Web bengali.cri.cn   
জুমে তাহির হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছে সিনচিয়াং-এর বিভিন্ন মহল
  2014-08-01 20:20:02  cri

আগস্ট ১: ইটিগার মসজিদের ইমাম জুমে তাহির হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে সিনচিয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলের বিভিন্ন মহলের মানুষ।

কাশগার শহরের এক পরিচ্ছন্নতা কর্মী রুশিয়ানকুরি টুনিয়াজি বেশ ক্ষোভের সঙ্গে বলেন, ইমাম হচ্ছেন আমাদের অনেক সম্মানিত ও প্রিয় মানুষ। পবিত্র কোরআনে সুস্পষ্টভাবে বলা হয়েছে, কোন নিরপরাধ মানুষকে হত্যা করা অনেক বড় অপরাধ। যারা একাজ করেছে তাদের কঠিন শাস্তি হওয়া উচিত।

সিনচিয়াং ইসলামিক কোরআন স্কুলের এক শিক্ষক বলেন, সন্ত্রাসীদের কর্মকাণ্ড অমানবিক। সিনচিয়াং এর বিভিন্ন জাতির মানুষ সমন্বিতভাবে সব ধরনের সন্ত্রাস মোকাবেলা করবে।

গত ৩০ জুলাই সকালে ফজরের নমাজ পড়ানোর পর তিন জন সন্ত্রাসী তাকে নিষ্ঠুরভাবে হত্যা করে। অবশ্য, এরিমধ্যে এক জনকে আটক ও বাকি দু'জন পুলিশের গুলিতে নিহত হয়েছে। (আকাশ/তৌহিদ)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040