Web bengali.cri.cn   
'স্বাস্থ্য ও জীবন' (শ্রোতাদের চিঠি)--জানুয়ারী ২০১৪
  2014-08-13 17:12:32  cri

প্রিয় শ্রোতা, শুনছেন পেইচিং থেকে প্রচারিত চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান। এখন রয়েছে আমাদের বাংলা বিভাগের নতুন অনুষ্ঠান 'স্বাস্থ্য ও জীবন'। পরিবেশন করছি আমি ওয়াং হাইমান ঊর্মি এবং আলিমুল হক।

ঊর্মি: সুপ্রিয় শ্রোতা, নতুন অনুষ্ঠান 'স্বাস্থ্য ও জীবন'-এর প্রচার শুরু হবার পর আমরা বেশ কয়েকজন শ্রোতার ই-মেইল ও চিঠি পেয়েছি। শ্রোতাবন্ধুরা যে আমাদের এই নতুন অনুষ্ঠান বেশ পছন্দ করছেন তা তাদের চিঠির ভাষায় বোঝা যায়। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই আমাদের সঙ্গে থাকবার জন্য। তো, আজ আমরা অনুষ্ঠানে শ্রোতাদের পাঠানো ই-মেল ও চিঠি থেকে বাছাই করা কয়েকটি ইমেইল ও চিঠি পড়ে শোনাবো। এ ইমেইল ও চিঠি আমাদের হাতে এসে পৌঁছেছে জানুয়ারি মাসে।

আলিম: হ্যাঁ, চলুন তাহলে শুরু করা যাক আজকের অনুষ্ঠান।

ঊর্মি: আচ্ছা, প্রথম ইমেইলটি লিখেছেন নাটোর জেলার শাওন ডিএক্স কর্ণার-এর রাজিব কুমার মন্ডল। তিনি তার ইমেইলে লিখেছেন: ঊর্মি আপু, আপনার উপস্থাপনায় 'স্বাস্থ্য ও জীবন' নামের অনুষ্ঠানটি ভালো লাগবে এই প্রত্যাশা করি। অনুষ্ঠানটির উত্তোরতর সাফল্য কামনা করছি। ধন্যবাদ।

আলিম: বাংলাদেশের ঢাকা থেকে লিখেছেন ফ্রেন্ডস ডিএক্সিং ক্লাবের প্রেসিডেন্ট মো. সোহেল রানা হৃদয়। তিনি লিখেছেন, "সুপ্রিয় বন্ধুরা, আমার ভালবাসা ও শুভেচ্ছা নিবেন। আশা করছি সবাই ভাল আছেন। আমি এবং ক্লাবের সবাই ভাল আছি। 'স্বাস্থ্য ও জীবন' অনুষ্ঠানে রং নিয়ে নানা কথা বেশ ভাল লেগেছে। আসলেই রং আমাদের দৈনন্দিন জীবনে প্রভাব ফেলে। তাই রং নির্বাচনে এবং রঙিন কাপড় পরিধানের ক্ষেত্রে বেশ সতর্ক থাকা প্রয়োজন। আজ থেকে বেশ কয়েক বছর আগে মানে ২০০৬ সালে আমার চাকুরি ইন্টারভিউতে রং নিয়ে একটি প্রশ্ন ছিল। প্রশ্নটি হচ্ছে: কোন সময়ে কোন রং-এর পোষাক পরা উচিত এবং কেন? আমি সঠিক উত্তরটিই দিয়েছিলাম। তবে ইন্টারভিউর আগে আপনাদের অনুষ্ঠানটি শুনলে আরো ভালো করে জবাব দিতে পারতাম। ধন্যবাদ দারুণ একটি বিষয় নিয়ে অনুষ্ঠান করার জন্য। ফটোগ্রাফি নিয়ে একটি অনুষ্ঠান করার অনুরোধ করছি।

ঊর্মি : বাংলাদেশের ঢাকার উত্তরণ সিআরআই লিসেনার্স ক্লাবের মহা-পরিচালক মঞ্জুরুল আলম রিপন তাঁর ইমেইলে লিখেছেন: সুহৃদ উর্মি আপু, নতুন বছরের শুরুতে আন্তরিক প্রীতি ও ভালবাসা নিবেন। আশা করি বাংলা বিভাগের সকলকে নিয়ে কুশলে আছেন। আমিও ভালো আছি।

জানুয়ারি ০৫, ২০১৪ তারিখের 'স্বাস্থ্য ও জীবন' অনুষ্ঠানে রং ও খাবার নিয়ে আপনার সঙ্গে আলিমুল হক ভাইয়ের আলাপচারিতা শুনলাম। প্রথম অনুষ্ঠানই বলতে গেলে দারুণ হয়েছে। অনুষ্ঠানে সময় উপযোগী কিছু স্বাস্থ্য টিপস্ নিয়ে আলোচনা হলে মন্দ হবে না। অনুষ্ঠানের নাম দেখে যেটুকু বুঝতে পারছি, ডাক্তার সেজে হাতে প্রেশার মাপার যন্ত্র নিয়ে প্রতি রবিবার উর্মি আপু হাজির হয়ে যাবেন, আমাদের স্বাস্থ্য পরীক্ষা করতে। বলতে গেলে আমাদের শ্রোতাদের পারিবারিক ডাক্তার হতে যাচ্ছেন উর্মি আপু...তো, সার্টিফিকেট আছে তো? নতুবা আমাদের মত শ্রোতাদের সামলাবেন কী করে? ভালো থাকবেন।

