Web bengali.cri.cn   
চীন ও মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে বৈঠক
  2014-08-09 18:14:07  cri
আগস্ট ৯: চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই শুক্রবার মিয়ানমারের রাজধানী নাইপিদোতে দেশটির পররাষ্ট্রমন্ত্রী উ ইউনা মাং লিনের সঙ্গে বৈঠক করেছেন। পূর্ব এশিয়ার সহযোগিতা সম্মেলনের পররাষ্ট্রমন্ত্রীদের সভায় অংশ নিতে মিয়ানমার সফর করছেন ওয়াং ই।

বৈঠকে ওয়াং ই বলেন, আসিয়ানের পালাক্রমিক চেয়ারম্যান দেশ হিসেবে মিয়ানমার 'ঐক্যবদ্ধ শান্তি ও সমৃদ্ধি গড়ে তোলা'কে চলতি বছরের প্রতিপাদ্য হিসেবে গ্রহণ করেছে, যা খুব তাৎপর্যপূর্ণ। মিয়ানমার ও বিভিন্ন পক্ষের যৌথ প্রচেষ্টায় এবারের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক সহযোগিতা ও উন্নয়নের প্ল্যাটফর্মে পরিণত হবে বলে ওয়াং ই আশা প্রকাশ করেন।

বৈঠকে উ ইউনা মাং লিন বলেন, চীন আসিয়ানের গুরুত্বপূর্ণ অংশীদারি রাষ্ট্র। আসিয়ান-চীন সম্পর্কের উন্নতির জন্য চীন যে প্রস্তাবগুলো উত্থাপন করেছে, মিয়ানমার তার ভূয়সী প্রশংসা করে। তিনি জানান, মিয়ানমার আসিয়ান-চীন সম্পর্ক উন্নয়নে ভূমিকা পালন করতে ইচ্ছুক। (ওয়াং তান হোং/তৌহিদ)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040