Web bengali.cri.cn   
মার্কিনীদের নিরাপত্তা নিশ্চিত করতে অব্যাহতভাবে অভিযান চালাবে যুক্তরাষ্ট্র;মার্কিন সাংবাদিক ফোলি হত্যায় চরমপন্থি সংস্থার বিরুদ্ধে তীব্র নিন্দা প্রকাশ বান কি মুনের
  2014-08-21 12:56:03  cri
আগস্ট ২১: মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা গতকাল (বুধবার) মার্কিন সাংবাদিক জেমস ফোলির হত্যার ঘটনায় ইরাকের চরমপন্থি সংস্থার প্রতি তীব্র নিন্দা জানিয়েছেন এবং পাশাপাশি মার্কিনীদের নিরাপত্তা নিশ্চিত করতে অব্যাহতভাবে অভিযান চালানোর কথাও ব্যক্ত করেছেন।

ওবামা বলেন, ইসলামিক স্টেট অফ ইরাক এ্যান্ড দ্য লেভান্ত-আইএসআইএল নৃশংসভাবে মার্কিন সাংবাদিক জেমস ফোলিকে হত্যা করেছে, যা বিশ্বের এক মর্মান্তিক বেদনাদায়ক ঘটনা। তিনি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের প্রতি এ ঘটনায় যুক্ত চরমপন্থি সংস্থাকে দমনের জন্য যৌথ প্রচেষ্টা চালানোর আহ্বান জানান।

এ দিন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যারি হার্ফ বলেন, যুক্তরাষ্ট্রের এক পরিসংখ্যান অনুসারে এ পর্যন্ত মোট ১২ হাজার বিদেশি জঙ্গি ইরাক ও সিরিয়াসহ বিভিন্ন স্থানে প্রবেশ করেছে। তারা সে দেশগুলোতে সন্ত্রাসী হামলায় নিয়োজিত রয়েছে। তাদের মধ্যে ইউরোপিয়ান এমনকি মার্কিন নাগরিকও রয়েছে বলে উল্লেখ করেন তিনি । হার্ফ বলেন, এসব চরমপন্থি মার্কিন ভূখণ্ডে হামলা চালাবে বলে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন ।

একই দিন জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিক বলেন, মার্কিন সাংবাদিক জেমস ফোলি হত্যার ঘটনায় চরমপন্থি সংস্থার তীব্র নিন্দা করেছেন বান কি মুন। এ অপরাধের সাথে জড়িত চরমপন্থিদের কঠোর শাস্তি দেওয়া উচিত বলে তিনি উল্লেখ করেছেন। (ওয়াং তান হোং/টুটুল)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040