Web bengali.cri.cn   
ফিলিস্তিন ও ইসরাইলের দীর্ঘস্থায়ী যুদ্ধবিরতি কার্যকর
  2014-08-27 14:33:46  cri
আগস্ট ২৭: ফিলিস্তিন ও ইসরাইলের দীর্ঘস্থায়ী যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। মিশরের মধ্যস্থতায় দু'পক্ষ গতকাল (মঙ্গলবার) দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতি বাস্তবায়নে একমত হয়েছে। জাতিসংঘ এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে দু'পক্ষকে তাড়াতাড়ি পুনরায় রাজনৈতিক আলোচনা আয়োজনের আহ্বান জানিয়েছে।

গাজায় দু'পক্ষের যুদ্ধবিরতি স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যা সাতটায় কার্যকর হয়। এদিন জাতিসংঘ মহাসচিব বান কি মুন এক বিবৃতিতে একে স্বাগত জানিয়েছেন।

বিবৃতিতে বলা হয়, গাজা ও ইসরাইলের উজ্জ্বল ভবিষ্যত দীর্ঘস্থায়ী যুদ্ধবিরতির ওপর নির্ভর করছে। যদি ফিলিস্তিন ও ইসরাইল তাদের সংকটের মূল সমস্যা সমাধান না করে, তাহলে যে কোনো ধরনের শান্তি প্রচেষ্টা ব্যর্থ হবে। ফিলিস্তিনের মুক্তি সংস্থার প্রতিশ্রুতি মেনে নেয়া বৈধ ফিলিস্তিন সরকারই গাজা এলাকাকে পরিচালনা করতে পারে বলে জানান তিনি। এছাড়া, গাজার ওপর থেকে অবরোধ তুলে নেয়া ও ইসরাইলের যুক্তিযুক্ত দাবিকে সমাধানের কথাও উল্লেখ করেন তিনি।

বান কি মুন আরো বলেন, তিনি আশা করেন এ যুদ্ধবিরতির মাধ্যমে রাজনৈতিক প্রক্রিয়া শুরু হতে পারবে।যাতে ফিলিস্তিন ও ইসরাইলের দীর্ঘস্থায়ী শান্তি বাস্তবায়ন করা যায়। বান কি মুন দু'পক্ষকে চূড়ান্ত সমস্যা নিয়ে চুক্তি স্বাক্ষরের জন্য পুনরায় আলোচনা করারও আহ্বান জানান। (শুয়েই/টুটুল)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040