Web bengali.cri.cn   
বাংলাদেশের বিভিন্ন স্থানে বন্যা, পানিবন্দি লাখ লাখ মানুষ
  2014-08-20 19:00:14  cri

কয়েকদিনের টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে পদ্মা, মেঘনা, যমুনাসহ প্রধান প্রধান নদনদীর পানি বেড়ে প্লাবিত হয়েছে দেশের বিভিন্ন অঞ্চল।

কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। জেলার উলিপুর, চিলমারি, রৌমারি ও রাজিবপুরের বেশ কিছু এলাকায় বন্যা দেখা দিয়েছে। তলিয়ে গেছে ২৫ হাজার হেক্টর জমির ফসল। দেখা দিয়েছে খাবার ও পানীয় জলের অভাব। সিরাজগঞ্জে নতুন করে প্লাবিত হয়েছে কিছু এলাকা। গাইবান্ধায়ও নতুন করে বন্যা কবলিত হয়েছে কিছু এলাকা। হুমকির মুখে রয়েছে শহর রক্ষা বাঁধ। নীলফামারি ও লালমনিরহাটে পানি কমতে শুরু করলেও এখনো বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বিশুদ্ধ পানির অভাবে দেখা দিয়েছে ডায়রিয়াসহ পানিবাহিত নানা অসুখ। পরিস্থিতি মোকাবেলায় তিস্তা ব্যারাজে সবকটি স্লুইস গেট খোলা রাখা হয়েছে।

মাহমুদ হাশিম, ঢাকা থেকে।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040