Web bengali.cri.cn   
মুক্তার কথা-১৯ জুলাই
  2014-09-04 19:11:39  cri


মু: সুপ্রিয় বন্ধুরা, আপনারা শুনছেন সুদূর পেইচিং থেকে সম্প্রচারিত চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান 'মুক্তার কথা'। আপনাদের সঙ্গে আছি আমি আপনাদের বন্ধু মুক্তা।

আ: সঙ্গে আছি আমি আলিমুল হক।

মু: আজকের অনুষ্ঠানে আপনারা যেসব শ্রোতার চিঠি শুনতে পাবেন তারা হলেন: বাংলাদেশের রাজশাহী জেলার মোঃ উজজল হোসেন, নওগাঁ জেলার সোর্স অব নলেজ ক্লাবের রাফিকুল ইসলাম, জয়পুরহাট জেলার মোঃ নুরুজ্জামান ইসলাম মাদু, ফরিদপুর জেলার নন্দন বেতার শ্রোতা সংঘের পরিচালক মো: আফজাল আলী খান, ঢাকার সিআরআই-সাউথ এশিয়া রেডিও ক্লাবের উপ-পরিচালক তাছলিমা আক্তার লিমা, খুলনা জেলার সি আর আই-সাউথ এশিয়া রেডিও ক্লাবের মিঠুন কান্তি রায়, ঢাকার মো: লুৎফর রহমান, ঢাকার বিধান চন্দ্র টিকাদার, এবং ভারতের পশ্চিমবঙ্গের ধিরেন বসাক।

আ: আজকের প্রথম চিঠি লিখেছেন বাংলাদেশের রাজশাহী জেলার মোঃ উজজল হোসেন। তিনি তার ইমেলে লিখেছেন, সুপ্রিয় মুক্তা আপু, আশা করি আপনারা বেশ ভাল আছেন। 'সুরের ধারায়' আমার ভাল লেগেছে। আমার প্রশ্নের উত্তর দেওয়ায় খুশি হয়েছি। অনেক অজানা বিষয় জানলাম। ধন্যবাদ জানাই CRI-এর সাথে সংশ্লিষ্ট সকল স্তরের ভাই ও বোনদের। আপনারা সবাই ভালো ও সুস্থ থাকবেন, এই কামনা করি।

মু: বন্ধু উজ্জল হোসেনকে চিঠির জন্য ধন্যবাদ জানাই। 'সুরায় ধারায়' আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম। আর আপনার প্রশ্নের উত্তর দিতে পেরে আমরাও সন্তুষ্ট। আশা করি অন্য শ্রোতারাও চীন সম্পর্কিত প্রশ্ন করতে উত্সাহী হবেন। আমরা চীন-সম্পর্কিত আপনাদের সবধরনের কৌতুহল মেটাতে চাই। ভালো থাকবেন।

আ: বাংলাদেশের নওগাঁ জেলার সোর্স অব নলেজ ক্লাবের রাফিকুল ইসলাম লিখেছেন, বাংলা বিভাগ, আপনাদের সবার জন্য আমার অনেক প্রীতি ও শুভেচছা রহিল। আশা করি মহান আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। এখানে আমিসহ আমার ক্লাবের সকলেই ভালো আছি। আপনাদের প্রতিদিনের বাংলা অনুষ্ঠান আমি রেডিওতে শুনি। ওয়েব সাইটও দেখি। খুব মজা পাই। প্রতিনিয়ত জ্ঞান অর্জন করেই চলেছি। আপনাদের প্রাত্যহিক ও সাপ্তাহিক অনুষ্ঠানগুলোর উচ্চ প্রশংসা না-করে থাকতে পারছি না। পরিবর্তিত পরিস্থিতি ও সামগ্রিক প্রেক্ষাপটে আপনাদের বর্তমান অনুষ্ঠানমালা বেশ মানানসই ও তথ্যপূর্ণ হয়েছে বলে বিশ্বাস করি। আমাকে নিয়মিত কোনো বাংলা বা ইংরেজি ম্যাগাজিন পাঠানোর ব্যবস্থা করলে ভীষণ খুশি হব। বাংলা অনুষ্ঠানমালা তার কাঙ্খিত মানে একদিন উপনীত হবে, এ আমার একান্ত প্রত্যাশা। বাংলা বিভাগের সবাই সুস্থ, সুন্দর ও নিরাপদে থাকুন। আবারো সকলকে ধন্যবাদ জানাচিছ।

মু: বন্ধু রাফিকুল ইসলাম ইমেল লেখার জন্য আপনাকেও ধন্যবাদ জানাই। আপনার প্রশংসার জন্য ধন্যবাদ। আপনাদের উত্সাহই আমাদের পাথেয়। 'পুবের জানালা'-র নতুন সংখ্যা শিগগিরই প্রকাশিত হবে। আশা করি তার কপি আপাদের যথাসময়ে পাঠাতে সক্ষম হবো।

