণ্টায় সংযম বজায় রাখি। জী, আমি ইচ্ছেমতো আচরণ করেছি। যদি আবার আমি এ জীবন শুরু করতে পারি, তাহলে আমি আরও বেশি সে ধরনের সময় কাটাতে চাই। যদি আবার এ জীবন শুরু করতে পারি, তাহলে আমি বসন্তকালে খালি পায়ে বাইরে হাঁটাহাঁটি করবো এবং শরত্কালে পুরো রাত জেগে থাকবো। আমি আরও বেশি ম্যারি-গো-রাউন্ড খেলবো। আরও বেশি সূর্যোদয় দেখবো। আরও বেশি শিশুদের সঙ্গে খেলাধুলা করবো। এসব করবো, কেবল যদি আবার জীবন শুরু করতে পারি। কিন্তু তুমি জানো, তা আর হবে না।"

জীবন সীমাবদ্ধ। সেজন্য প্রতিদিন আনন্দের সঙ্গে কাটাতে হয়। এ বিশ্ব নিখুঁত নয়। আমরা মাঝেমধ্যেই আনন্দ হারাই। কারণ আমরা সবসময় নিখুঁত বিষয় খুঁজি। 'আসল ও 'উচিত' – এ দুটি শব্দের মধ্যে অনেক পার্থক্য রয়েছে আমরা যদি প্রত্যেক বিষয়ের পরিপূর্ণতা না খুঁজি, তাহলে আনন্দ সবসময় আমাদের কাছে থাকবে। তাই না?

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040