Web bengali.cri.cn   
চলতি প্রসঙ্গ-০৮২২
  2014-08-22 17:09:01  cri

প্রিয় বন্ধুরা, আমি আপনাদের বন্ধু মোং ফেন সিন প্রকাশ। আপনারা সবাই আমার আন্তরিক প্রীতি ও স্নিগ্ধ শুভেচ্ছা গ্রহণ করুন ।

আপনারা কখনও কি একজন বিশ্ববিখ্যাত মানুষে পরিণত হওয়ার কথা ভেবেছেন? আমি বিশ্বাস করি, এটা অনেকেরই স্বপ্ন, তবে তা বাস্তবায়ন করা খুব কঠিন। তাহলে আজকে আপনারা আমার সঙ্গে বিশ্বের বিভিন্ন জায়গায় গিয়ে সারা বিশ্বের বিভিন্ন দেশের মানুষের বিভিন্ন কারণে বিশ্ববিখ্যাত হবার অভিজ্ঞতা শুনুন,কেমন?

কণ্ঠস্বরের কারণে বিশ্ববিখ্যাত হওয়া

প্রথমেই আপনারা আমার সঙ্গে যুক্তরাষ্ট্রে চলুন। সেখানকার একজন ভবঘুরে পথে পথে ভিক্ষা করে বেড়াতেন। তার শ্রুতিমধুর কণ্ঠস্বরে মুগ্ধ হয়ে এক আলোকচিত্র শিল্পী তার ছবি তুলে ইন্টারনেটে ছেড়ে দেন। আর তারপরই তিনি খুব দ্রুত বিশ্ববিখ্যাত এক ব্যক্তিতে পরিণত হন।

তাই তাঁকে 'কণ্ঠস্বরের কারণ বিশ্ববিখ্যাত হওয়া' ব্যক্তি বলা হয়। আরও অলৌকিক ব্যাপার হলো এর সাথে সাথে এ শ্রুতিমধুর কণ্ঠস্বরের ভবঘুরে'র ভাগ্যেরও বিশাল পরিবর্তন হয়। বেশ কয়েকটি স্থানীয় তথ্যমাধ্যম বেশি বেতন দিয়ে তাকে এখন তাদের প্রতিষ্ঠানে নিযুক্ত করতে চায়।

জানা গেছে, এ কণ্ঠস্বর নিয়ে বিশ্ববিখ্যাত হওয়া ভবঘুরে'র নাম হলো টেড উইলিয়ামস।

তিনি একটি বেতারে উপস্থাপকের কাজ করছিলেন। তবে চাকরি'র ক্ষেত্রে বেশ পরিবর্তন হওয়ায় তিনি একজন ভবঘুরে-তে পরিণত হন। তবে ছিন্নবস্ত্র পড়ে পথে পথে ভিক্ষা করা ও ময়লা মুখের ভবঘুরে'র কণ্ঠস্বর বেশ শ্রুতিমধুর । এর ফলে এখন যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি প্রতিষ্ঠান তার সঙ্গে চাকরি'র ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে চাচ্ছে। (প্রকাশ)

মশার সাহায্যে বিশ্ববিখ্যাত হওয়া

বন্ধুরা, কণ্ঠস্বর নিয়ে বিশ্ববিখ্যাত হবার কাহিনীটি আপনাদের কাছে কেমন লাগলো? সারা বিশ্বের বিভিন্ন জায়গায় অদ্ভুত অনেক ঘটনা ঘটে চলেছে, তাইনা?

তবে আমি বিশ্বাস করি, আমার পরের গল্প শুনে আপনাদের কাছে আরো অদ্ভুত মনে হবে, আরো অবিশ্বাস্য মনে হবে। তাহলে এখন 'মশার সাহায্যে বিশ্ববিখ্যাত হওয়া' গল্পটি শুনুন,কেমন?

এ গল্পের প্রধান চরিত্র হলেন টেলিভিশনের একজন উপস্থাপক। তিনি চীনের তাইওয়ান প্রদেশের একটি বেসরকারি টিভি স্টেশনে চাকরি করেন, তাঁর নাম হলো হুয়াং ছিং। গত জুলাই মাসে একদিন যখন তিনি স্টুডিও-তে খবর পড়ছিলেন সে সময় হঠাত্ একটি উড়ন্ত মশা তাঁর খোলা মুখে ঢুকে যায়। ঠিক তার পরই তার মুখ লাল হয়ে উঠে। তিনি কাশি দিতে দিতে খবর পড়লেন। তার এ মশা খেয়ে খবর পড়ার ব্যাপারটি দর্শক ও নেট-ব্যবহারকারীদেরকে দারুণভাবে আকর্ষণ করে, আর তিনি বিশ্ববিখ্যাত হয়ে ওঠেন।

বন্ধুরা, আমি মনে করি, তথ্যমাধ্যম এত উন্নত হবার কারণেই বর্তমানে বিশ্ববিখ্যাত হওয়া আর একটুও কঠিন ব্যাপার নয়। তবে এভাবে বিশ্ববিখ্যাত হওয়া একটু ভিন্ন ধরনের এবং তা কল্পনাতীতও বটে। (প্রকাশ)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040