Web bengali.cri.cn   
থাই কারাগারে ভিন্নধর্মী মুয়ে থাই কিকবক্সিং প্রতিযোগিতা
  2014-08-01 16:25:58  cri

মুয়ে থাই কিকবক্সিং হলো থাইল্যান্ডের ঐতিহ্যবাহী মার্শাল আর্ট। এর বিশেষ পোশাক, সঙ্গীত এবং প্রতিযোগিতার আগে শিক্ষানবিশ অনুষ্ঠানের কারণে এটি বিদেশী পর্যটকের মনোযোগ আকর্ষণ করে। এছাড়া মুয়ে থাই কিকবক্সিং দু'টো হাঁটু ও দু'টো কনুই দিয়ে আক্রমণ চালানোর মারাত্মক শক্তি বিশ্বের বিভিন্ন জায়গার মুষ্টিযুদ্ধ অনুরাগীদের আকর্ষণ করে। কিন্তু আমাদের সাধারণত সব স্টেডিয়ামে অনুষ্ঠিত মুয়ে থাই কিকবক্সিং প্রতিযোগিতা ছাড়া, থাইল্যান্ডের বিভিন্ন জায়গার কারাগার সাম্প্রতিক বছরগুলোতে আলাদা আলাদাভাবে বন্দীদের মধ্যে মুয়ে থাই কিকবক্সিং প্রতিযোগিতার আয়োজন করা হয়, যাতে বন্দীদের খেলাধুলার মান উন্নয়ন করা যায়। এমনকি উঁচু মানের প্রতিযোগীরা আন্তর্জাতিক পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেয়ার সুযোগ পেলে কারাদণ্ডের শাস্তি লঘূকরণের সুযোগ পেয়ে যাবে। বিস্তারিত পরিস্থিতি জানতে থাইল্যান্ডে চীন আন্তর্জাতিক বেতারের সংবাদদাতা রেন ছিয়ানের পাঠানো রিপোর্ট শুনুন।

উত্তর-পূর্বাঞ্চলীয় নাখন রাছাসিমায় থাইল্যান্ডের বৃহত্তম এবং সংরক্ষিত জাতীয় পার্ক রয়েছে। ঘূর্ণায়মান সবুজ পাহাড় এবং লামথাকং জলাধারের মধ্যে দিয়ে একটি পুল ক্লং পাই কারাগারের চলে এসেছে। এ জায়গাটি 'কারাগার' মুয়ে থাই কিকবক্সিং প্রতিযোগিতার অনুষ্ঠানের স্থান। ক্লং পাই কারাগারের কারারক্ষক আরি ছালেইসুক বলেছেন, আইন বিচার মন্ত্রণালয়ের অধীনে শাস্তিমূলক সেবা বিভাগ ১১ বছর ধরে বিভিন্ন কারাগারে খেলাধুলার মান উন্নয়নের চেষ্টা চালাচ্ছে, যাতে বন্দীদের আচরণ সমন্বয় করার একটি পদ্ধতি হিসেবে দেখা যায়। এছাড়া বিভিন্ন কারাগার মুষ্টিযুদ্ধ সমিতি প্রতিষ্ঠা করে, মুষ্টিযুদ্ধ অনুরাগী বন্দীদের সদস্য হয়ে নিয়মানুগ প্রশিক্ষণ গ্রহণ করতে এবং প্রতি বছর বিভিন্ন জায়গা ও সারা দেশে অনুষ্ঠিত কারাগার ব্যবস্থায় অভ্যন্তরীণ প্রতিযোগিতায় অংশ নিতে আকর্ষণ করে।

আরি ব্যাখ্যা করেছেন, এ ধরনের প্রেক্ষাপটে ক্লং পাই কারাগার ২০১৩ সাল থেকে 'কারাগার মুষ্টিযুদ্ধ প্রতিযোগিতা'র আয়োজন করে। চলতি বছরের ১২ জুলাই পর্যন্ত সাত বারের মতো অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী একটি পক্ষ হচ্ছে সারা দেশের কারাগার থেকে বাছাই করা ভালো মানের বন্দী বক্সার। অন্য পক্ষ হলো বিদেশী বক্সিং অনুরাগী। এ ধরনের পদ্ধতির মধ্য দিয়ে বন্দীরা বৈদেশিক যোগাযোগের সুযোগ ও অভিজ্ঞতা অর্জন করা ছাড়া নিজেদের মুষ্টিযুদ্ধ'র মান উন্নয়ন করে। আরি বলেন,

প্রধান লক্ষ্যগুলো হলো, এক, বন্দীদের আরো বেশি সুযোগ ও অভিজ্ঞতা দেয়া। দুই, তাদের নিজেদের মান উন্নত করার সুযোগ দেয়া, যাতে ভবিষ্যতে আন্তর্জাতিক পর্যায়ের বক্সারে পরিণত হবার সম্ভাবনা থাকে। সে পর্যায়ে পৌঁছালে, আমাদের নীতি অনুযায়ী, তাদের কারামেয়াদ কমানো হবে। কিন্তু এটা অবশ্যই আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে।

কারাগার নিজেদের সামর্থ্য এবং রুচি ও শখ দেখানোর প্ল্যাটফর্ম সরবরাহের পাশাপাশি বন্দীরা কারামেয়াদ কমানোর সুযোগ অর্জন করার সুযোগ থাকে। এটি তাদের জন্য নিশ্চয়ই স্বপ্নের মতো। বিশেষ মুয়ে থাই কিকবক্সিং প্রতিযোগিতায় অংশ নিয়ে সুরিন স্থানীয় কারাগার থেকে থানয়া বুনলাও এ দিন ক্লং পাই কারাগারে পাঠানো হয়েছে। অনেক অংশগ্রহণকারী বন্দীর মতো থানয়া আগে ছিল একজন পেশাগত বক্সার। হত্যা চেষ্টার কারণে তাকে কারাদণ্ড দেয়া হয়। তার জন্য কারাদণ্ডের মেয়াদ কমাতে এটি একটি খুশির ব্যাপার। তিনি বলেন,  

