Web bengali.cri.cn   
মুক্তার কথা-১২ জুলাই
  2014-08-28 10:46:27  cri


মু: সুপ্রিয় বন্ধুরা, আপনারা শুনছেন সুদূর পেইচিং থেকে সম্প্রচারিত চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান 'মুক্তার কথা'। আপনাদের সঙ্গে আছি আমি আপনাদের বন্ধু মুক্তা।

আ: সঙ্গে আছি আমি আলিমুল হক।

মু: আজকের অনুষ্ঠানে আপনারা যেসব শ্রোতার চিঠি শুনতে পাবেন তারা হলেন: বাংলাদেশের রাজশাহী জেলার সাইফুল ইসলাম থান্দার, যশোর জেলার সুর-সংলাপ রেডিও ক্লাবের মহিলাবিষয়ক সম্পাদক শারমিন হক, সম্পাদক মোঃ মুজিবুল হক, রাজশাহী জেলার মোঃ উজজল হোসেন, ঢাকার বিধান চন্দ্র টিকাদার, সিরাজগন্জ জেলার মাতৃভাষা রেডিও লিসেনার্স ক্লাবের সভাপতি মোঃ মানিক উল্লাহ, বগুড়া জেলার পাইওনিয়ার রেডিও এন্ড টিভি ক্লাবের সভাপতি এম এ বারিক, ইন্টারন্যাশনাল লিসেনার্স ইউনিটের প্রেসিডেন্ট মোঃ রাসেল শিকদার এবং ভারতের মুর্শিদাবাদ জেলার হামিম হোসেন মণ্ডল (বুলবুল)।

আ: আজকের প্রথম চিঠি লিখেছেন, বাংলাদেশের রাজশাহী জেলার সাইফুল ইসলাম থান্দার। তিনি তার ইমেলে লিখেছেন: আমি জানতে চাই: আমার বা আমাদের কোন বক্তব্য, কবিতা, গান বা অনুষ্ঠান সম্পর্কিত অভিমতের রেকর্ডিং যদি এ্যাটাচমেন্ট করে ইমেলে আপনাদের কাছে পাঠাই, তাহলে তা আপনারা পাবেন কী? এবং তা যদি অনুষ্ঠানে প্রচার উপযোগী হয় তাহলে তা অনুষ্ঠানে প্রচার করবেন কি? আগামী মুক্তার কথাতেই এর উত্তর জানতে চাই। আশা করি জানাবেন এবং আমাদেরকে এ সুবিধাটুকু গ্রহণের সুযোগ দেবেন। আপনাদের সবার সুস্বাস্হ্য ও মঙ্গল কামনায় আজ খোদা হাফেজ।

মু: আচ্ছা, বন্ধু থান্দার, আমি আগের অনুষ্ঠানে বলেছিলাম। শ্রোতারা নিজেদের কণ্ঠে কোনোকিছু রেকর্ড করে পাঠালে, আমরা তা প্রচার করার চেষ্টা করবো। আশা করি, আপনারা তা পাঠাবেন। ধন্যবাদ।

আ: যশোর জেলার সুর-সংলাপ রেডিও ক্লাবের মহিলা বিষয়ক সম্পাদক শারমিন হক তার ইমেলে লিখেছেন: প্ৰিয়, সিআরআই বাংলা বিভাগ, সুর-সংলাপ রেডিও ক্লাবের পক্ষ থেকে আমি শারমিন হক আপনাদের জানাই একরাশ প্রীতি ও শুভেচ্ছা। ২৯ জুন মহাকবি মধুসূদন দত্তের ১৪১তম মৃত্যুবার্ষিকী ছিল। ১৮২৪ সালের ২৫ জানুয়ারি যশোরের সাগরদাঁড়িতে জন্মগ্রহণ করেন মহাকবি মধুসূদন আর মৃত্যুবরণ করেন কলকাতায় ১৮৭৩ সালের এদিনে। আমাদের প্রিয় এ কবির মৃত্যুবার্ষিকীতে

