Web bengali.cri.cn   
চীনের ৭৪টি শহরে বায়ু উন্নয়নের মান গড় মান ৬০ ভাগে পৌঁছেছে
  2014-07-22 19:02:28  cri
জুলাই ২২: চীনের পরিবেশ সুরক্ষা মন্ত্রণালয়ের গতকাল (সোমবার) প্রকাশিত খবরে জানিয়েছে, চলতি বছরের প্রথমার্ধে পেইচিং ও থিয়ানচিনসহ চীনের ৭৪টি শহরে বায়ু উন্নয়নের গড় মান ৬০ ভাগে পৌঁছেছে।

পরিসংখ্যান থেকে জানা গেছে, এ ৭৪টি শহরে পিএম ২.৫, পিএম ১০, এসও২ ও সিওসহ বিভিন্ন দূষিত পদার্থ বিভিন্ন মাত্রায় কম হয়েছে।

এর মধ্যে পেইচিং, থিয়ানচিন ও হোপেই প্রদেশে বায়ুর মান বেশ উন্নত হয়েছে। এ তিন এলাকায় দিনের বেলা বায়ু উত্কর্ষতার হার আগের তুলনায় ০.৩২ শতাংশ বেশি হয়েছে বলে জানানো হয়। (ছাই/তৌহিদ)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040