Web bengali.cri.cn   
চীনে বিয়ের মূল্য কত?
  2014-07-25 18:33:09  cri
বিদেশী তথ্য মাধ্যমের খবরে জানা গেছে, যদিও অর্থনৈতিক পরিস্থিতি কখনও ভালো থাকে, কখনও খারাপ থাকে। তারপরও মানুষ বিয়ের খরচ বাড়তে থাকে। বর্তমানে আমেরিকান বিয়ের খরচ ২৯ হাজার মার্কিন ডলারে পৌঁছেছে। তা প্রায় ১.৮ লাখ ইউয়ান রেনমিনপি। ফ্রান্সের সর্বশেষ জরিপে দেখা গেছে, দেশটির ৭০ জন সাক্ষাত্কারদাতা বিয়ে করার সময় গড়পড়তা খরচ ৮ হাজার ২৫৭ ইউরো অর্থাত্ ৭০ হাজার ইউয়ান রেনমিনপি খরচ করেছেন।

তাহলে চীনে বিয়ের মূল্য প্রায় কত? বিভিন্ন ধরনের বিয়ের ক্ষেত্রে কত ব্যবসায়িক সুযোগ রয়েছে? বিস্তারিত খবর জানতে চীন আন্তর্জাতিক বেতারের সংবাদদাতার রিপোর্ট শুনুন।

সাজসজ্জার ক্ষেত্রে লাখেরও বেশি ইউয়ান রেনমিনপি ব্যয় করেছি। মধুচন্দ্রিমায় খরচ হয়েছে প্রায় ৫০/৬০ হাজার ইউয়ান। এছাড়া বিয়ের ছবি তোলা এবং অন্যান্য জিনিসপত্র কেনায় প্রায় ১০/২০ হাজার ইউয়ান ব্যয় করেছি।

হুনান প্রদেশের মিস জাং চলতি বছরের ১ মে ইউরোপে মধুচন্দ্রিমায় গিয়েছিলেন। ১ অক্টোবর তিনি বিয়ের অনুষ্ঠানের আয়োজন করবেন। এর মাঝে নতুন বাসা সাজানোয় অনেক ব্যয় হয়েছে। বিয়ের জন্য মিস জাং এবং তার স্বামীর খরচ হয়েছে ২ লাখেরও বেশি ইউয়ান।

কোন পরিসংখ্যানে দেখা গেছে যে, গত ৩০ বছরে বিয়ের মূল্য ১৫০ গুণ বেড়েছে। ইন্টারনেটে প্রকাশিত চীনের নগরে বিয়ের মূল্য তালিকা অনুযায়ী, প্রথম তিনটি স্থান অর্থাত্ শেনজেন, পেইচিং ও শাংহাই-এ বিয়ের খরচ ২০ লাখেরও বেশি ইউয়ান। এর মধ্যে অর্ধেক খরচ হয় নব দম্পতির বাসা কেনার জন্য।

পেইচিংয়ের মিস্টার মা হচ্ছেন বাসা কিনে বিয়ে করার লোকদের মধ্যে একজন। এজন্য তিনি চাকরি করে সব সঞ্চিত অর্থ ব্যয় করার পাশাপাশি তাঁর বাবা মা'র কাছে অনেক টাকা ঋণ করেছেন। তিনি বলেন,

আগে জানতাম না বিয়ের খরচ এতো বেশি। স্নাতক হবার পর আমি ৬/৭ বছর কাজ করেছি। এতে প্রায় ৫ লাখ ইউয়ান সঞ্চয় করেছি। আগে ভেবেছি বিয়ের জন্য এ অর্থ যথেষ্ট। কিন্তু পুরো প্রক্রিয়ার পর ৫ লাখ ইউয়ান বিয়েতে ব্যবহার হয়েছে। শুধু তাই নয়, বিয়ের বাসার জন্য বাবামা'র কাছে টাকা ঋণ করতে হয়েছে আমাকে। সবাই জানে, পেইচিংয়ে বাসার দাম। নিজের ৫ লাখ ইউয়ানের সঞ্চিত অর্থে বাসা কেনা অসম্ভব।