তার স্মৃতির প্রতি আমরা শ্রদ্ধা জানাচ্ছি। আমরা যশোরবাসী গরব অনুভব করি যখন ভাবি এমন (মধুসূদন দত্তের) একজন ব্যক্তির জন্ম এ যশোরের মাটিতেই হয়েছে। আমরা প্রতি বছর তার জন্ম দিনে আয়োজিত মধু মেলায় অংশগ্রহণ করে থাকি এবং কবি ও তার লেখা সম্পর্কে অনেক জ্ঞান লাভ করি। একই সাথে তার মৃত্যুবার্ষিকীতে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে অংশগ্রহণ করে থাকি। আমি আপনাদেরকে আমাদের যশোর ভ্রমণের জন্য স্ববান্ধবে আমন্ত্রণ জানাচ্ছি। যদি আপনারা কখনো বাংলাদেশে আসেন, তাহলে অবশ্যই আমাদের যশোরের এই মহাকবির জন্মস্হান থেকে ঘুরে যাবেন।

মু: বন্ধু শারমিন হক, নিমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ জানাই। মধুমেলার কিছু ছবি পাঠিয়ে দিন, মুক্তার কথা ওয়েবপেইজের জন্য। ভালো থাকবেন।

আ: একই ক্লাবের সম্পাদক মোঃ মুজিবুল হক লিখেছেন: সিআরআই বাংলা বিভাগ, সুর-সংলাপ রেডিও ক্লাবের পক্ষ থেকে জানাই বৃষ্টিভেজা কদম ফুলের শুভেচ্ছা। মুক্তা আপু, আমরা নিয়মিত আপনাদের প্রতিটি অনুষ্ঠান শুনছি আর প্রতিনিয়ত পত্রের মাধ্যমে আমাদের মনের ভাব ও অনুভূতির কথা আপনাদের লিখে জানাচ্ছি। মতামত আর গঠনমূলক সমালোচনার মাধ্যমে অনুষ্ঠানের মান আর কিভাবে বৃদ্ধি করা যায় সে বিষয়ে আপনাদের নিয়মিত অবহিত করে চলেছি। গত ২০.০৬.২০১৪ তারিখের এশিয়া টুডের অনুষ্ঠানে অষ্ট্রেলিয়ায় চীনা চিকিত্সাপদ্ধতির উপর বিস্তারিত প্রতিবেদন শুনলাম। এ অনুষ্ঠানে চীনা চিকিত্সাপদ্ধতি নিয়ে অষ্ট্রেলিয়ানদের মতামত চীনা চিকিত্সার উপর বড় আস্হার পরিচয় বহন করে। আমাদের বাংলাদেশে চীনা চিকিত্সার তেমন প্রচলন না থাকলেও, বতর্মানে আমাদের দেশের মানুষ চীনে গিয়ে চিকিত্সা গ্রহণে ভীষণ উত্সাহ দেখাচ্ছে। আমরা আশা করব একদিন বাংলাদেশের মানুষ চীনা চিকিত্সা ব্যবস্হার সু-ফল গ্রহণ করবে। ২৪.০৬.২০১৪ তারিখে স্বর্ণা আপুর উপস্হাপনায় খোলামেলা (ঢাকা থেকে পেইচিং) অনুষ্ঠানে ফরহাদ বুলবুলের স্বাক্ষাতকার শুনলাম। এ স্বাক্ষাতকারে আমরা পেইচিং শহর সম্পর্কে অনেক তথ্য জানতে পারলাম। অন্যের মুখে শোনা চীন আর চোখে দেখা চীনের মধ্যকার পাথর্ক্য তিনি খুবই সুন্দরভাবে ব্যাক্ত করেছেন তার স্বাক্ষাতকারে। এ ছাড়া তার চীনা ভাষা শেখা, চীনা বিশ্ববিদ্যালয়ে ভর্তির ইতিহাস, চীনে বসবাসের অভিজ্ঞতা সবই ছিল চমত্কার। তার এ স্বাক্ষাতকারে জানতে পারলাম পিকিং ইউনিভারসিটি বিশ্বের প্রথম ৫০টি ইউনিভারসিটি মধ্যে অন্যতম। ২৫.০৬.২০১৪ তারিখের চলুন বেড়িয়ে আসি অনুষ্ঠানে জান্নাতুন নাহার আপুর উপস্হাপনায় আফসানা আক্তার ও মারুফ মোল্লার স্বাক্ষাতকার শুনলাম। তাদের প্রাণবন্ত আলাপচারিতায় চীনের কোয়াংচুং শহর সম্পর্কে অনেক অনেক ভ্রমণবিষয়ক তথ্য পেলাম। সব মিলিয়ে এ দিনের অনুষ্ঠান আমাদের খুবই ভাল লেগেছে। ২৮.০৬.২০১৪ তারিখের মুক্তার কথা অনুষ্ঠানে আমাদের ক্লাবের শারমিন হকের পত্র পাঠ করাতে আমরা আবার ও মুক্তা আপুকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। সকলে ভাল থাকবেন সুস্হ থাকবেন, এটাই কামনা।

