Web bengali.cri.cn   
কিউবার 'হোসে মার্টি' পদক গ্রহণ করলেন সি চিন ফিং
  2014-07-23 17:49:25  cri
জুলাই ২৩: কিউবা সফররত চীনের প্রেসিডেন্ট সি চিন ফিং গতকাল (মঙ্গলবার) হাভানায় সেদেশের সরকার প্রদত্ত 'হোসে মার্টি' পদক গ্রহণ করেন।

কিউবার জাতীয় বীর, বিপ্লবী ও সাহিত্যিক হোসে মার্টির স্মরণে এ পদক প্রদান করা হয়। এটি সেদেশের সর্বোচ্চ পদক।

এদিন কিউবার রাষ্ট্রীয় কাউন্সিলের চেয়ারম্যান ও মন্ত্রী সম্মেলনের চেয়ারম্যান রাউল কাস্ত্রো সি চিন ফিংকে এ পদক প্রদান করেন।

সি চিন ফিং বলেন, কিউবা সরকার তাঁকে 'হোসে মার্টি' পদক প্রদান করায় তিনি ধন্যবাদ জানান।

তিনি আরো বলেন, দু'দেশের অভিন্ন ধারণা ও লক্ষ্য রয়েছে। চীন-কিউবা সম্পর্ক নতুন পর্যায়ে উঠে যাবে বলে তিনি আশা করেন । (ছাই/টুটুল)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040