Web bengali.cri.cn   
অবিলম্বে ইসরায়েল ও ফিলিস্তিন যুদ্ধবিরতি বাস্তবায়নের আহ্বান চীনের
  2014-07-23 16:44:38  cri
জুলাই ২৩: আন্তর্জাতিক মধ্যস্থতা মেনে নিয়ে অবিলম্বে শর্তহীনভাবে যুদ্ধবিরতি বাস্তবায়নের জন্য ইসরাইল ও ফিলিস্তিনের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত চীনের স্থায়ী প্রতিনিধি লিউ চিয়ে ই। গতকাল (মঙ্গলবার) এ আহ্বান জানান তিনি।

এদিন জাতিসংঘ নিরাপত্তা পরিষদে মধ্যপ্রাচ্য সমস্যা নিয়ে মুক্ত বিতর্ক অনুষ্ঠিত হয়েছে। ভাষণে লিউ চিয়ে ই বলেন, ফিলিস্তিন ও ইসরায়েল পরিস্থিতির জন্য উদ্বেগজনক অভিযান এড়ানো উচিত। চীন আন্তর্জাতিক সম্প্রদায়কে মানবতাবাদী ত্রাণ সহায়তা বাড়ানোর আহ্বান জানিয়েছে এবং ইসরাইলকে গাজায় প্রবেশের পথ খুলে ত্রাণ সহায়তা সরবরাহের সুযোগ তৈরির আহ্বান জানিয়েছে।

তিনি বলেছেন, চীন সবসময় মনে করে, শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে ইসরাইল ও ফিলিস্তিনের শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করা হচ্ছে সংকট সমস্যা সমাধানের একমাত্র সঠিক পথ। এটা দু'পক্ষের মৌলিক স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। চীন আশা করে, ফিলিস্তিন ও ইসরাইল যত তাড়াতাড়ি সম্ভব সংঘর্ষ বন্ধ করে সমঝোতায় পৌঁছবে।

(প্রেমা/তৌহিদ)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040