মু: মোঃ মুজিবুল হক, আপনাকে নিয়মিত আমাদের অনুষ্ঠান শোনা এবং চিঠি লেখার জন্য ধন্যবাদ জানাই। আমরা আপনাদেরকে আরো সুন্দর অনুষ্ঠান উপহার দেয়ার চেষ্টা করবো।

আ: রাজশাহী জেলার মোঃ উজজল হোসেন লিখেছেন, প্রিয় মুক্তা আপু চিঠিপ্রত্রের অনুষ্ঠানের চিঠির উত্তরগুলি আমার কাছে বেশ ভাল লেগেছে। আপনার কাছে আমার প্রশ্ন: চীনের সব চেয়ে বড় উৎসব কোনটি?

মু: আচ্ছা, আমি এখন আপনার প্রশ্নের জবাব দিচ্ছি। খ্রীষ্টানদের বড় দিনের মতো বসন্ত উত্সব চীনাদের সবচেয়ে বড় উত্সব। যুগ পরিবর্তনের সাথে সাথে বসন্ত উত্সবের ক্ষেত্রে কিছু পরিবর্তন হয়েছে, নাগরিকদের বসন্ত উত্সব পালনের কায়দারও কিছু পরিবর্তন হয়েছে। কিন্তু চীনা নাগরিকদের জীবনে ও চিন্তাভাবনায় বসন্ত উত্সবের অবস্থানের এখনো পরিবর্তন হয়নি। চীনে বসন্ত উত্সবে মোট তিন দিনের ছুটি থাকে। প্রায় প্রতিটি পরিবার এ উত্সবে পুনর্মিলিত হয়। বসন্ত উত্সব ছাড়াও, চীনের আরো কয়েকটি গুরুত্বপূর্ণ ঐতিহ্যিক উত্সব রয়েছে, যেমন ইউয়ানসিয়াও উত্সব, ছিংমিং উত্সব, তুয়ানউ উত্সব, ছুংইয়াং উত্সব, মধ্য শরত্ উত্সব ইত্যাদি। বন্ধু মোঃ উজজল হোসেন, প্রশ্ন করার জন্য ধন্যবাদ জানাই।

আ: ঢাকার বিধান চন্দ্র টিকাদার তার ইমেলে লিখেছেন: ভালোভাবে আমি ইন্ডিয়া থেকে ফিরে এসেছি। ইন্ডিয়ায় আমি সাথে করে একটি ছোট রেডিও নিয়ে গিয়েছিলাম এবং সি আর আই বাংলা অনুষ্ঠান ওখানে বসেও শুনেছি। তবে এফ এম বান্ডে শোনা যায় নাই, শুনেছি শর্ট ওয়েবে। ঢাকা ফিরে এসে আবার আগেরমত এফ এম-এ শুনছি। নিয়মিত অনুষ্ঠান শুনে আবার নিয়মিত লিখব।

মু: আচ্ছা, বিধান চন্দ্র টিকাদারকে নিয়মিত আমাদের অনুষ্ঠান শোনার জন্য ধন্যবাদ জানাই। আমাদের ভারতে এফএম অনুষ্ঠান নেই। আশা করি, ভবিষ্যতে সেখানেও এফএম চালু হবে।

আ: বাংলাদেশের সিরাজগন্জ জেলার মাতৃভাষা রেডিও লিসেনার্স ক্লাবের সভাপতি মোঃ মানিক উল্লাহ লিখেছেন: প্রিয় মুক্তা আপু ও আলিমুল ভাইয়া, শুভেচ্ছা এবং ভালবাসা নেবেন। আমি আজ খুবই আনন্দিত। কেননা আপনাদের কাছে করা আমার প্রথম মেইল গত 28 জুন তারিখে মুক্তার কথা অনুষ্ঠানে পড়েছেন এবং আমাকে আপনাদের শ্রোতা হিসাবে গ্রহণ

করেছেন। এ জন্য আপনাদেরকে জানাই আমার হৃদয় থেকে অভিনন্দন। পরিশেষে আপনাদের মঙ্গল কামনায় আজকের মত শেষ করছি। খোদা হাফেজ।

মু: মোঃ মানিক উল্লাহ, আপনাকে চিঠি লেখার জন্য ধন্যবাদ জানাই। আশা করি, ভবিষ্যতেও আপনার কাছ থেকে অনুষ্ঠান সম্পর্কিত মতামত নিয়মিত পাব। ভালো থাকবেন।

