Web bengali.cri.cn   
আইফোন ৬'র উত্পাদন শুরু
  2014-07-24 19:51:50  cri
চীনের তাইওয়ানের ইকনমিক টাইমসের খবরে জানা গেছে, অ্যাপল কোম্পানি বিভিন্ন প্রস্তুতকারী প্রতিষ্ঠানের কাছে এ বছর ছয় কোটি আশি লাখ ইউনিট আইফোন ৬ তৈরির অর্ডার করবে। অ্যাপল আইফোন ৫-এর তুলনায় দ্বিগুণ পরিমাণ আইফোন ৬ বাজারে আনবে। ফক্সকোন এ মাস থেকে আইফোন ৬'র ৪.৭ ইঞ্চি স্ক্রিন মডেলের উত্পাদন শুরু করেছে। ৫.৫ ইঞ্চি স্ক্রিন মডেল আগামী আগস্ট মাসের দ্বিতীয় সপ্তাহে উত্পাদন শুরু করবে। আইফোন ৬ উত্পাদনের জন্য ফক্সকোন কোম্পানি ব্যাপক জনশক্তি নিয়োগের বিজ্ঞাপন দিয়েছে।

এদিকে, ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, অ্যাপল তাইওয়ানের টিএসএমসি কোম্পানি থেকে প্রথম কিস্তির চিপ নিতে যাচ্ছে। এ প্রতিষ্ঠান আগামী বছরে অব্যাহতভাবে অ্যাপলকে চিপ সরবরাহ করবে। এবারে টিএসএমসি আইফোন ৬-এর জন্য এ ৮ চিপ তৈরি করবে। এ নতুন চিপ আইফোন ৫এস'তে স্থাপতি এ৭ চিপের তুলনায় আরও দ্রুত গতির হবে। পাশাপাশি আইফোন ৬ এর ব্যাটারিতে চার্জ আরো দীর্ঘ সময় রাখার পরিকল্পনা থাকবে। নতুন আইফোন বাজারে আসার সম্ভাব্য তারিখ হচ্ছে আগামী ১৫ সেপ্টেম্বর।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040