Web bengali.cri.cn   
গাজায় জাতিসংঘ পরিচালিত স্কুলে ইসরাইলি হামলার তীব্র নিন্দা জানালো যুক্তরাষ্ট্র ও জাতিসংঘ
  2014-07-31 19:18:54  cri

জুলাই ৩১: গাজায় জাতিসংঘ পরিচালিত একটি স্কুলে আশ্রিত ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি হামলার তীব্র নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র ও জাতিসংঘ। বুধবারের ওই হামলায় অন্তত ১৬ ফিলিস্তিনি নিহত হয়। জাতিসংঘ মহাসচিব বান কি-মুন এই হামলাকে 'জঘন্য ও নিষ্ঠুর' বলে আখ্যায়িত করেছেন।

জাতিসংঘের স্কুল ছাড়াও, এদিন গাজার একটি ব্যস্ত বাজারে ইসরাইলি হামলায় ১৭ জন এবং খান ইউনিসে ইসরাইলি বিমান হামলায় ৭ জন ফিলিস্তিনি নিহত হয়। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেব অনুসারে, বুধবার মোট ১০৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ নিয়ে ৮ জুলাই ইসরাইলি হামলা শুরু হবার পর ১৩৩৬ ফিলিস্তিনি নিহত হলেন, যাদের অধিকাংশই বেসামরিক নারী, পুরুষ, ও শিশু। এ পর্যন্ত ৩ জন বেসামরিক লোকসহ ইসরাইলের পক্ষে নিহত হয়েছে মোট ৫৯ জন।

এদিকে, আলজেরিয়া গাজায় আড়াই কোটি মার্কিন ডলার ত্রাণ সহায়তা দেওয়ার কথা ঘোষণা করেছে। বুধবার দেশটির প্রেসিডেন্ট ভবন থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। (ছাই/আলিম)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040