Web bengali.cri.cn   
মুক্তার কথা-২১ জুন
  2014-07-24 19:20:51  cri


সুপ্রিয় বন্ধুরা, শুনছেন পেইচিং থেকে চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান 'মুক্তার কথা'। আর আপনাদের সঙ্গে আছি আমি আপনাদের বন্ধু মুক্তা।

আজকের প্রথম চিঠিটি লিখেছেন বাংলাদেশের রাজশাহী জেলার মাণিক মাহামুদ। তিনি লিখেছেন: প্রথমে আপনাদের জানাই একরাশ ফুলের শুভেচ্ছা। আপনারা জেনে খুশি হবেন যে, আমি আপনাদের নতুন নিয়মিত শ্রোতা। আশা করি আপনারা আমাকে গ্রহণ করবেন এবং আমাকে আপনাদের শ্রোতাতালিকায় স্থান দেবেন। আমি এখন থেকে আপনাদের অনুষ্ঠান নিয়মিত শুনবো। বিশেষ করে মুক্তার কথা, সাহিত্য ও সংস্কৃতি ইত্যাদি অনুষ্ঠান আমার সবচেয়ে ভালো লাগে। চীনা ভাষা শিক্ষার আসর শুনে আমি চীনা ভাষা শেখার জন্য চেষ্টা করছি। আমি একটি বহু ব্যবহৃত ভাঙ্গা রেডিও দিয়ে আপনাদের অনুষ্ঠান শুনে থাকি। কখনো কখনো অনুষ্ঠান ভাল করে শুনতে পাই না। তার পরও শুনি। সুন্দর অনুষ্ঠানের জন্য সিআরআই-এর সকল কর্মীকে ধন্যবাদ জানাই।

উত্তর: আচ্ছা, বন্ধু মাণিক মাহামুদ, আপনাকে আমাদের শ্রোতা পরিবারে স্বাগত জানাই। আশা করি, আপনি নিয়মিত আমাদের অনুষ্ঠান শুনবেন, আমাদের ওয়েবসাইট ভিজিট করবেন এবং আমাদেরকে চিঠি লিখবেন।

পরের চিঠি লিখেছেন বন্ধু শফিউল আলম। তিনি লিখেছেন:

প্রিয় cri বাংলা, আমি একজন শারীরিক প্রতিবন্ধী। আমি আপনাদের একজন পুরনো শ্রোতা। একটি নিম্নমানের রেডিওর মাধ্যমে সিআরআইসহ বেশ কয়েকটি বিদেশি রেডিও স্টেশানের অনুষ্ঠান শুনেছি দীর্ঘকাল। অনুষ্ঠান শুনতাম হাজারো সমস্যা সত্ত্বেও এবং নিয়মিত চিঠি লিখতাম। কখনো জবাব মিলতো, কখনো মিলতো না। অনিবার্য কারণে গত ৮বছর ধরে কোন বেতারই শুনা হয়নি। ইদানিং আবার মোবাইলের এফ এম রেডিওতে মাত্র দুইটা বিদেশি রেডিও শুনতে পাচ্ছি: সিআরআই এবং রেডিও জাপান। আগেই বলেছি, আমি একজন প্রতিবন্ধী। আমার বয়স যখন ১০/১১ বছর তখন থেকেই অস্থিসন্ধির ব্যাথার মত একটি কঠিন রোগে আক্রান্ত হই; রোগটা ধীরে ধীরে বাড়তে বাড়তে ২০/২১ বছর বয়সে আমাকে সম্পূর্ণভাবে অচল করে দেয়। ফলে লেখাপড়া হয়নি, বিয়েও করিনি। এখন বয়স প্রায় ৪৫। বুঝতেই পাচ্ছেন, আমার অবস্থা কতোটা করুণ। শুনেছি, আপনাদের চীন দেশে একটা আকুপাংচার নামের একটা ভালো চিকিত্সা আছে। বিনা খরচে এ চিকিত্সা পাওয়া যাবে কি না জানালে খুশি হবো।