আ: বাংলাদেশের জয়পুরহাট জেলার মোঃ নুরুজ্জামান ইসলাম মাদু তার ইমেলে লিখেছেন, ১৩ জুলাই সকালের অনুষ্ঠানে "মুক্তার কথা" ভাল লাগল। সাইফুল ইসলাম থান্দারের গানও খুব ভাল লাগল।

মু: আচ্ছা, বন্ধু নুরুজ্জামান ইসলাম মাদুকে ইমেল লেখার জন্য ধন্যবাদ জানাই। সাইফুল ইসলাম থান্দারের গান আমাদেরও ভালো লেগেছে। আশা করি অন্য শ্রোতারাও নিজেদের কণ্ঠে গান রেকর্ড করে আমাদের পাঠাবেন। আমরা মুক্তার কথা অনুষ্ঠানে তা প্রচার করার চেষ্টা করবো।

আ: বাংলাদেশের ফরিদপুর জেলার নন্দন বেতার শ্রোতা সংঘের পরিচালক মো: আফজাল আলী খান তার ইমেলে লিখেছেন, ০৭-০৭-২০১৪ তারিখের অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র বেড়াতে যেতে ইচ্ছুক পর্যটকদের জন্য ছি ওয়েন ইয়ুর পাঁচটি প্রয়োজনীয় পরামর্শ শুনে ভালো লাগলো। ড্রাইভিং শেখা, শরীরচর্চা করা, নিষ্ঠার সাথে ইংরেজি বই পড়া, চীনা ও পাশ্চাত্য দর্শন শিল্প, সংস্কৃতি নিয়ে পড়াশোনা করা সংক্রান্ত পরামর্শগুলো সত্যি ভালো। ০৮-০৭-২০১৪ তারিখের 'ভালবাসায় ভরপুর জগত' প্রতিবেদনটিও বেশ উপভোগ্য হয়েছে। ধন্যবাদ প্রতিবেদক এবং সিআরআইকে।

মু: মো: আফজাল আলী খান, আমাদের অনুষ্ঠান নিয়মিত শোনার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আপনার 'ধন্যবাদ' আমরা সংশ্লিষ্ট অনুষ্ঠানের প্রযোজক ও উপস্থাপককে পৌছে দিয়েছি। আশা করি, আপনি নিয়মিত আমাদের মতামত পাঠাবেন।

আ: বাংলাদেশের ঢাকার সিআরআই-সাউথ এশিয়া রেডিও ক্লাবের উপ-পরিচালক তাছলিমা আক্তার লিমা লিখেছেন, আমার ভালোবাসা নিবেন। আশা করি ভালো আছেন। আপনার পরিবেশনায় আপনার পছন্দের গানগুলো শুনেছি। দক্ষিণ কোরিয়ার শিশুদের গাওয়া গানটি চমৎকার ছিল। আর চীন, নেপাল, শ্রীলংঙ্কা, ভারত এবং বাংলাদেশের গানগুলোও ছিল অপূর্ব ও অসাধারণ। গানের এ অনুষ্ঠানটি যখন প্রচারিত হচ্ছিল, তখন আমি একটি পোশাকে হাতের কাজ করছিলাম। মুক্তা আপু, আপনি ঠিক বলেছেন, আমাদের দেশের নামকরা শিল্পী রুনা লায়লার কন্ঠ খুবই মিষ্টি এবং তিনি অপূর্ব গান করেন। তিনি আমারও একজন প্রিয় শিল্পী। "মাঝি তুমি মাঝ গাঙ্গে নাও বাইয়া যাও........." তার এই গানটি আমার খুবই প্রিয়। আপনার পরিবেশনায় এই অনুষ্ঠানটিতে খুবই নতুনত্ব রয়েছে যা আমার কাছে বেশ ভাল লেগেছে। আশা করি অন্য শ্রোতাদেরও ভালো লাগবে। আগামী অনুষ্ঠানে এ ধরনের সুন্দর সুন্দর গান শুনিয়ে আমাদেরকে মুগ্ধ করবেন এই প্রত্যাশা করি।

মু: লিমাকে ধন্যবাদ জানাই। তিনি শুধু আমাদের শ্রোতা তা নয়, বরং আমার একজন বন্ধু। ভালো থাকবেন।

আ: বাংলাদেশের কুষ্টিয়া জেলার এ এম মজনু বিশ্বাস চিঠিতে লিখেছেন, ….

