Web bengali.cri.cn   
ঝিনাইদহের কালীগঞ্জে বাস-ট্রেন সংঘর্ষে নিহত ১০
  2014-08-01 15:55:18  cri
আগস্ট ১: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় একটি বরযাত্রীবাহী বাসের সাথে ট্রেনের সংঘর্ষে ১০ জন নিহত হয়েছেন। সেই সঙ্গে এই ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ৫০ জন যাত্রী।

আজ (শুক্রবার) ভোরে উপজেলার বারোবাজার রেল ক্রসিংয়ে এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ৮ জনের পরিচয় পাওয়া গেছে। এদের মধ্যে একই পরিবারের তিন সদস্য রয়েছেন। নিহতরা হলেন শৈলকূপা উপজেলার বিপ্লব (৩০), সুধির কুমার (৪২), কৌশিক (৮), কৃষ্ণা (৩২), সুজয় (৩০), শোভন কুমার (২২), বন্যা (৩৬), সঞ্জয় (৩৫) ও সঞ্জিত কুমার (৩২)।

আহতদেরকে ঝিনাইদহ সদর হাসপাতাল, কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকেন্দ্র, ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল এবং যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কালীগঞ্জের সাকো মথুনপুর থেকে বিয়ের অনুষ্ঠান শেষে শৈলকূপার ফুলহরি গ্রামে যাচ্ছিল বরযাত্রীবাহী বাসটি। বারোবাজার রেলক্রসিং পার হওয়ার সময় সৈয়দপুর থেকে খুলনাগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেন বাসটিকে ধাক্কা দেয়। এসময় ট্রেনের ধাক্কায় বাসটি দুমড়ে মুচড়ে যায়। দুর্ঘটনার পর থেকে খুলনার সঙ্গে ঢাকা ও রাজশাহীগামী সব ট্রেন চলাচল বন্ধ রয়েছে। (টুটুল)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040