আ: বাংলাদেশের বগুড়া জেলার পাইওনিয়ার রেডিও এন্ড টিভি ক্লাবের সভাপতি এম এ বারিক লিখেছেন: চীন আন্তর্জাতিক বেতার শ্রোতাদের কাছে যে কত প্রিয় তা ভাষায় লিখে প্রকাশ করা যাবে না। মাতৃভূমিকে ভালোবাসার মতই আমরা সিআরআইকে ভালোবাসি। আর সিআরআই মায়ের মমতা দিয়ে শ্রোতাদের আগলে রাখে। মৃত্যু ছাড়া আমাদের সস্পর্ক ছিন্ন হবার নয়। সুযোগ পেলেই আমি আপনাদের ওয়েবসাইট ঘুরে আসি। রং বেরং-এর এ ওয়েবসাইট আমার ভালো লেগেছে। কিন্তু এ ওয়েবসাইট দেখে আমার মনে হচ্ছে গত বছর থেকে এখানে নতুন কিছু দেওয়া হয়নি! কেন? নিত্যনতুন আপডেট চাই।

মু: এম এ বারিক, আপনার চিঠি আমাদেরকে মুগ্ধ করে। আপনি লিখেছেন, আমাদের ওয়েবসাইট গত বছর থেকে আপডেট করা হয়নি। আমি জানি না আপনি কেন এভাবে বলেন। কারণ, আমরা প্রতিদিন খবর ও বিভিন্ন প্রতিবেদন ওয়েবসাইটে আপলোড করে থাকি। আশা করি, আপনি নিয়মিত আমাদের ওয়েবসাইট ভিজিট করবেন। চিঠি লেখার জন্য ধন্যবাদ জানাই।

আ: বাংলাদেশ ইন্টারন্যাশনাল লিসেনার্স ইউনিটের প্রেসিডেন্ট মোঃ রাসেল শিকদার লিখেছেন: মুক্তা আপু আমরা যারা CRI তে লিখে থাকি তারা অধিকাংশই ষ্টুডেন্ট। আমরা টিফিনের টাকা বাঁচিয়ে CRI তে চিঠি বা ইমেইল করে থাকি। কিন্তু অত্যন্ত দুংখের বিষয় CRI যখন কোন প্রতিযোগিতার আয়োজন করে তখন এমন সব শ্রোতা পুরুস্কার পায় যাদের নাম CRI থেকে আগে কখনো শোনা যায় না। আগে নিয়মিত শ্রোতাদের বিশেষ পুরস্কার পাঠানো হতো, এখন তাও পাঠাচ্ছেন না। এটা নিয়মিত শ্রোতাদের জন্য খুবই কষ্টের। আজ আমার চীন সম্পর্কে তিনটি প্রশ্ন আছে, আশা করি উত্তর দিবেন।

১।চীন কোন দেশ থেকে স্বাধীনতা লাভ করে?

২।চীনের সবচেয়ে দীর্ঘ সেতুর নাম কী?

৩।চীনে এক সন্তান নীতি কবে চালু হয়?

