Web bengali.cri.cn   
২০১৪ সালের হজ ফ্লাইটের যাত্রা শুরু
  2014-08-27 15:29:54  cri

আগস্ট ২৭: সৌদি আরবের উদ্দেশে যাত্রা শুরু করেছে ২০১৪ সালের হজ ফ্লাইট। আজ (বুধবার) সকাল ৭টা ৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪০৯ জন হজযাত্রী নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং-৭৭৭ এর একটি ফ্লাইট সৌদি আরবের জেদ্দার উদ্দেশে যাত্রা শুরু করে।

বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন হজ ফ্লাইটের উদ্বোধন করেন । এ সময় ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান, ধর্ম মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বি এইচ হারুন এমপিসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, হাবের সভাপতি ও মহাসচিব এবং বিমানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চলতি বছর বাংলাদেশ থেকে ৯৮ হাজার ৭৯৯ জন হজযাত্রী সৌদি আরবে পবিত্র হজ পালন করতে যাচ্ছেন বলে সংশ্লিষ্ট মন্ত্রণালয় জানিয়েছে। এদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় হজ পালন করতে যাচ্ছেন এক হাজার ৫৩৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় যাচ্ছেন ৯৭ হাজার ২৬৫ জন। এ বছর বেসরকারি হজ ব্যবস্থাপনায় ৮৩৫টি এজেন্সি অংশ নিয়েছে।

এর আগে গতকাল (মঙ্গলবার) বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর আশকোনাস্থ হজ ক্যাম্পে ২০১৪ সালের হজ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। (টুটুল)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040