Web bengali.cri.cn   
দ্রুত বাংলাদেশ-চীন-ভারত-মিয়ানমার অর্থনৈতিক করিডোর নির্মাণের আশা ব্যক্ত করলেন বাংলাদেশের ডেপুটি স্পীকার
  2014-08-27 14:10:05  cri

আগস্ট ২৭: চীন ও বাংলাদেশের মৈত্রী বাড়ানোর জন্য যত দ্রুত সম্ভব বাংলাদেশ-চীন-ভারত-মিয়ানমার অর্থনৈতিক করিডোর নির্মাণের প্রত্যাশা ব্যক্ত করেছেন বাংলাদেশের পার্লামেন্টের ডেপুটি স্পীকার ফজলে রাব্বী।

চীনের কুন মিং শহরে চীন বার্তা সংস্থাকে দেয়া সাক্ষাতকারে রাব্বী বলেন, বিশ্বায়নের এ যুগে এ অঞ্চলের মানুষ সম্ভাব্য যে কোন ক্ষেত্রে সহযোগিতা করতে চায় এবং যৌথ প্রচেষ্টার মাধ্যমে এতদাঞ্চলের উন্নয়ন বাস্তবায়ন করতে চায়।

বাংলাদেশ-চীন-ভারত-মিয়ানমার অর্থনৈতিক করিডোরের মাধ্যমে বাংলাদেশের জনগণ ও চীনা জনগণ বিশেষ করে ইউয়ুন নান প্রদেশের জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হবে বলে জানান তিনি।

রাব্বী বলেন, দক্ষিণ এশিয়ার একটি জানালা হিসেবে ইউয়ুন নান প্রদেশের অবস্থান গুরুত্বপূর্ণ। আর এ কারণেই ২০১৩ সালে কুন মিং শহরে বাংলাদেশের কনসুলেট জেনারেল অফিস প্রতিষ্ঠিত হয়। ভবিষ্যতে সংস্কৃতি, শিক্ষা, কৃষি, প্রযুক্তি ও পর্যটনসহ নানা ক্ষেত্রে দু'দেশের সহযোগিতা আরো বেশি জোরদার হবে বলে আশা করেন তিনি। (শিশির/টুটুল)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040