Web bengali.cri.cn   
পৃথিবীর আর কোথাও ব্যবহার করা যাবে না এমএসএন
  2014-09-11 15:23:48  cri


আগামী ৩১ অক্টোবর বিশ্বের বিখ্যাত চ্যাট ধরণের সফটওয়ার উইন্ডোজ লাইভ মেসেঞ্জার বা এমএসএন আনুষ্ঠানিকভাবে চীনের মুলভূভাগ থেকে সরে যাবে। এর মানে, এ দিন থেকে বিশ্ব বিখ্যাত প্রযুক্তি বিষয়ক প্রতিষ্ঠান মাইক্রোসফটের তৈরি ১৫ বছরের পুরোনো এ মেসেঞ্জারটি পৃথিবীর আর কোথাও ব্যবহার করা যাবে না।

সম্প্রতি চীনের সিনহুয়া বার্তা সংস্থার এক খবরে উইন্ডোজ স্কাইপ'র কর্তৃপক্ষ গত ২৮ আগস্ট এমএসএন ব্যবহারকারীদের কাছে এ সংশ্লিষ্ট একটি ইমেইল পাঠিয়েছে। ইমেইলে 'এটি সত্য"-এর বাক্যের মধ্য দিয়ে শুরু হয়। ইমেইলে কর্তৃপক্ষ আগামী ২০১৪ সালের ৩১ অক্টোবর আনুষ্ঠানিকভাবে এমএসএন বন্ধ করার নোটিস জানায় এবং ব্যবহারকারীদের স্কাইপে স্থানান্তরের পরামর্শ দেন।

চীনাদের মধ্যে এ খবরে অনেক তোলপাড় তৈরি হয়েছে। গত বছরের ১৫ মার্চ উইন্ডোজ লাইভ মেসেঞ্জার ব্যবহার বন্ধের ঘোষণা দেওয়া হয়। সে সময় বিশ্বের বিভিন্ন দেশে তা বন্ধ করে দেয় মাইক্রসফট। কিন্তু সে সময় মাইক্রসফ্‌টের তত্কালীন চীন বিষয়ক মহাব্যবস্থাপক বলেন, এমএসএন চীন থেকে সরে যাবে না। সে সময় বিশ্বের অন্য স্থানে এ সেবা বন্ধ হয়ে গেলেও চীনে চালু ছিল এসএমএন। ২০১৩ সাল থেকে বিশ্বের এমএসএন মেসেঞ্জারের বেশিরভাগ ব্যবহারকারী স্কাইপ ব্যবহার করতে শুরু করেন। কিন্তু চীনে স্কাইপ ততটা জনপ্রিয় নয়। এমএসএস তবে, চীনারা যে শুধু একটি সফটওয়ারই ব্যবহার করে, তা কিন্তু নয়, নতুন প্রজন্মের যুবক যুবতীরা আরো অনেক প্রযুক্তির সঙ্গেই জড়িত। একটি সময় এমএসএন এতো জনপ্রিয় ছিলো যে, কারো একটি এমএসএন এ্যাকাউন্ট থাকলে তা সম্মানের ব্যাপার ছিলো। যাই হোক, এমএসএন একদম বন্ধ হয়ে যাবার আগে আমরা এর ইতিহাস ফিরে দেখে নিই।

১৯৯৯ সালে এমএসএন মেসেঞ্জার চালু করে মাইক্রোসফট। এর সঙ্গে ছিলো ছবি, ভিডিও আদান-প্রদানসহ বিভিন্ন সুযোগ সুবিধা। এর পর ২০০৫ সালে এমএসএন মেসেঞ্জারকে উইন্ডোজ লাইভ মেসেঞ্জারের নামে পরিবর্তন করে মাইক্রোসফট। মাইক্রোসফট জানিয়েছে, ২০০৯ সালে উইন্ডোজ লাইভ মেসেঞ্জার ব্যবহারকারীর সংখ্যা ছিল ৩৩ কোটি। পরবর্তী সময়ে স্কাইপ জনপ্রিয় হয়ে ওঠার কারণে উইন্ডোজ লাইভ মেসেঞ্জার ব্যবহারকারীর সংখ্যা দ্রুত কমে যায়। এরপর ২০১২ সালে মাইক্রোসফট ৮৫০ কোটি ডলারের বিনিময়ে স্কাইপ কিনে নেয়।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040