মু: আচ্ছা, আমরা বন্ধু এ এম মজনু বিশ্বাসের চিঠির মাধ্যমে তাঁর কষ্ট অনুভব করতে পারি। আপনার সুস্বাস্থ্য কামনা করি আমরা। আমরা কোনো শ্রোতাকেই দূরে ঠেলে দিই না। সকল শ্রোতাই আমাদের কাছে সমান প্রিয়। আপনিও আমাদের অনেক কাছের মানুষ। আশা করি, আপনি নিয়মিত আমাদের অনুষ্ঠান শুনবেন।

আ: বাংলাদেশের খুলনা জেলার সি আর আই-সাউথ এশিয়া রেডিও ক্লাবের মিঠুন কান্তি রায় লিখেছেন, মুক্তা আপু ও আলিম ভাইকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই। এখন থেকে নিয়মিত আপনাদের কাছে চিঠি লিখে যাব এবং কথা দিচ্ছি আগামী ৫ মাসের মধ্যে অনর্গল চীনা ভাষায় কথা বলব। আমি বর্তমানে সি আর আই-এস এম এফ কনফুসিয়াস ক্লাসরুমে চীনা ভাষা শিখছি। আমার জন্য দোয়া করবেন। আমার ইচ্ছা আমি ভবিষ্যতে চীন আন্তর্জাতিক বেতারে অনুষ্ঠান উপস্থাপনা করব। আমার স্বপ্ন যেন সত্যি হয়। চিঠির উত্তরের অপেক্ষায় রইলাম।

মু: আচ্ছা, বন্ধু মিঠুন কান্তি রায়, আপনাকে নিয়মিত আমাদের অনুষ্ঠান শোনা এবং চিঠি লেখার জন্য ধন্যবাদ জানাই। চেষ্টা করলে অবশ্যই আপনি চীনা ভাষায় কথা বলতে পারবেন। আমরা আশা করি আপনার সকল স্বপ্ন পূরণ হবে। কনফুসিয়াস ক্লাশরুমে চীনা ভাষা শিখছেন জেনে ভালো লাগলো। আপনার জন্য রইল আমাদের শুভ কামনা।

আ: আমাদের পুরনো বন্ধু মো: লুৎফর রহমান লিখেছেন, এখন পেইচিং সময় রাত ১টা। বাংলাদেশ সময় রাত ১১টা। আমি এখন সিআরআইয়ের ওয়েবসাইটে বৃহস্পতিবারের অনুষ্ঠান 'হালশৈলী' শুনছি। আজকাল দৈনিক অনুষ্ঠান ওয়েবসাইটে আপলোডের ক্ষেত্রে এক ধরণের শৈথিল্য দেখা যাচ্ছে। দৈনন্দিন অনুষ্ঠানসমূহ যথাসময়ে আপলোড করা হচ্ছে না। আরো একটি সমস্যা দেখা যাচ্ছে যে, অনুষ্ঠানের শুরুটা হচ্ছে খবরের মাঝখান থেকে। ফলে অনুষ্ঠান শেষ হচ্ছে খবরের প্রথমাংশে। অর্থাৎ খবর দু'অংশে ভাগ হয়ে যাচ্ছে যার শেষাংশ শোনা যাচ্ছে অনুষ্ঠানের শুরুতে আর প্রথমাংশ শোনা যাচ্ছে অনুষ্ঠানের শেষে। আশা করি, আপনারা দ্রুত এই দুটি অসামঞ্জস্য দূর করার ব্যবস্থা নেবেন। তাহলে আজ আর নয়। ভালো থাকবেন সবাই। আবার কথা হবে।

মু: আচ্ছা, আমাদের বন্ধু লুত্ফর গত এক বছর ধরে চীনে চীনা ভাষা শিখেছেন। সম্প্রতি তিনি বাংলাদেশে ফিরে গেছেন। আশা করি আপনি ও আপনার পরিবারের সবাই ভালো আছেন। আপনার পরামর্শের জন্য ধন্যবাদ। আমরা বিষয়টির প্রতি ভবিষ্যতে নজর রাখবো। আশা করি, এ ধরনের সমস্যা নজরে এলে ভবিষ্যতেও আমাদের সতর্ক করতে ভুলবেন না। ধন্যবাদ।

আ: বাংলাদেশের ঢাকার বিধান চন্দ্র টিকাদার তার ইমেলে লিখেছেন, ডিয়ার মুক্তা দিদি আশা করি ভালো আছেন। পর সমাচার গত একমাস যাবৎ ব্রাজিল দেশে হয়ে গেল বিশ্বকাপ ফুটবল মহা উত্সব। ১৩ জুলাইয়ের ফাইনাল খেলার মধ্যদিয়ে শেষ হলো এই উত্সব। আমরাও মেতে ছিলাম বিশ্বের সর্ববৃহৎ এই খেলার উত্সবে। এই খেলায় বাংলাদেশীরা খুব মজে ছিল। এ দেশে মূলত ব্রাজিল আর আর্জেন্টিনার সমর্থক বেশি। আমি অবশ্য জার্মানীর সমর্থক ছিলাম। চীনারাও কি বিশ্বকাপ ফুটবল নিয়ে মজে ছিল? চীন দেশের ফুটবলভক্তরা কি আমাদের দেশের ভক্তদের মত তাদের সমর্থক দেশের পতাকা উড়ায় ?

