প্রঃ বন্ধুরা, ওজন কমানো হলো অনেকেরই একটি স্বপ্ন। তাছাড়া, আরো অনেক বিষয় নিয়েও অনেকের প্রত্যাশা থাকে,তাইনা? যেমন বড় হওয়া, সুস্বাস্থ্য থাকা ইত্যাদি ইত্যাদি। তবে আমার কাছে মনে হয়, অবশ্যই কেউ কেউ বেশি বেশি সন্তান জন্মদানের আশা পোষণ করেন।
যারা নিয়মিত আমদের অনুষ্ঠান শুনেন, তাঁদের অবশ্যই মনে আছে, গত বছর আমাদের অনুষ্ঠানে আমি আপনাদেরকে শুনিয়েছিলাম বিশ্বের সবচেয়ে বড় পরিবারের গল্প। তখন আমরা যুক্তরাষ্ট্রের টেনেসি রাজ্যে গিয়েছিলাম। সেখানে আমরা এক জোড়া সুপার দম্পতির সঙ্গে দেখা করেছিলাম। এ পরিবারের নাম ছিল বেটস। তাঁরা শিশুদের খুবই পছন্দ করেন। তাই তাঁরা পরপর ১৮টি বাচ্চার জন্ম দেন। আমি বিশ্বাস করি, এ গল্পটি নিশ্চয় আপনাদের মনে গভীর ছাপ ফেলেছে।
টুঃ তবে আজ আমরা ভারতে গিয়ে সেখানকার একটি আরো বড় পরিবারের সঙ্গে পরিচয় হবো,কেমন?
এ পুরুষটির নাম হলো জিওনা ছানা। তিনি বংশানুক্রমে তাঁর বড়দাদার কাছ থেকে ভারতের ছানা ধর্মের কর্তার পদবী পেয়েছেন।
আমার বিশ্বাস, আপনারা জেনে অবাক হবেন যে, তাঁর ৩৯ জন স্ত্রী আছে এবং ৯৪জন ছেলেমেয়ে আছে।
আরো অদ্ভুত ব্যাপার হলো তাঁর ৩৩জন নাতি ও নাতনি আছে। আমার এ কথা শুনে আপনাদের বেশ অদ্ভুত লাগছে,তাইনা? এবার তাহলে আমি তাঁর সম্পর্কে আরেকটি তথ্য জানাবো। এটি শুনলে আপনারা অবশ্যই পাগল হয়ে যাবেন। তাহলো তাঁর পরিবারের ১৮১জন সদস্য সবাই একসাথে থাকেন! তাঁর বাসায় এক'শরও বেশি কক্ষ রয়েছে। জানা গেছে, তাঁর এ পরিবার ২০১১ সালে বিশ্বের সবচেয়ে বড় পরিবারে পরিণত হয়েছে।
আরো জানা গেছে, তাঁর পরিবার প্রতিদিন ১০০ কেজি চাল, ৩০টি মুরগী খেয়ে ফেলতে পারে।
বন্ধুরা, আমাদের এ 'বিশ্বের সবচেয়ে বড় পরিবারের' গল্প শুনে কেমন লাগলো আপনাদের ? আমার কাছে তো মনে হয়, এটি অবিশ্বাস্য। তবে এটা সত্যিকার অর্থেই সঠিক তথ্য! (মার্কো/টুটুল)
সবচেয়ে শক্তিশালী শিশু
টুঃ বৃটেনের ডেইলি মেইল'র খবরে জানা গেছে, সম্প্রতি বৃটেনের এক ১২ বছর বয়সী ছেলে বিশ্ব ভারোত্তোলন কমিটির 'ওয়ার্ল্ড এ্যসোসিয়েশন অফ বেনসার্স এ্যান্ড ডেড লিফ্টার্স' এর নতুন রেকর্ড ভেঙ্গে ফেলেছে। সে ১৪০ কেজি ওজনের বারবেল তুলেছে।
জানা গেছে, এ ছেলের নাম হলো খেইলভিন। সে মাত্র ৪ বছর বয়স থেকে তাইকোন্দো শিখতে শুরু করে। তারপর যখন তার বয়স ৯ বছর হয়, তখন সে পেশাদার তাইকোন্দোর কালো বেল্ট অর্জন করে।
প্রঃ বন্ধুরা, আপনারা জেনে আরো অবাক হবেন যে, সে পেশাদার তাইকোন্দোর কালো বেল্ট পাওয়ার পর অনেকবার ফুটবল প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। আরো পরে সে ভারোত্তোলন শিখতে শুরু করে।
তার গল্প পড়লে আমার মনে গোপনে গোপনে প্রশংসা করার পাশাপাশি একটু অবিশ্বাসও তৈরি হয়।
সে একেবারে ছোটবেলা থেকে তিন ধরণের আলাদা আলাদা বিষয় শিখেছে। এটা সত্যিই অবিশ্বাস্য ব্যাপার,না?
টুঃ জানা গেছে, বর্তমানে খেইলভিনের বয়স মাত্র ১২ বছর হলেও তার উচ্চতা ১.৭৩ মিটার এবং তাঁর ওজন ৬৬.৭ কেজি। আমি বিশ্বাস করি, আপনারাও অনেকে অবশ্য বলতে চান যে, তার উচ্চতা ও ওজন তার সমবয়সীদের চেয়ে দ্বিগুণ ।
আরো অদ্ভুত ব্যাপার হলো সে তার ওজনের চেয়ে দ্বিগুণ ওজনের জিনিস তুলতে পারে।
তার শরীরে বেশি শক্তি থাকায় সবাই তাকে যুক্তরাষ্ট্রের বিখ্যাত অভিনেতা আর্নল্ড শোয়ার্জনেগারের সাথে তুলনা করে থাকে। সেজন্য সবাই তাকে 'লিটল আর্নি' বলে ডাকে।
প্রঃ আরো জানা গেছে, এর আগে বিশ্ব ভারোত্তোলন কমিটির সর্বোচ্চ রেকর্ডধারী ছিলেন যুক্তরাষ্ট্রের ভারোত্তোলন প্রতিযোগী কোবে ভিনসন । তিনি ১০৭ কেজি ওজনের বারবেল তুলতে পারতেন।