Web bengali.cri.cn   
যুব অলিম্পিক গেমসে চীনা প্রতিনিধি দলের সাথে দেখা করলেন সি চিন ফিং
  2014-08-18 12:02:24  cri

আগস্ট ১৮: চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, চীনের প্রেসিডেন্ট, কেন্দ্রীয় সামরিক কমিশনের চেয়ারম্যান সি চিন ফিং গত ১৫ আগস্ট নানচিংয়ে যুব অলিম্পিক গেমস ভিলেজে দ্বিতীয় যুব অলিম্পিক গেমসে অংশগ্রহণকারী চীনের ক্রীড়া প্রতিনিধি দলের সাথে দেখা করেন।

প্রেসিডেন্ট সি'র উত্সাহব্যঞ্জক কথা শুনে চীনের প্রতিনিধি দলের সদস্যরা ভীষণভাবে উত্সাহিত হন।

১৭ আগস্ট নানচিং যুব অলিম্পিক গেমস উদ্বোধনের প্রথম দিন। চীনের খেলোয়াড়রা বিশ্বের বিভিন্ন অঞ্চল থেকে আসা খেলোয়াড়দের সঙ্গে প্রতিযোগিতা করেন।

চীনের জাতীয় ক্রীড়া অধিদপ্তরের মহাপরিচালক লিউ ফাং বলেন, সাধারণ সম্পাদকের গভীর যত্ন ও উত্সাহ হচ্ছে যুব খেলোয়াড়দের যুব অলিম্পিক গেমসে শ্রেষ্ঠ ফলাফল সৃষ্টি করা, ব্যাপকভাবে বন্ধুত্ব স্থাপন করা ও মৈত্রীর দূতে পরিণত হওয়ার চালিকাশক্তি। সাধারণ সম্পাদকের গুরুত্বপূর্ণ ভাষণ হচ্ছে আমাদের সার্বিকভাবে ২০২২ সালের শীতকালীন অলিম্পিক গেমস আয়োজনের আবেগ ঘন করা এবং ক্রীড়া খাতের বিভিন্ন কাজ গভীরভাবে উন্নয়ন করার মৌলিক নীতি ও অগ্রগতির দিক।

উদ্বোধনী অনুষ্ঠানে চীনের প্রতিনিধি দলের পতাকাবাহক, উইগুর জাতির ১৭ বছর বয়সী মেয়ে দিলানা দিরিসিয়াডি বলেন, উদ্বোধনের আগের দিন সাধারণ সম্পাদক সি চিন ফিংয়ের সঙ্গে তিনি করমর্দন করেন এবং কথাবার্তা বলেন।এসময় তিনি মনে মনে খুব উত্তেজিত বোধ করেছেন বলেও জানান।

বাস্কেটবল খেলোয়াড় চিয়াও হাই লোং বলেন, সাধারণ সম্পাদক বাস্কেটবল 'তিনটি বড় বল' পুনরুত্থানের জন্য প্রয়াস করার উত্সাহ দিয়েছেন। আমাদের যুব খেলোয়াড়দের গুরুত্বপূর্ণ দায়িত্ব আছে বলেও জানিয়েছেন প্রেসিডেন্ট সি। (ইয়ু/টুটুল)

মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040