মিস্টার মা'র গল্পটা শুধু একজনের ব্যক্তিগত উদাহরণ মাত্র। দিন দিন বিয়ে একটি যুদ্ধে পরিণত হয়েছে। পাশাপাশি রিয়াল এস্টেট, বিয়ের ছবি তোলা, মধুচন্দ্রিমায় যাওয়া এবং বিয়ের পরিকল্পনাসহ সংশ্লিষ্ট শিল্প উত্সাহব্যঞ্জকহারে প্রসারিত হতে শুরু করেছে। কুও সিং ইউয়ান সংস্কৃতি কমিউনিকেশন কোম্পানির মহা-পরিদর্শক মিস্টার ছেন কুয়াংতোং প্রদেশের ছাও শান অঞ্চলে বিবাহ সেবা দিয়ে থাকনে। তিনি সংবাদদাতাকে বলেছেন, বিয়ে প্রস্তুত সংক্রান্ত শিল্পে ব্যবসায়িক সুযোগ বেশি। তিনি বলেন,

বিয়ের ছবি তোলার ক্ষেত্রে দ্বিতীয় স্তরের শহরে সাধারণ খরচ ২ হাজার থেকে ৭/৮ হাজার ইউয়ান পর্যন্ত। ধনী লোকেরা ২০/৩০ হাজারেরও বেশি ইউয়ান দিয়ে বিদেশে বিয়ের ছবি তুলে থাকে। দ্বিতীয় স্তরের শহরের জীবনযাত্রার মান অনুযায়ী, জনসাধারণ বিয়ে অনুষ্ঠানের জন্য ১০ হাজার ইউয়ানের খরচের প্রস্তুতি নেয়। সরকারি কর্মকর্তা, রাষ্ট্রীয় কর্মী অথবা বৃহত্ তালিকাভুক্ত কোম্পানির কর্মীর খরচ ১০ থেকে ৩০ হাজার ইউয়ান। আরো ধনী পর্যায়ের মানুষদের খরচ ৫০ হাজার ইউয়ান এবং আরো বেশি।

বাবামা'র বংশের চেয়ে বর্তমানে ৮০ বা ৯০ দশকের মানুষদের বিয়ের পদ্ধতিতে আরো বেশি সৃজনশীলতা এসেছে। হাংচৌ'র মিস্টার জাও জাপানের ওকিনাওয়াতে বিয়ের পর মধুচন্দ্রিমার পরিকল্পনা করেছেন। সীমিত বাজেটে এটা হয়তো একটা ভাল পছন্দ হবে। তিনি বলেন,

আমি পর্যটন বিয়ের প্রস্তুতি নিয়েছি। কারণ আমি এবং আমার স্ত্রী ভ্রমণ করতে পছন্দ করি। সুতরাং ঐতিহ্যবাহী বিয়ের অনুষ্ঠানের চেয়ে আমাদের মনে হয় পর্যটন বিয়ের তাত্পর্য আরো বেশি। খরচেও বিরাট প্রাধান্য আছে। কারণ পর্যটন বিয়ের খরচ কম। সাধারণত ১০ থেকে ২০ হাজার ইউয়ান। খরচের মধ্যে রয়েছে বিয়ের পোশাক, বিয়ের অনুষ্ঠানপরিকল্পনা করা বিয়ে কোম্পানির দাম এবং গির্জা ভাড়ার দাম এবং আলোকচিত্ৰকরের ছবি তোলার দাম।

কেউ কেউ বলেছেন, বিয়ের ক্ষেত্রে তরুণ-তরুণীদের একবারেই সব নিষ্পত্তি এবং নির্বিচারে তুলনা করার দরকার নেই। শুধু একটি সুন্দর অনুষ্ঠান ভালবাসাকে রক্ষা করতে পারে না, বরং দীর্ঘস্থায়ী প্রশান্তির জন্য প্রয়োজন দু'হৃদয়ের সমঝোতা ও ভালবাসা। এ সম্পর্কে বিয়ের জন্য প্রস্তুতি নিতে মিস জৌং রাজী হয়েছেন। তিনি এবং তার স্বামী সিদ্ধান্ত নিয়েছেন যে, বিয়ের অনুষ্ঠান করবেন না। তিনি বলেন,

বন্ধুদের হয়তো এক সঙ্গে দাওয়াত দেব। তবে বিয়ের অনুষ্ঠান করবো না। কারণ বিয়ের অনুষ্ঠানের জন্য অনেক টাকা লাগে এবং এটা বিরক্তিকর। আমরা চাচ্ছি যে, টাকা মধুযামিনী এবং বাসা কেনাসহ আমাদের জন্য কল্যাণকর অন্য কাজে ব্যবহার করবো।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040