উত্তর: বন্ধু শফিউল আলম, আপনার অসুস্থতার কথা শুনে ভীষণ দুঃখ পেলাম। আপনি যে চিকিত্সার কথা লিখেছেন, সেটি চীনে অনেক জনপ্রিয় এবং খরচও খুব বেশি না। আপনি কখনো চীনে আসার সুযোগ পেলে এ চিকিত্সা খুব কম খরচে করতে পারবেন। আপনার সুস্থতা কামনা করছি। ধন্যবাদ চিঠির জন্য।

বাংলাদেশের রাজশাহী জেলার মোঃ এনামুল হক ইমেলে লিখেছেন: মুক্তা আপু; কেমন আছেন? আশা নয় বিশ্বাস, সি আর আই বাংলা পরিবারের সবাইকে নিয়ে কুশলে রয়েছেন। আপনাদের সবার প্রতি রজনীগন্ধার শুভেচ্ছা রইল। সি আর আই বাংলা বিভাগের আমি একজন নিয়মিত শ্রোতা। বাংলা বিভাগের প্রায় প্রত্যেকটি অনুষ্ঠান নিয়মিত শুনে থাকি এবং কোন কোন অনুষ্ঠানে মতামত পাঠিয়ে থাকি। এগুলোর মধ্যে-মুক্তার কথা, এশিয়া টুডে, হালশৈলী, স্বাস্থ্য ও জীবন, চলুন বেড়িয়ে আসি, পুবের জানালা, চলতি প্রসঙ্গ ইত্যাদি উল্লেখযোগ্য। তবে এগুলোর মধ্যে 'মুক্তার কথা' আমার সবচেয়ে প্রিয় অনুষ্ঠান। ০৭ জুনের অনুষ্ঠান শুনলাম এবং এ অনুষ্ঠান থেকে শ্রোতাদের যে প্রশ্নগুলোর উত্তর দেয়া হলো, তা আমার অনেক ভালো লেগেছে। এজন্য মুক্তা আপু আপনাকে আবারও অনেক অনেক ধন্যবাদ জানাই। সি আর আই বাংলা বিভাগের মান উন্নয়নে 'রিসিপশন রির্পোট' নিয়মিত পাঠানোর চেষ্টা করবো, আশা রাখি প্রাপ্তি সংবাদ এবং পরামর্শ দান করে বাধিত করবেন। এ ছাড়া, পুবের জানালা পত্রিকা ও নতুন অনুষ্ঠান সূচি পাঠানোর অনুরোধ জানাচ্ছি।

উত্তর: বন্ধু মোঃ এনামুল হক, আপনাকে চিঠি লেখার জন্য ধন্যবাদ জানাই। আশা করি, আপনি নিয়মতি আমাদেরকে গঠনমূলক মতামত দিয়ে যাবেন।

বাংলাদেশের চুয়াডাংগা জেলার গ্লোবাল সিআরআই রেডিও লিসনার্স ক্লাবের সভাপতি আশরাফুল ইসলাম তার ইমেলে আমাকে একটি প্রশ্ন করেছেন। তিনি জানতে চান চীনে পরিবার ব্যবস্হা কেমন? সব শ্রোতা জানেন যে, চীনে একসময় এক সন্তান নীতি ছিল। কিন্তু গত শতাব্দীর শেষ দিক থেকে শানতুং, সিছুয়ানসহ ২৭টি প্রদেশ, শহর ও অঞ্চলে নতুন ব্যবস্থা চালু হয়েছে। এ ব্যবস্থায় যদি স্বামী ও স্ত্রী দু'জনই পরিবারের একমাত্র সন্তান হন, তবে তারা দুটো বাচ্চা নিতে পারবেন। হোনান প্রদেশের লোকসংখ্যা সারা চীনে সবচেয়ে বেশি। ২০১১ সালে হোনান প্রদেশেও এ ব্যবস্থা নেওয়া হয়। ২০১১ সালের জুলাই মাস থেকে কুয়াংতং প্রদেশে নতুন ব্যবস্থা গ্রহণ করা হয় যে, যদি স্বামী ও স্ত্রীর মধ্যে যেকোন একজন পরিবারের একমাত্র সন্তান হন, তাহলে তাঁদের দু'টি বাচ্চা নেওয়ার অধিকার থাকবে। এ ছাড়াও, যদি এমন হয় যে, স্বামী-স্ত্রী দু'জনই গ্রামের অধিবাসী এবং তাদের প্রথম বাচ্চা মেয়ে, তাহলে তারা আরেকটি সন্তান নিতে পারবেন। আবার স্বামী-স্ত্রী দু'জনই সংখ্যালঘু জাতির মানুষ হলে তারা দুটো বাচ্চা নিতে পারবেন। এধরনের আরো কিছু নিয়ম আছে।

