Web bengali.cri.cn   
সি চি ফিং ও বান কি-মুনের সাক্ষাত্
  2014-08-16 19:01:58  cri
আগস্ট ১৬: চীনের নানচিং যুব অলিম্পিক উপলক্ষে আজ (শনিবার) নানচিংয়ে জাতিসংঘ মহাসচিব বান কি-মুনের সঙ্গে সাক্ষাৎ করেছেন চীনের প্রেসিডেন্ট সি চিন ফিং।

এ সময় সি চিন ফিং বলেন, আগামী বছর হবে জাতিসংঘের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী। আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত এ সুযোগ কাজে লাগিয়ে জাতিসংঘের সংবিধান ও নিয়ম অনুযায়ী, বহু পক্ষীয় সম্পর্ক জোরদার এবং বিশ্ব শান্তি ও উন্নয়নকে এগিয়ে নেয়া। সেই সঙ্গে, এবারের নানচিং যুব অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেয়ার জন্য বান কি-মুনকে ধন্যবাদ জানান চীনা প্রেসিডেন্ট। এবারের যুব অলিম্পিক গেমস সুষ্ঠুভাবে আয়োজনের জন্য শুভকামনা জানান বান কি-মুন।

জবাবে সম্প্রতি চীনের ইয়ুন নান প্রদেশের লু তিয়ান জেলায় সংঘটিত ভূমিকম্পের জন্য সমবেদনা জানান মহাসচিব। সেই সঙ্গে, ভূমিকম্পের পর দ্রুত উদ্ধার ও ত্রাণ তৎপরাতার জন্য চীনের প্রশংসাও করেন তিনি।

এছাড়া, ইবোলা প্রতিরোধ, ইউক্রেন সমস্যা সমাধান, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি, ইরাক পরিস্থিতি এবং উত্তর-পূর্ব এশিয়ার পরিস্থিতি নিয়ে তাঁরা মত বিনিময় করেন বলেও জানা গেছে।

(ওয়াং হাইমান/তৌহিদ)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040