মুষ্টিযুদ্ধ সবসময় আমাদের সহায়তা করে। কারাগারে ক্রীড়া চর্চা করা যায়। নাহলে তা খুব কুরুচিপূর্ণ হয়। একই সময় মুষ্টিযুদ্ধ আমাদের নির্দিষ্ট সময়ের আগে কারাগার ত্যাগ করে পুনরায় মুক্ত পাওয়ার আশা-আকাঙ্ক্ষা জাগিয়ে দেয়।

ক্লং পাই কারাগারের তারকা বক্সার নানথাওয়াট খাওফান বেশ কয়েক বার মুষ্টিযুদ্ধ প্রতিযোগিতার বিজয়ীর মধ্য দিয়ে শাস্তি লঘূকরণের সুযোগ পেয়েছে। বারে একবার হত্যার ঘটনায় নানথাওয়াট'কে ১২ বছরের কারারুদ্ধ করা হয়। আরো ৮ বছরের কারাগার সময় বাকি আছে তার। কিন্তু কারাগারে ভালো আচরণ এবং কারাগার সাংগঠনিক আন্তর্জাতিক মুষ্টিযুদ্ধ প্রতিযোগিতায় বেশ কয়েকবার বিজয়ী হওয়ায় কারাগারে তার সময়সীমা ২-৩ বছর পর্যন্ত কমানো হয়েছে। নানথাওয়াট বলেন,

আমার বিরুদ্ধে হত্যার অভিযোগ। আসলে আমার ৮ বছরের কারাগার সময় বাকি আছে। কিন্তু আমি ইতিবাচকভাবে প্রতিযোগিতায় অংশ নেয়ার পাশাপাশি অনেকবার বিজয়ী হবার কারণে ২ থেকে ৩ বছরের মধ্যে আমি মুক্তি পাব। এসব প্রতিযোগিতায় অংশ নেয়ার কারণে বাইরের মানুষ আমাদের আরো ভালোভাবে উপলব্ধি করবে। বন্দীরা আসলে তাদের কল্পনার মতো এতো খারাপ না।

কিন্তু প্রতিযোগিতায় অংশ নেয়া কানাডার ডেভ-এর জন্য প্রথমবারের মতো বন্দীদের সঙ্গে যুদ্ধ করা নিঃসন্দেহে একবার অবিস্মরণীয় অভিজ্ঞতা। হাসিঠাট্টা করে তিনি বলেছেন, প্রতিযোগিতা চলাকালে বন্দীরা মুক্তির জন্য যুদ্ধ করে, কিন্তু তিনি তাদেরকে কারাগার থেকে মুক্তি পেতে বাধা দেয়ার জন্য যুদ্ধ করেন। তিনি বলেন,

আমার মনে হয় এটি খুব ভাল এবং আমি আনন্দিত। এটা খুব আশ্চর্যজনক অভিজ্ঞতা। ধারণাটি উন্মাদের মতো। আগে কখনও শুনিনি। বন্দীর সঙ্গে মুষ্টিযুদ্ধ প্রতিযোগিতা করা খুব উদ্দীপনাময়। তারা মুক্তির জন্য যুদ্ধ করে। কিন্তু আমি তাদেরকে বলতে চাই যে, আপনারা এখানে থেকে যাবেন, কারণ আমি বিজয়ী হবো।

যদিও এ প্রতিযোগিতার লক্ষ্য হচ্ছে ক্রীড়া উপায়ের মাধ্যমে বন্দীদের আধ্যাত্মিক স্তর উন্নীত করা। কিন্তু কারাগার সময়সীমা কমানোর মাধ্যমে হত্যাকারীসহ গুরুতর বন্দীদের পুরষ্কার দেবার আচরণ সামাজিক বিতর্ক সৃষ্টি করেছে। এ সম্পর্কে ক্লং পাই কারাগারের প্রধান আরি ছালেইসুক বলেছেন, প্রতিযোগিতায় বিজয়ী হওয়া সকল বন্দী কারাগার সময়সীমা কমানোর সুযোগ পাবে, তা নয়। আইন অনুসারে, কারাগারে বন্দীর আচরণ ভাল এবং ইতিবাচক দৃষ্টিভঙ্গি থাকলে কারাগার সময়সীমা কমাতে বিবেচনা করা হয়। সে ভিত্তিতে তারা মুষ্টিযুদ্ধের মাধ্যমে দেশের জন্য সম্মান বয়ে আনে। কিন্তু এসব নির্দিষ্ট নিয়মাবলীর ভিত্তিতে স্থাপিত। যেমন, আন্তর্জাতিক পর্যায়ের প্রতিযোগিতায় বিজয়ী হয় এবং এক-তৃতীয়াংশ কারাদণ্ড সম্পন্ন হলে কারাগার সময়সীমা কমানো হবে। এছাড়া তিনটি পর্যায়ের কমিটির তদন্ত ও বিবেচনা গৃহীত হয় তাদের।

আরি আরো বলেছেন, যাই হোক কারাগার পক্ষ আশা করে, এ প্ল্যাটফর্মকে কাজে লাগিয়ে বন্দীদের জন্য নিজের আচরণ ও ভাবনাকে পুনরায় পর্যালোচনার সুযোগ করা হবে। যখন তারা চূড়ান্তভাবে কারাগার থেকে মুক্তি পাবে, তখন কারাগারে সেবার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে পুনরায় সমাজের স্বীকৃতি পাবে।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040