Web bengali.cri.cn   
জরুরি অবতরণ করায় রক্ষা পেল ইন্ডিগো বিমানের ১৪৮ যাত্রী
  2014-08-21 13:08:49  cri
আগস্ট ২১: জরুরি অবতরণ করায় রক্ষা পেয়েছে ভারতের মুম্বাই থেকে দিল্লিগামী ইন্ডিগো বিমানের ১৪৮ জন যাত্রী।

গতকাল (বুধবার) দিল্লি বিমানবন্দরে এ ঘটনা ঘটে।

স্থানীয় তথ্যমাধ্যম সূত্রে জানা গেছে, বুধবার সকালে মুম্বাই থেকে দিল্লির উদ্দেশে রওনা দেয় বিমানটি। বিকেলে দিল্লির ৭ নম্বর রানওয়েতে অবতরণের আগেই বিমানবন্দরের এটিসি অফিসাররা বিমানটির বাঁ দিকে কালো ধোঁয়া বের হতে দেখেন। সেই সঙ্গে দ্রুত ঘটনাটি পাইলটকে অবহিত করেন তারা। পাইলট বিমানটিকে দ্রুত নিরাপদে অবতরণ করান। অবতরণের পরপরই খালি করে ফেলা হয় বিমানটি। এসময় তড়িঘড়ি করে নামতে গিয়ে ২৮ জন যাত্রী আহত হন । প্রাথমিক চিকিত্সা শেষে এসব যাত্রীদের ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে।

ল্যান্ডিং গিয়ারের বাঁ দিকের ব্রেকে কিছু সমস্যা সৃষ্টি হওয়ায় এ ঘটনা ঘটেছে বলে কর্তৃপক্ষের বরাত দিয়ে তথ্যমাধ্যম জানিয়েছে। (টুটুল)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040