চীনা মানুষ পরিবারকে বেশি গুরুত্ব দেয়। আজকাল অনেকেই নিজের বাবা-মার সঙ্গে থাকেন না বা থাকতে পারেন না। কিন্তু নিয়মিতভাবেই তারা পিতামাতার সঙ্গে দেখা করেন। পিতামাতার সঙ্গে নিয়মিত দেখার বিষয়টি চীনের আইনেও উল্লেখ আছে। আচ্ছা, আশরাফুল ইসলামকে প্রশ্ন করার জন্য ধন্যবাদ জানাই। আশা করি, আরো বেশি শ্রোতা আমাদেরকে প্রশ্ন করবেন।

বাংলাদেশের ঢাকার বিধান চন্দ্র টিকাদার তার ইমেলে লিখেছেন: ৭ জুন মুক্তার কথা শুনলাম। অনেক শ্রোতার চিঠি ছিল এই আসরে; বিশেষ করে রাসেল শিকদার, রতন পালসহ আরো অনেকের চিঠি শুনে খুব ভালো লাগলো। এদিনের সুরের ধারা অনুষ্ঠানে কাঙ্গালিনী সুফিয়া বেগমের লোকজ বাংলা গানগুলি মন ছুয়ে গেছে। আমি আপনাদের অনুষ্ঠান রেডিওতে শোনার পাশাপাশি নিয়মিত আপনাদের ওয়েবসাইট দেখি, যার প্রতিটি বিভাগ আমার কাছে খুব ভালো লাগে। তাই দিনের অনেকটা সময় এগুলি পড়ে সময় কাটাই।

উত্তর: বন্ধু টিকাদার, আপনাকে নিয়মিত আমাদের অনুষ্ঠান শুনা, আমাদের ওয়েবসাইট ভিজিট করা এবং আমাদের মতামত পাঠানোর জন্য ধন্যবাদ জানাই।

ফরিদপুর জেলার ওয়াল্র্ন্ড রেডিও লিসনার্স ক্লাবের এম.এম.গোলাম সরোয়ার ইমেলে লিখেছেন: ভালবাসা নিবেন। আশা করি ভাল আছেন। আমি চীন আন্তর্জাতিক বেতারের একজন পুরাতন শ্রোতা। চীন, চীনা নাগরিক ও সিআরআইকে আমি ভীষণ ভালবাসি। তাই আমি আমাদের শ্রোতা ক্লাবের কর্মকান্ডের মাধ্যমে চীন, চীনা ও সিআরআইকে সর্বমহলে পরিচিত করার জন্য খুবই আন্তরিক। এজন্য প্রায় প্রতিমাসেই আমরা আমাদের শ্রোতা ক্লাবের উদ্যোগে কোন-না-কোন কর্মসূচি পালন করে থাকি। ২০১৪ সালের মে মাস পর্যন্ত সাতটি উল্লেখযোগ্য কর্মসূচির ছবি পাঠালাম। ছবিগুলো সিআরআই-এর ওয়েবসাইটে প্রকাশ করলে কৃতজ্ঞ থাকব।

উত্তর: আচ্ছা, আমি প্রথমে এম.এম.গোলাম সরোয়ারকে নিয়মিত আমাদের মতামত দেয়ার জন্য ধন্যবাদ জানাই। আপনার ছবিগুলো মুক্তার কথা ওয়েবপেইজে দিবো। আশা করি, আপনি ও আপনার ক্লাবের সদস্যসহ সব শ্রোতা তা দেখতে পারবেন। ধন্যবাদ।

