Web bengali.cri.cn   
আরব লীগের মহাসচিব আরাবির সঙ্গে ওয়াং ঈ'র বৈঠক
  2014-08-04 18:54:56  cri

আগস্ট ৪: চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ঈ গতকাল (রোববার) কায়রোয় আরব লীগের সদর দপ্তরে সংস্থার মহাসচিব নাবিল আল-আরাবির সঙ্গে বৈঠক করেছেন।

ওয়াং ঈ বলেন, চীন ও আরব লীগের যৌথ প্রচেষ্টায় চীন-আরব সহযোগিতা ফোরামের ষষ্ঠ মন্ত্রী পর্যায়ের অধিবেশন সফল হয়েছে। প্রেসিডেন্ট সি চিন পিং অধিবেশনে সার্বিকভাবে ভবিষ্যৎ চীন-আরব সহযোগিতার গুরুত্বপূর্ণ ক্ষেত্র ও উন্নয়নের দিক নির্দেশনা দিয়েছেন। তিনি পরবর্তী দশ বছর চীন-আরব সম্পর্কের পথ দেখিয়েছেন। অবিলম্বে দু'পক্ষকে এ অধিবেশনের ফলাফল বাস্তবায়ন করা উচিত।

ওয়াং ঈ বলেন, মধ্যপ্রাচ্যের উত্তপ্ত বিষয়ে চীন অবিচলভাবে জাতিসংঘ সনদের লক্ষ্য আর আন্তর্জাতিক সম্পর্কের মৌলিক নীতি রক্ষা করবে, এ অঞ্চলের দেশগুলোর জনগণের পছন্দনীয় উন্নয়নের পথকে সম্মান করবে। রাজনৈতিক পদ্ধতি সব সমস্যা সমাধানের একমাত্র সঠিক উপায় বলে মনে করে চীন।

অন্যদিকে আরাবি বলেন, চীন দীর্ঘকাল ধরে বিশ্বে ন্যায়সংগত কথা বলছে, আরব দেশের ন্যায্য দাবিকে সমর্থন করছে। চীন হচ্ছে আরব দেশগুলোর নির্ভরশীল ও আস্থাবান ভালো বন্ধু রাষ্ট্র। আরব লীগ চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়ন আর চীন-আরব সহযোগিতা ফোরামের নির্মাণ কাজকে অত্যন্ত গুরুত্ব দেয়। তিনি আশা করেন, চীনের সঙ্গে সহযোগিতা ফোরামের ষষ্ঠ মন্ত্রী পর্যায়ের অধিবেশনের ফলাফল কার্যকর করবে। রাজনৈতিক পদ্ধতিতে ফিলিস্তিন ও ইসরাইল সংঘর্ষ, সিরিয়া ও লিবিয়াসহ নানা সমস্যা নিয়ে চীনের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখবে। (ইয়ু/তৌহিদ)

মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040