মু: আচ্ছা, বন্ধু বিধান চন্দ্র টিকাদারকে ইমেল লেখার জন্য ধন্যবাদ জানাই। চীনে ফুটবল অনেক জনপ্রিয়। অধিকাংশ চীনা মানুষ ফুটবল পছন্দ করেন। তারাও রাত জেগে বিশ্বকাপ ফুটবলের খেলা দেখেছেন। চীনের সিসিটিভিতে সকল খেলা সরাসরি সম্প্রচার করা হয়েছে। আপনার মতো আমিও কিন্তু জার্মানির সমর্থক। জার্মানি চ্যাম্পিয়ন হওয়ায় আমি খুবই খুশি। আপনার প্রশ্নের উত্তরে বলছি: না ভাই, চীনারা নির্দিষ্ট কোনো দেশকে সমর্থন করলেও, তাদের জাতীয় পতাকা উড়ায় না। যেমন ধরুন, আমি জার্মানির সমর্থক। কিন্তু আমি জার্মানির পতাকা উড়াইনি।

গান

আ: ভারতের পশ্চিমবঙ্গের ধিরেন বসাক তার চিঠিতে লিখেছেন, প্রিয় মুক্তা দিদি ও আলিম ভাই, আপনারা আমার শুভেচ্ছা গ্রহণ করবেন। আমার প্রস্তাব হলো যে মুক্তার কথা সপ্তাহে একদিন না করে, অন্তত সপ্তাহে দুই দিন করে প্রচার করবেন। শ্রোতার সংখ্যা আগের তুলনায় এখন অনেক বেড়েছে; চিঠি, ইমেলের সংখ্যা দিন দিন বাড়ছে। তারপর আবার ফোনের মাধ্যমে শ্রোতাদের সাক্ষাতকার প্রচার করা হচ্ছে। তাই বলছি, শ্রোতাদের চাহিদার সাথে তাল মিলিয়ে সপ্তাহে দুই দিন করে মুক্তার কথা প্রচার করুন।

মু: বন্ধু বসাক, আপনার মতামত আমরা বিবেচনা করবো। আমরা ভবিষ্যতে আরো বেশি শ্রোতার সাক্ষাত্কার নিতে চাই। আশা করি, আপনিও অংশ নেবেন। ধন্যবাদ।

আ: ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার হামিম হোসেন মণ্ডল (বুলবুল) আমাদেরকে তার নিজের লেখা একটি কৌতুক পাঠিয়েছেন। আমি এখানে শ্রোতাদের তা পড়ে শোনাচ্ছি।..

মু: আচ্ছা, বন্ধুরা, কেমন লাগলো বন্ধু বুলবুলের কৌতুক? আমার কিন্তু বেশ ভালো লেগেছে। বন্ধু হামিম হোসেন মণ্ডল (বুলবুল)-কে ধন্যবাদ জানাই। আশা করি, আরো শ্রোতা নিজেদের লেখা আমাদেরকে পাঠাবেন। ধন্যবাদ।

আ: প্রিয় শ্রোতা, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আপনারা আমাদের অনুষ্ঠানের মধ্য দিয়ে কিছুটা হলেও আনন্দ পেয়ে থাকেন, তাহলে মনে করবো আমাদের পরিশ্রম সার্থক হয়েছে। আপনাদের জন্যই আমাদের সকল প্রচেষ্টা ও আয়োজন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শুনতে থাকুন চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান। আর হ্যা, আমাদের চিঠি লিখতে ভুলবেন না।

মু: আমাদের সঙ্গে থাকুন, আমাদের অনুষ্ঠান শুনুন আর আপনার যে-কোনো মতামত বা প্রশ্ন পাঠিয়ে দিন চিঠি বা ই-মেলের মাধ্যমে। আমাদের ই-মেল ঠিকানা হচ্ছে ben@cri.com.cn এবং আমার নিজস্ব ইমেল ঠিকানা হল caiyue@cri.com.cn। 'মুক্তার কথা' অনুষ্ঠান সম্পর্কিত ইমেল আমার নিজস্ব ইমেল ঠিকানায় পাঠালে ভালো হয়। আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিনে, একই সময়ে আবার আপনাদের সঙ্গে কথা হবে। ততোক্ষণ সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। (ছাই/আলিম)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040