ভাই, রিপন, বোঝা যাচ্ছে আপনি বেশ মজার মানুষ। না ভাই, আমি কোনো পাস-করা ডাক্তার নই। কিন্তু অভিজ্ঞ চিকিত্সক ও বিশেষজ্ঞদের মতামতই তুলে ধরবো সহজ ভাষায় আপনাদের সামনে। আশা করি আপনাদের ভালো লাগবে এবং আপনারা এ থেকে উপকৃত হবেন।

আলিম: ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার ইন্টারন্যাশন্যাল রেডিও লিসেনার্স ক্লাবের সম্পাদক দেবাষীশ গোপ তাঁর ইমেইলে লিখেছেন:

ঊর্মি: বাংলাদেশের ঢাকার সিআরআই কনফুসিয়াস লিসেনার্স ক্লাবের প্রেসিডেন্ট সৈয়দ আসিফুল ইসলাম তার ইমেইলে লিখেছেন: নী হাও! চু নীন, শিন নিয়ান খুয়াই ল্য। নীন হাও মা? ওয়ো ইয়ে হ্যান হাও। আলিম ভাই ও ঊর্মি আপুসহ সকল শ্রোতাবন্ধুদের জানাই ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা। আশা করি সবাই নতুন বছরে অনেক বেশি ভালো এবং আনন্দে থাকবেন।

আপনাদের নতুন ''স্বাস্থ্য ও জীবন'' অনুষ্ঠানটি গত ৫ জানুয়ারি শুনতে পেলাম। সত্যি অনেক সুন্দর এবং ভালো লেগেছে। আপনাদের স্বাভাবিক সুন্দর মিষ্টিমধুর কণ্ঠে এই অনুষ্ঠানটি আসলেই অনেক সুন্দর হয়েছে। ঊর্মি আপু এতো সুন্দর করে কীভাবে আমাদের বাংলা ভাষা রপ্ত করেছে?? সত্যি আমি যতো আপনাদের চীনা মানুষের মুখে বাংলা ভাষা শুনতে পাই ততোই আপনাদের প্রতি আমি বেশি দুর্বল হতে থাকি এবং বেশি করে চীনা ভাষা শিখতে আমার আগ্রহ জাগে এবং শিখতে চেষ্টা করি। জানি না আপনাদের (ঊর্মি আপুর) মতো করে এরকুম সুন্দরভাবে চীনা ভাষা বলতে পারবো কি না। যাই হোক, নতুন অনুষ্ঠানটি বেশ চমত্কার ও সুন্দর হচ্ছে এবং আমার কাছে অনেক ভালো লাগছে। আমি আশা করি এই ধারাবাহিকতা বজায় থাকবে। ধন্যবাদ আলিম ভাইয়া ও ঊর্মি আপুকে। নতুন বছরের নতুন অনুষ্ঠান উপহার আমাদের সবাইকে দেওয়ার জন্যে। শিন নিয়েন খুয়াই ল্য। শিয়ে শিয়ে, চাই চিয়েন। সায় ফিং।

আলিম: বাংলাদেশের চুয়াডাংগা জেলার গ্লোবাল সিআরআই রেডিও লিসনার্স ক্লাবের সভাপতি প্রফেসর আশরাফুল ইসলাম। তিনি ইমেইলে লিখেছেন: সুপ্রিয় ওয়াং হাইমান উর্মি আপু ও আলিম ভাইয়া, আপনারা কেমন আছেন? আমরা ভাল আছি এবং সিআরআইয়ের ২০১৪ সালের নতুন অনুষ্ঠানমালা নিয়মিত শুনছি। ইতোপূর্বে আমরা স্বাস্হ্য বিষয়ক একটি নতুন অনুষ্ঠান চালু করার জন্য প্রস্তাব করেছিলাম। সে প্রস্তাবে সাড়া দিয়ে সিআরআই কতৃপক্ষ 'স্বাস্থ্য ও জীবন' নামের নতুন একটি অনুষ্ঠান চালু করায় আমরা খুব খুশি হয়েছি। উর্মি আপু ও আলিম ভাইয়ার চমত্‍কার উপস্থাপনশৈলীতে 'স্বাস্থ্য ও জীবন' অনুষ্ঠানের প্রথম পরিবেশনাটি আমরা মনযোগ সহকারে শুনেছি। অনুষ্ঠানটি আমাদের অনেক উপকারে এসেছে এবং এটি আমাদের খুবই ভাল লেগেছে। মানুষের জীবনের ওপর অনেক বস্তুই প্রভাব ফেলে। বিভিন্ন রংয়ের পোশাক, ঘরের রং, গাড়ীর রংসহ আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রেই রংয়ের ব্যাপক প্রভাব রয়েছে। রংয়ের ব্যবহার মানুষের ব্যক্তিগত অভিরুচির একটি বিষয়ও বটে। খাবারের ব্যাপারেও ঐ একই বিষয় প্রযোজ্য। আপনাদের প্রথম পরিবেশনায় গুরুত্পপূর্ণ এ দুটি বিষয়ে খোলামেলা আলোচনা করার জন্য আপনাদের উভয়কে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই।