নাটোর বনপাড়া ডিগ্রী কলেজের প্রফেসর সোলাইমান মল্লিক তার ইমেলে লিখেছেন: আপনারা কি যা ইচ্ছে তাই করে যাবেন? গায়ের জোরে অনুষ্ঠান প্রচার করে যাবেন? শ্রোতাদের আপনাদের থেকে বিচ্ছিন্ন করে দেবেন? 'সুরের ধারায়' অনুষ্ঠান বাদ দিন। কোন শ্রোতাই চায় না এ অনুষ্ঠান। কোনো কোনো অনুষ্ঠানে পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করেও পুরস্কার পাঠানো হয় না। বিষয়টি ভেবে দেখবেন।

উত্তর: বন্ধু সোলাইমান মল্লিক, আপনাকে চিঠির জন্য ধন্যবাদ জানাই। আমরা শ্রোতাদের মতামত বা অভিযোগকে গুরুত্ব দিই। কিন্তু আপনি বলেছেন, সুরের ধারায় অনুষ্ঠান কোনো শ্রোতাই চায় না। এ কথা ঠিক নয়। আমাদের অধিকাংশ শ্রোতাই এ অনুষ্ঠান শুনে থাকেন। যাই হোক, আপনাকে আবারো ধন্যবাদ। নিয়মিত লিখবেন আশা করি।

বাংলাদেশের রাজশাহী জেলার লাচন চন্দ্র সরকার তার ইমেলে লিখেছেন: সুপ্রিয় মুক্তা আপু, আমার ভালোবাসা ও শুভেচ্ছা নিবেন। আশাকরি ভালো আছেন। প্রিয় আপু আমি গত বছর 'আমার চীনা স্বাদ ভালো লাগে' প্রতিযোগিতায় ৩য় শ্রেণীর পুরস্কার বিজয়ী হয়েছিলাম। কিন্তু দুঃখের বিষয় আপু আমি আজ পর্যন্ত আমার প্রাপ্য পুরস্কার হাতে পাইনি। আপনার কাছে আমার বিনীত অনুরোধ, আমার ডাকঠিকানায় উপহার পাঠাবেন।

উত্তর: আচ্ছা, বন্ধু সরকার, আপনিসহ কয়েকজন শ্রোতা আমাদের প্রতিযোগিতার পুরস্কার হাতে পাননি, এমন অভিযোগ আছে। কিন্তু আমরা পুরস্কার সময়মতোই পাঠিয়েছি। আমি জানি না কোন সমস্যার কারণে আপনাদের কয়েক জন পুরস্কার হাতে পেলেন না। আমি আমাদের ডাকঘরের সঙ্গে যোগাযোগ করেছিলাম। তারা জানালেন, পার্সেল ঠিকমতোই বাংলাদেশে পাঠানো হয়েছে। আপনারাও স্থানীয় ডাকঘরের সঙ্গে যোগাযোগ করে দেখতে পারেন। ধন্যবাদ।

বাংলাদেশের জয়পুরহাট জেলার জয়পুরহাট আন্তর্জাতিক রেডিও ক্লাবের সভাপতি মোঃ নুরুজ্জামান ইসলাম মাদু ইমেলে লিখেছেন: সুপ্রিয় মুক্তা আপু, নি হাও, কেমন আছেন? আশা করি CRIএর সকল শ্রোতাবন্ধুকে নিয়ে ভাল আছেন। মুক্তার কথা আগের মতো রবিবারে প্রচার করলে ভাল হয়। আরেকটি কথা, আমি ৭ বছর ডিএক্সিং জীবন একটিও রেডিও পুরস্কার পাইনি। এমনকি CR ও আমাকে রেডিও পাঠায়নি। আমার ক্লাবকে একটি রেডিও উপহার হিসেবে পাঠাবেন, এই আশা করি।

উত্তর: আচ্ছা, মোঃ নুরুজ্জামান ইসলাম মাদুকে ইমেল লেখার জন্য ধন্যবাদ জানাই। আপনি আমাদের কুইজে অংশ নেবেন, নিয়মিত আমাদেরকে মতামত দেবেন। এতে পুরস্কার হিসেবে রেডিও সেট পাওয়ার সুযোগ হবে আপনার। আশা করি, আপনি নিয়মিত আমাদেরকে লিখবেন। ধন্যবাদ।

