Web bengali.cri.cn   
ঘাম থেকে বিদ্যুত্ শক্তি উত্পাদন!
  2014-08-21 15:04:20  cri

আপনার শরীরে যে ঘাম হয়, তা কি কাজে লাগতে পারে? এ নিয়ে আপনি কখনও কি কখনো চিন্তা করেছেন ? এবারে সত্যি একটি আশ্চর্যজনক খবর নিয়ে আসছি আমরা। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক এবার উদ্ভাবন করেছেন একটি বিশেষ প্রযুক্তি। এ প্রযুক্তিতে ঘাম থেকে বিদ্যুত্ শক্তি উত্পাদন করা যায়।

ঘাম থেকে বিদ্যুত্ শক্তি উত্পাদন করতে একটি যন্ত্রের মাধ্যমে। এ যন্ত্রটি দেখতে ইলেকট্রনিক উল্কির মতো। যন্ত্রটিতে থাকা সেন্সরটি মানুষের ত্বক ও ঘাম যুক্ত করে এবং মানুষের ঘাম সংগ্রহ করে। মানুষের শরীর থেকে যে ঘাম বেরিয়েছে, তাতে এই ল্যাকটেট নামক উপাদান রয়েছে। এটি হৃদপিণ্ডের গতি তত্বাবধানকারী যন্ত্র, ডিজিটাল হাতঘড়ি, এমন কি স্মার্টফোনে ব্যাটারি চার্জ দিতে পারে।

ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক জসেফ ওয়াং বলেন, ঘাম ব্যবহার করে যন্ত্র চার্জ করার প্রযুক্তি প্রথমবারের মতো উদ্ভাবন করেছেন তারা। এ বিষয়টি এতোদিন ধারণায় ছিল, এখন তা বাস্তবতায় চলে এসেছে। এখন এ প্রযুক্তির মাধ্যমে মাত্র চার মাইক্রোওয়াট চার্জ করতে পারে। এ পরিমাণ খুব কম। তবে প্রযুক্তিটির উন্নয়নের জন্য বিজ্ঞানীরা আরো চেষ্টা চালাচ্ছেন।

আসলে এ ধরণের জৈব ব্যাটারি উদ্ভাবন করা ওয়াং ও তাঁর সহকর্মীদের উদ্দেশ্য না। তাঁরা ল্যাকটেট পর্যবেক্ষণের জন্য পরিধেয়যোগ্য মনিটর তৈরি করতে চেয়েছিলেন। কিন্তু গবেষণা করতে করতে তারা নতুন আকর্ষণীয় প্রযুক্তিটি খোঁজ পেয়েছেন।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040