Web bengali.cri.cn   
চলতি প্রসঙ্গে-০৯০৫
  2014-09-05 11:13:17  cri
প্রিয় শ্রোতাবন্ধুরা, আপনারা সবাই ভালো আছেন? আমি আপনাদের বন্ধু মোং ফেন সিন প্রকাশ। সুদূর চীনের রাজধানী পেইচিং থেকে আপনাদেরকে একরাশ আন্তরিক প্রীতি ও স্নিগ্ধ শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান 'চলতি প্রসঙ্গ'। আশা করি, এ অনুষ্ঠানে আপনারা আমাদের সাথে সুন্দর সময় অতিবাহিত করবেন।

হ্যাঁ বন্ধুরা, আজ এবং আগামী সপ্তাহের 'চলতি প্রসঙ্গ' অনুষ্ঠানে আমরা আপনাদেরকে নিয়ে যাবো বিশ্বের বিভিন্ন জায়গায়। আর সেই সঙ্গে উপভোগ করবো সেখানকার অদ্ভুত ও মজার মজার সব প্রদর্শনী।

তাহলে বন্ধুরা, কেন অপেক্ষা করছি আমরা? চলুন, দেরি না করে প্রথমেই রওনা হবো বৃটেনের উদ্দেশ্যে।

পুরোপুরি নকল দ্রব্যের প্রদর্শনী:

বন্ধুরা, আপনারা কি কখনও পুরোপুরি নকল দ্রব্যের প্রদর্শনীর কথা শুনেছেন? সম্প্রতি বৃটেনের পুলিশের উদ্যোগে আয়োজিত একটি বিশেষ 'নকল দ্রব্যের প্রদর্শনী' সারা বিশ্বের দৃষ্টি আকর্ষণ করেছে। এবারের এ প্রদর্শনীর শ্লোগান হলো 'একেবারে কোনো খাঁটি দ্রব্য নেই'। জানা গেছে, সেখানে যে সব দ্রব্য প্রদর্শিত হয়, তা সব স্থানীয় পুলিশের প্রতারণা মামলা তদন্ত করার সময় আটক করা নমুনা দ্রব্য সম্পর্কিত । আর সে সব নকল দ্রব্যের প্রকারও বিভিন্ন ধরনের। তাদের মধ্যে রয়েছে আধুনিক বিশ্ববিখ্যাত নকশাবীদদের কাজ থেকে শুরু করে প্রাচীন মিশরের পুরাকীর্তি পর্যন্ত বিভিন্ন সময়ের বিভিন্ন ধরনের বিভিন্ন দ্রব্য। তবে তাদের বৈশিষ্ট্য কিন্তু এক। আর তা হলো এগুলো পুরোপুরি নকল জিনিস এবং তা বিক্রি করে অনেক টাকা পাওয়া যায়। সেজন্য প্রতারক চক্রেরা সদস্যরা প্রাণপণ চেষ্টা চালিয়ে উঁচুদরের দ্রব্যের মত করে সে সব দ্রব্য তৈরি করে।

আরও মজার ব্যাপার হলো, বৃটিশ পুলিশের উদ্যোগে আয়োজিত এ প্রদর্শনী ছাড়াও সম্প্রতি বৃটেনের জাতীয় আর্ট গ্যালারী একটি 'নকল প্রদর্শনী'র আয়োজন করেছে। আর সেখানে প্রদর্শিত সব শিল্পকর্মকে সত্যিকার বলে মনে করে কেনাকাটা করা হয়েছে।

স্তূপিকৃত পোশাকের প্রদর্শনী :

বন্ধুরা, বৃটেনের এ নকল দ্রব্যের প্রদর্শনী আপনাদের কাছে কেমন লেগেছে? যদি আপনারা তা অদ্ভুত বলে মনে করেন, তাহলে আমার পরের গল্প আরো অদ্ভুত লাগবে। অনেকে তো জানেন যে, ফ্রান্সে অদ্ভুত কল্পনার অধিকারী শিল্পীদের প্রচুর উদ্ভাবনী শক্তি আছে। সম্প্রতি তাঁরা একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করেন। যার মধ্য দিয়ে দর্শকরা মানুষের প্রাণের দুর্বলতা উপলব্ধি করতে পারেন।

এ প্রদর্শনীর আয়োজক জানান, মাঠে স্তূপিকৃত পোশাক যেন দুনিয়া থেকে চলে যাওয়া মানুষের প্রতীক। সে প্রদর্শনীর পরিবেশ জীবন্ত করে তোলার জন্য প্রদর্শনীর আয়োজক প্রদর্শনীকক্ষের সব হিটার বন্ধ করে দেন। যাতে এমন শীতার্ত পরিবেশেও দর্শকরা আরও ভালো করে মানুষের জীবনের দুর্বলতা অনুভব করতে পারেন।

বন্ধুরা, আমার এ গল্প শুনে আপনাদের কি একটু ভয় লাগছে? তবে এটা সত্যিকারভাবেই ফ্রান্সের সাম্প্রতিক সময়ের একটি প্রদর্শনী। আমরা প্রদর্শনীর আয়োজকের চিন্তা ধারার একটি দিক হয়তো একটু বুঝতে পারি, তা হলো আমাদের প্রাণ খুব মূল্যবান, সেজন্য প্রাণের মূল্যায়ন করা উচিত আমাদের। (প্রকাশ/টুটুল)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040