বাংলাদেশের রাজশাহী জেলার লেকচারার্স রেডিও লিসেনার্স ক্লাবের পরিচালক প্রফেসর সাইফুল ইসলাম থান্দার চিঠিতে লিখেছেন: সুপ্ৰিয়, ছাই য়্যুএ মুক্তা আপু। আমার শুভেচ্ছা নিবেন। আশা করি ভাল আছেন। আমার অসুস্হতার জন্য নিয়মিত অনুষ্ঠান শুনলেও কয়েক দিন কোন ইমেল পাঠাতে পারিনি। যদিও আমি এখনো সম্পূর্ণ সুস্হ নই, তবুও চিঠি না লিখে পারলাম না। আমার জন্য সবাই দোয়া করবেন যেন দ্রুত সুস্হ হয়ে উঠি। "মুক্তার কথা" অনুষ্ঠানের মতো "এশিয়া টুডে" অনুষ্ঠানেরও আমরা নিয়মিত শ্রোতা ও ই-পত্রদাতা। ০২.০৫.১৪ ইং এশিয়া টুডে অনুষ্ঠানে, তুরস্কে টিউলিপ উত্‍সব শীর্ষক প্রতিবেদনটি খোং চিয়া চিয়া প্রেমা আপুর প্রাণবন্ত উপস্হাপনায় আমরা দারুন উপভোগ করেছি। টিউলিপের জন্ম ও টিউলিপ নিয়ে অনেক অজানা তথ্য জানতে পেরেছি। শিল্পী দিলরুবার কন্ঠে, ভ্রমর কইও গিয়া ... চমত্‍কার বাংলা গানটিও আমরা দারুণ উপভোগ করেছি। ধন্যবাদ আপনাদেরকে।

উত্তর: আচ্ছা, বন্ধু সাইফুল ইসলাম থান্দার, আপনাকে আমাদের অনুষ্ঠানের প্রশংসা করার জন্য ধন্যবাদ জানাই। আপনি আমাদেরকে নিয়মিত মতামত দেবেন বলে আশা করি। আপনার সুস্বাস্থ্য কামনা করি। ধন্যবাদ।

বাংলাদেশের ফরিদপুর জেলার নন্দন বেতার শ্রোতা সংঘের পরিচালক মো: আফজাল আলী খান তার চিঠিতে লিখেছেন: আমার অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা নিবেন। আশা করি ভালো আছেন। আমি আপনাদের প্রবীণ শ্রোতা আফজাল আলী খান। এখন রাতে শর্ট ওয়েভে এবং দিনে এফএম তরঙ্গে সিআরআই-এর বাংলা অনুষ্ঠান অত্যন্ত স্পষ্ট শুনা যাচ্ছে। সময় এবং অধিবেশন বৃদ্ধি করার ফলে শ্রোতাদের অনুষ্ঠান শোনার সুযোগ আগের চেয়ে আরো বেশী হয়েছে। এ জন্য চীন আন্তর্জাতিক বেতার কর্তৃপক্ষকে অনেক ধন্যবাদ। বাংলাদেশে দুপুর ১২টায় সিআরআই-এর এফএম তরঙ্গে প্রচারিত বাংলা অনুষ্ঠানের তৃতীয় অধিবেশন শেষ হওয়ার পর পরই একই তরঙ্গে ইংরেজি অনুষ্ঠান শুরু হয়। আমি প্রায়ই সে অনুষ্ঠান শুনি। আমি ২০১১ সাল থেকে সিআরআই-এর ইংরেজি বিভাগ থেকে প্রকাশিত The Messenger ম্যাগাজিন পেয়ে আসছি। সিআরআই-এর বাংলা বিভাগ থেকে প্রচারিত মুক্তার কথা, পুবের জানালা, হাল শৈলী, দৃষ্টির সীমানায়, সাহিত্য ও সংস্কৃতি, চলুন বেড়িয়ে আসি, কনফুসিয়াস ক্লাসরুম, চলতি প্রসঙ্গ এবং এশিয়া টুডে আমার প্রিয় অনুষ্ঠান। সবচেয়ে বেশী ভালো লাগে মুক্তার কথা। এ অনুষ্ঠানের মধ্য দিয়ে আমি সিআরআই এবং শ্রোতা বন্ধুদের সাথে এক আসরে মিলিত হয়ে যাই। পরস্পরের মনের কথা প্রকাশ করি, শুভেচ্ছা বিনিময় করি, নতুন কোনো প্রস্তাব থাকলে তা উত্থাপন করি। সিআরআই-এর সাথে আমাদের সেতুবন্ধন সৃষ্টির ক্ষেত্রে এই অনুষ্ঠান এক অপূর্ব সুযোগ। আমি ২০১১ এবং ২০১২ সালে সিআরআই-এর বাংলা বিভাগের প্রকাশনা আমার অতি প্রিয় "পুবের জানালা" ম্যাগাজিন পেয়েছিলাম। অত:পর কী কারণে তা পাচ্ছি না জানি না। আমি আপনাদের সাথেই থাকব।

