Web bengali.cri.cn   
মালয়েশিয়ার এমএইচ-১৭ বিমানের নিহতদের চূড়ান্ত লাশ নেদারল্যান্ডসে পৌঁছেছে, ইউক্রেনের পূর্বাঞ্চলে সংঘর্ষের কারণে ধীর হচ্ছে তদন্ত-কাজ
  2014-07-27 17:36:00  cri
জুলাই ২৭: এক সর্বশেষ খবর অনুযায়ী, মালয়েশিয়ার এমএইচ-১৭ বিমানের নিহতদের চূড়ান্ত লাশ ইতোমধ্যেই গতকাল (শনিবার) নেদারল্যান্ডসে পৌঁছেছে।

দেশটির এইনডোভেন বিমান ঘাঁটি চূড়ান্ত দফায় ৩৮টি লাশ গ্রহণ করেছে।। সেই সঙ্গে, নেদারল্যান্ডস ও অস্ট্রেলিয়ার দু'টি সামরিক বিমানের সাহায্যে ২২৭টি কফিন নেদারল্যান্ডসে পৌঁছেছে।

এদিকে, নেদারল্যান্ডসের আইন বিচার মন্ত্রণালয় জানিয়েছে, নিহতদের মধ্যে একজনের পরিচয় নির্ণয় করা হয়েছে। তিনি ছিলেন নেদারল্যান্ডসের একজন যাত্রী। সেই সঙ্গে, মালয়েশিয়া সরকার জানিয়েছে যে, লাশ পরীক্ষা-নিরীক্ষার কাজ পর্যবেক্ষণ এবং ঘটনাস্থলের তদন্তকাজ সুষ্ঠুভাবে পরিচালনার বিষয়ে তাঁদের প্রধানমন্ত্রী আগামী সপ্তাহে নেদারল্যান্ডস সফর করবেন।

অন্যদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট পেট্রো পোরোশেনকো সরকারী বাহিনীকে এমএইচ-১৭ বিমানের ঘটনাস্থলে সামরিক তত্পরতা বন্ধের নির্দেশ দিলেও, সেখানে গুলিবিনিময় অব্যাহত রয়েছে।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হুঁশিয়ারি দিয়েছেন যে, ইউক্রেনের সাংঘর্ষিক বিভিন্ন পক্ষের উচিত অবিলম্বে যুদ্ধবিরতি বাস্তবায়ন করা , যাতে ওই ঘটনাস্থলে সংশ্লিষ্ট তদন্তকাজ সুষ্ঠুভাবে চালানো যায়। (ওয়াং হাইমান/টুটুল)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040