Web bengali.cri.cn   
সিরিয়ার রাসায়নিক অস্ত্র ধ্বংস করায় স্বাগত জানিয়েছেন বান কি-মুন
  2014-08-21 16:46:55  cri
আগস্ট ২১: সিরিয়ার রাসায়নিক অস্ত্র ধ্বংস করায় স্বাগত জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব বান কি-মুন। গতকাল (বুধবার) মুখপাত্রের মাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে এ ধন্যবাদ জানান তিনি।

মার্কিন 'কেইপ রে' জাহাজ গভীর সমুদ্রে রাসায়নিক অস্ত্রগুলো ধ্বংস করে।

বিবৃতিতে বলা হয়, এটি হলো সিরিয়ার রাসায়নিক অস্ত্র নির্মূলে এক গুরুত্বপূর্ণ সাফল্য। এ কাজে সহযোগিতা করায় সিরিয়া সরকারের প্রশংসা করেন বান কি-মুন। সেই সঙ্গে, সহায়তাকারী রাষ্ট্র, রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ সংস্থা এবং জাতিসংঘের যৌথ প্রতিনিধি দলকেও ধন্যবাদ জানান তিনি।

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেন, এ ঘটনা গণবিধ্বংসী অস্ত্রের বিস্তার রোধে আন্তর্জাতিক সম্প্রদায়ের এক গুরুত্বপূর্ণ সাফল্য। (ওয়াং হাইমান/তৌহিদ)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040