উত্তর: বন্ধু মো: আফজাল আলী খান, চিঠি লেখার জন্য ধন্যবাদ জানাই। আমাদের নতুন সংখ্যা পুবের জানালা ম্যাগাজিন শিগগিরই বের হবে। আশা করি, অচিরেই আপনাদের ঠিকানায় তা পাঠানো সম্ভব হবে। ধন্যবাদ।

গান

ভারতের পশ্চিমবঙ্গের নদিয়া জেলার শ্রোতা ধীরেন বসাক তার ইমেলে লিখেছেন: প্রিয় দিদি, আপনারা আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা গ্রহণ করবেন! আশাকরি সকলেই কুশলে আছেন! আমি আপনাদের অনুষ্ঠানের একজন নিয়মিত শ্রোতা। নতুন আঙ্গিকের প্রতিদিনের ৩ ঘন্টার অনুষ্ঠান প্রচার হচ্ছে গত ৪ মাস ধরে। এখন আর তেমন আকর্ষণীয় লাগছে না কেন, তা বুঝতে পারছি না! বার বার মনে হচ্ছে যে, আগের সেই এক ঘন্টার অনুষ্ঠানই ভালো ছিলো! এ বিষয়ে নতুন করে ভাববেন কী? জানাবেন।

উত্তর: আচ্ছা, বন্ধু ধীরেন বসাক, মতামত দেয়ার জন্য ধন্যবাদ জানাই। আমিও জানি না, আপনার কাছে এখন আর তিন ঘন্টার অনুষ্ঠান ভাল লাগছে না কেন? হতে পারে যে তিন ঘন্টার অনুষ্ঠান শোনার মতো যথেষ্ট সময় আপনার হাতে নেই। তা ছাড়া, পুরো তিন ঘন্টা অনুষ্ঠান সবাই শুনবেন, এমন কোনো কথাও নেই। সাধারণত শ্রোতারা তাদের প্রিয় অনুষ্ঠান শুনে থাকেন। আপনি আপনার প্রিয় অনুষ্ঠানগুলো শুনতে থাকুন এবং মতামত পাঠাতে থাকুন। আপনাদের পরামর্শ অনুসারে, আমরা আমাদের অনুষ্ঠানের মান উন্নয়নের প্রচেষ্টা অব্যাহত রাখবো কথা দিচ্ছি। আবারো ধন্যবাদ।

প্রিয় শ্রোতা, সময় ফুরিয়ে এলো। এবার বিদায় নিতে হবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শুনতে থাকুন চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান। আর হ্যাঁ, আমাদের চিঠি লিখতে ভুলবেন না।

আমাদের ই-মেইল ঠিকানা হচ্ছে ben@cri.com.cn এবং আমার নিজস্ব ইমেইল ঠিকানা হল caiyue@cri.com.cn। 'মুক্তার কথা' অনুষ্ঠান সম্পর্কিত ই-মেইল আমার নিজস্ব ই-মেইল ঠিকানায় পাঠালে ভালো হয়। আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিনে, একই সময়ে আবার আপনাদের সঙ্গে কথা হবে। ততক্ষণ সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। (ছাই/আলিম)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040