প্রিয় বন্ধুরা, আমি আপনাদের বন্ধু মোং ফেন সিন প্রকাশ। আপনারা সবাই আমার প্রীতি ও স্নিগ্ধ শুভেচ্ছা গ্রহণ করুন।
বন্ধুরা, গত অনুষ্ঠানে আমরা একসাথে শেয়ার করেছিলাম বিশ্বের বিভিন্ন দেশের মানুষের বিভিন্ন কারণে বিশ্ববিখ্যাত হবার দু'টি ঘটনা।
তারা হলেন "কণ্ঠস্বরের কারণে বিশ্ববিখ্যাত হওয়া" এবং "মশার সাহায্যে বিশ্ববিখ্যাত হওয়া"। তাদের এ গল্প কেমন লেগেছে আপনাদের? আশা করি ভাল।
আজকের অনুষ্ঠানেও আপনারা অব্যাহতভাবে আমার সঙ্গে বিশ্বের বিভিন্ন জায়গা ঘুরে সারা বিশ্বের বিভিন্ন দেশের মানুষের বিভিন্ন কারণে বিশ্ববিখ্যাত হবার অভিজ্ঞতা শুনবেন।
স্কেটবোর্ড নিয়ে বিশ্ববিখ্যাত হওয়া
হ্যাঁ বন্ধুরা, যদি আপনারা মনে করেন, গত সপ্তাহের প্রচারিত 'মশার সাহায্যে বিশ্ববিখ্যাত হওয়া'র গল্পটি আপনাদের কাছে বেশ অদ্ভুত লেগেছে, তবে আমি এখনই আপনাদেরকে আরেকটি খুব মজার গল্প শোনাবো। আমার বিশ্বাস, তা আপনাদের আরো বেশি অদ্ভুত লাগবে।
এ গল্পের প্রধান চরিত্র হলেন হাঙ্গেরি'র ক্যাথলিক ধর্মের একজন ফাদার। তিনি ২০১০ সালে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফাদার ছিলেন। তাঁর স্কেটবোর্ড দিয়ে ধর্মপ্রচার করা ভিডিও অল্প সময়েই বিশ্ববিখ্যাত হয়ে ওঠে। তাঁর বয়স ৪৫ বছর হলেও তিনি খুব ভালো স্কেটিং করতে পারেন। আর এ জন্যই স্থানীয় বহু তরুণ তরুণী তার গির্জায় যেতে থাকে।
স্বপ্নের কথার কারণে বিশ্ববিখ্যাত হওয়া
বন্ধুরা, আমি আপনাদেরকে তিনটি বিশ্ববিখ্যাত হবার মজার গল্প শোনালাম।
আমার বিশ্বাস, গল্পগুলো আপনাদের মনে গভীর ছাপ ফেলেছে। এবারে আমি আপনাদেরকে আরেকটি মজার গল্প শোনাবো।
আপনারা কখনও ভেবে দেখেছেন, একজন মানুষ তার স্বপ্নের কথা বলার কারণে বিশ্ববিখ্যাত হয়ে উঠতে পারেন? সম্প্রতি বৃটেনের এডাম নামে এক ব্যক্তি ঘুমানোর সময়ে সর্বদা মজার স্বপ্নের কথা বলে থাকেন। তাঁর স্বপ্নের কথা শুনে সবাই হাঁসি থামাতে পারে না। সেজন্য তার এ স্বপ্নের মজার কথা বলার ভিত্তিতে তার একটি ব্লগ তৈরি করা হয়েছে এবং প্রতিদিন সারা বিশ্বের ৫০টিরও বেশি দেশ থেকে আসা নেট-ব্যবহারকারীরা তার কথা শুনতে আসে। কি বন্ধুরা, বেশ অদ্ভুত ঘটনা, তাইনা? (মার্কো)