ঊর্মি: বাংলাদেশের বগুড়া জেলার সাইফুল ইসলাম লিখেছেন:

আলিম: বাংলাদেশের রাজশাহী জেলার মোঃ এনামুল হক তার ইমেইলে লিখেছেন:

সুপ্রিয়, উর্মি আপু ও আলিম ভাইয়া, আপনাদের জন্য শীতের শিশির ভেজা শুভেচ্ছা রইল। আশা রাখি আপনারা ভাল আছেন। আপনাদের নতুন অনুষ্ঠান "স্বাস্থ্য ও জীবন" খুব ভাল লাগছে। এ অনুষ্ঠান না-শুনলে মনে হয় অনেককিছু মিস করলাম। ১৯ জানুয়ারির অনুষ্ঠানে "শীতকালে স্বাস্থ্যসম্পর্কিত ৮টি ভুল ধারণা" নিয়ে আলোচনা ও পর্যালোচনা শুনলাম। শীতকালে স্বাস্থ্যসম্পর্কিত আমাদের যে ভুল ধারণাগুলো ছিল, এ অনুষ্ঠান শুনে তা শুধরে নেওয়া যাবে। আমাদের প্রাত্যহিক জীবনে এ অনুষ্ঠানের গুরুত্ব অপরিসীম। এ অনুষ্ঠানে যে চিঠিগুলো আসে, তার মধ্যে যেগুলো অনুষ্ঠানে পড়া হয় না, সেগুলোর প্রাপ্তিস্বীকার অনুষ্ঠানের শেষের দিকে করার আহবান জানাচ্ছি। প্রস্তাবটি বিবেচনা করে দেখবেন। অবশেষে আপনাদের সুস্বাস্থ্য ও সার্বিক মঙ্গল কামনা করছি।

ঊর্মি: বাংলাদেশের পাবনা জেলার পাছশুয়াইল রেডিও শ্রোতা ক্লাবের ডা এস এম এ হান্নান লিখেছেন:

সুপ্রিয় উর্মি আপু ও আলিম ভাই, 'স্বাস্থ্য ও জীবন' নামে অনুষ্ঠান আমার মনের মত অনুষ্ঠান; এরকম অনুষ্ঠানই চেয়েছিলাম কারণ স্বাস্থ্যই সকল সুখের মুল। উর্মি আপু ও আলিম ভাই-এর উপস্থাপনায় শীতকালীন স্বাস্থ্য পরিচর্যা নিয়ে আলোচনাটি খুব ভাল লেগেছে। উর্মি আপু জানতে চেয়েছেন, মধুমিশ্রিত পানি বাঙালিরা খায় কি না। আমি কিন্তু মধু ও কালজিরা চিবিয়ে খেয়ে দু'গ্লাস পানি খাই। এটা আমার নিত্যদিনের অভ্যাস। আমি জানতে চাই: বন্য বা প্রাকৃতিক মৌচাক চীনে আছে কি?

আলিম: ভাই হান্নান, চীন একটি বিশাল দেশ। এখানে বিশাল বিশাল বন আছে। অবশ্য এদেশে বন্য ও প্রাকৃতিক মৌচাক আছে এবং বিপুল পরিমাণেই আছে। তবে এখানে মৌমাছির চাষও হয় ব্যাপক।

ঊর্মি: তো, কথা বলতে বলতে সময় ফুরিয়ে এলো। এবার বিদায় নিতে হবে। সুপ্রিয় শ্রোতা, এ অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত আমাদের জানাতে ভুলবেন না। আপনার সুচিন্তিত ও পর্যালোচনামূলক মতামতের প্রত্যাশায় রইলাম।

আশা করি, আপনি ওয়েবসাইটের মেইল বক্স, ইমেইল বা টেলিফোনে আমার সঙ্গে যোগাযোগ করবেন। আপনার যদি কোনো প্রশ্ন থাকে, তাহলে তা-ও আমাকে জিজ্ঞেস করতে পারেন। আমাদের ওয়েবসাইটের ঠিকানা হলো http://Bengali.Cri.com .cn ইমেইল ঠিকানো হলো ben@cri.com.cn আপনি সরাসরি আমাকে ইমেইল পাঠাতে পারেন। আমার ইমেইল ঠিকানা হলো wanghaiman@cri.com.cn

সবাই ভাল থাকুন, আনন্দে থাকুন। আবার কথা হবে আসছে রোববার একই সময়ে। চাই চিয়ান। (ঊর্মি/আলিম)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040