Web bengali.cri.cn   
ঢাকায় সিআরআই-এসএমএফ  কনফুসিয়াস ক্লাসরুমের ৫ বছর পূর্তি উদযাপন
  2014-08-26 18:48:18  cri

কনফুসিয়াস ইনস্টিটিউট হেডকোয়ার্টার্সের ১০ বছর ও সিআরআই-এসএমএফ কনফুসিয়াস ক্লাসরুমের ৫ বছর পূর্তি উপলক্ষে মঙ্গলবার রাজধানী ঢাকায় এক আনন্দঘন উদযাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জুইন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, শান্ত মারিয়াম ইউনিভার্সিটি অফ ক্রিয়েটিভ টেকনোলজির উপাচার্য ড. শামসুল হক, বাংলাদেশে বেতারের মহাপরিচালক কাজী আকতার উদ্দীন আহমেদ, চীন বেতারের দক্ষিণ এশিয়া বিভাগের উপপরিচালক মাদাম চাং ইয়্যূ, বাংলা বিভাগের পরিচালক মাদাম ইয়ূ কুয়াং ইয়্যু এ, চীনে নিযুক্ত বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত মুন্সী ফয়েজ আহমেদ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আরেফিন সিদ্দিক চীনকে একটি মহান জাতি হিসেবে অভিহিত করে বলেন, চীনের কাছ থেকে বাংলাদেশের অনেক কিছু শিখবার আছে। দুই দেশের ভাষা ও সংস্কৃতির আদান প্রদানের মাধ্যমে দুদেশই লাভবান হবে বলে মন্তব্য করেন তিনি।

চীনা রাষ্ট্রদূত লি জুইন বলেন, কনফুসিয়াস ক্লাসরুমের মাধ্যমে চীনা ভাষা ও সংস্কৃতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে সিআরআই-এসএমএফ কনফুসিয়াস ক্লাসরুম। চীন সরকারের এ কার্যক্রম আরো জোরদার হবে বলে জানান, চীনা রাষ্ট্রদূত।

চীন বেতারের দক্ষিণ এশিয়া বিভাগের উপপরিচালক মাদাম চাং ইয়্যূ অতিথিদের ক্রেস্ট উপহার দেন। বাংলা বিভাগের পরিচালক ও সিআরআই এসএমএফ কনফুসিয়াস ক্লাসরুমের চেয়ারম্যান মাদাম ইয়্যূ কনফুসিয়াস ক্লাসরুমের সাফল্যে সার্বিক সহযোগিতার জন্য সবাইকে ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে চীনা ও বাংলাদেশের শিল্পীরা কুংফু ও নাচগানসহ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। চীনা ভাষায় অনুষ্ঠানটি উপস্থাপন করে সিআরআই-এসএমএফ কনফুসিয়াস ক্লাসরুমের ছাত্র শায়ের শাবাব উৎস।

মাহমুদ হাশিম, ঢাকা থেকে।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040