Web bengali.cri.cn   
এপেকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের তৃতীয় সম্মেলন পেইচিংয়ে শেষ
  2014-08-21 19:01:09  cri
আগস্ট ২১: 'এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা সংস্থা' বা এপেকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের তৃতীয় সম্মেলন বুধ ও ও বৃহস্পতিবার পেইচিংয়ে অনুষ্ঠিত হয়েছে। এপেকের শীর্ষ সম্মেলনের আগে এটি হল বিভিন্ন দেশের ঊর্ধ্বতন নেতাদের শেষ সম্মেলন। নভেম্বরে সংস্থার শীর্ষ সম্মেলন আয়োজনের প্রস্তুতি নিতেই এ সম্মেলন।

সম্মেলনে চীনের রাষ্ট্রীয় কাউন্সিলর ইয়াং চিয়ে ছি বলেন, তার দেশ এপেকভুক্ত দেশগুলোর সঙ্গে এমন এক ধরনের এশিয়া-প্যাসিফিক অংশীদারিত্ব গড়ে তুলতে চায়, যা এতদঞ্চলের ভবিষ্যত সহযোগিতাকে আরো জোরদার করবে।

এশিয়া-প্যাসিফিক অঞ্চলের কৌশলগত গুরুত্ব উল্লেখ করে তিনি বলেন, তার দেশ 'এপেক-২০১৪' আয়োজনের সুযোগ পেয়ে সম্মানিত। তিনি উল্লেখ করেন, এপেকভুক্ত ২১টি দেশে বিশ্বের ৪০ শতাংশ মানুষের বাস এবং বৈশ্বিক বাণিজ্যের ৪৬ শতাংশই সম্পন্ন হয় এ দেশগুলোতে। এপেকের সদস্যরাষ্ট্রগুলো অভিন্ন উন্নয়নের লক্ষ্যে একটি সার্বিক, বহুস্তর বিশিষ্ট এবং বিস্তৃত সহযোগিতার সম্পর্ক প্রতিষ্ঠা করেছে বলেও তিনি উল্লেখ করেন। (শুয়েই/তৌহিদ)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040