মু: আচ্ছা, বন্ধু মোঃ রাসেল শিকদারকে বলছি, আমাদের সব শ্রোতারই পুরস্কার পাওয়ার সুযোগ আছে। যারাই আমাদের বিভিন্ন ক্যুইজে অংশ নিয়ে থাকেন, তারা সবাই পুরস্কার পেতে পারেন। আপনি নিয়মিত আমাদের অনুষ্ঠানের কুইজে অংশ নিলে, আপনিও পুরস্কার পেতে পারেন। এখন আপনার প্রশ্নের জবাব দিচ্ছি। চীন কোন দেশ থেকে স্বাধীনতা লাভ করেনি। প্রাচীনকাল থেকেই চীন একটি স্বাধীন দেশ। আর, ছিংতাও শহরের চিয়াওচৌওয়ান সেতু হল চীন এবং বিশ্বের সবচেয়ে দীর্ঘ সেতু। সেতুটি ৪১.৫৮ কিলোমিটার দীর্ঘ এবং ২০১১ সালের ৩০ জুন এটি চালু হয়। আপনার শেষ প্রশ্নের উত্তরে বলছি: গত শতাব্দীর ৭০-এর দশক থেকে চীনে এক সন্তান নীতি চালু হয়। কিন্তু গত শতাব্দীর শেষ দিক থেকে শানতুং, সিছুয়ানসহ ২৭টি প্রদেশ, শহর ও অঞ্চলে নতুন ব্যবস্থা চালু হয়েছে। এ ব্যবস্থায় যদি স্বামী ও স্ত্রী দু'জনই পরিবারের একমাত্র সন্তান হন, তবে তারা দুটো বাচ্চা নিতে পারবেন। হোনান প্রদেশের লোকসংখ্যা সারা চীনে সবচেয়ে বেশি। ২০১১ সালে হোনান প্রদেশেও এ ব্যবস্থা নেওয়া হয়। ২০১১ সালের জুলাই মাস থেকে কুয়াংতং প্রদেশে নতুন ব্যবস্থা গ্রহণ করা হয় যে, যদি স্বামী ও স্ত্রীর মধ্যে যেকোন একজন পরিবারের একমাত্র সন্তান হন, তাহলে তাঁদের দু'টি বাচ্চা নেওয়ার অধিকার থাকবে। এ ছাড়াও, যদি এমন হয় যে, স্বামী-স্ত্রী দু'জনই গ্রামের অধিবাসী এবং তাদের প্রথম বাচ্চা মেয়ে, তাহলে তারা আরেকটি সন্তান নিতে পারবেন। আবার স্বামী-স্ত্রী দু'জনই সংখ্যালঘু জাতির মানুষ হলে তারা দুটো বাচ্চা নিতে পারবেন। এধরনের আরো কিছু নিয়ম আছে। আপনাকে প্রশ্ন করার জন্য ধন্যবাদ জানাই।

(গান)

আ: প্রিয় শ্রোতা, আজকের অনুষ্ঠানের শেষ প্রান্তে আমি আপনাদেরকে একজন নতুন শ্রোতার সঙ্গে পরিচয় করিয়ে দেব। তিনি হলেন ভারতের মুর্শিদাবাদ জেলার হামিম হোসেন মণ্ডল (বুলবুল)। তিনি চিঠিতে লিখেছেন, আমি নতুন শ্রোতা। আপনাদের রেডিও অনুষ্ঠান খুবই ভালো লাগে। সময় কিছুটা বাড়ালে খুবই ভালো হয়। ধন্যবাদ।

মু: আচ্ছা, বন্ধু হামিম হোসেন মণ্ডল (বুলবুল), আপনাকে আমাদের শ্রোতা পরিবারে স্বাগত জানাই। আশা করি, আপনি নিয়মিত আমাদের অনুষ্ঠান শুনবেন এবং চিঠি লিখবেন।

আ: প্রিয় শ্রোতা, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আপনারা আমাদের অনুষ্ঠানের মধ্য দিয়ে কিছুটা হলেও আনন্দ পেয়ে থাকেন, তাহলে মনে করবো আমাদের পরিশ্রম সার্থক হয়েছে। আপনাদের জন্যই আমাদের সকল প্রচেষ্টা ও আয়োজন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শুনতে থাকুন চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান। আর হ্যা, আমাদের চিঠি লিখতে ভুলবেন না।

মু: আমাদের সঙ্গে থাকুন, আমাদের অনুষ্ঠান শুনুন আর আপনার যে-কোনো মতামত বা প্রশ্ন পাঠিয়ে দিন চিঠি বা ই-মেলের মাধ্যমে। আমাদের সঙ্গে যোগাযোগের ডাক ঠিকানা হচ্ছে: বাংলা বিভাগ, সি আর আই-১১ চীন আন্তর্জাতিক বেতার। PO.BOX NO: 4216, BEIJING, POST CODE NO: 100040, CHINA. আমাদের ই-মেল ঠিকানা হচ্ছে ben@cri.com.cn এবং আমার নিজস্ব ইমেল ঠিকানা হল caiyue@cri.com.cn। 'মুক্তার কথা' অনুষ্ঠান সম্পর্কিত ইমেল আমার নিজস্ব ইমেল ঠিকানায় পাঠালে ভালো হয়। ওয়েবসাইটের মাধ্যমে আপনি আমাদের অনুষ্ঠান, চীন ও চীন আন্তর্জাতিক বেতার সম্বন্ধে আরো বিস্তারিত তথ্য জানতে পারেন। আমাদের ওয়েবসাইটের ঠিকানা হচ্ছে bengali.cri.cn। আপনার মতামত আপনি সরাসরি ওয়েবপেইজে লিখতে পারেন। আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিনে, একই সময়ে আবার আপনাদের সঙ্গে কথা হবে। ততোক্ষণ সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। (ছাই/আলিম)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040