Web bengali.cri.cn   
পাঠ-১১৫ দাওয়াতে যাওয়া (২)
  2014-07-22 17:26:30  cri

ক: বাংলায় চীনা ভাষা শিখুন। সুপ্রিয় শ্রোতা, হাতে খাতা-কলম নিয়ে স্বর্ণা এবং তৌহিদের সঙ্গে চীনা ভাষা শেখার জন্য প্রস্তুতি নিয়েছেন তো? চলুন, কনফুসিয়াস ক্লাসরুমের ক্লাস শুরু হচ্ছে।

খ: প্রতিদিন মাত্র পাঁচ মিনিট সময় ব্যয় করে আপনি অনেক চীনা শব্দ ও বাক্য শিখতে পারেন।

ক: সুপ্রিয় শ্রোতা, আপনারা এখন চীন আন্তর্জাতিক বেতারের চীনা ভাষা শেখার অনুষ্ঠান 'কনফুসিয়াস ক্লাসরুম' শুনছেন। আপনাদের সঙ্গে আছি আমি ইয়াং ওয়েই মিং স্বর্ণা।

খ: আরও আছি আমি মোহাম্মদ তৌহিদ। নি হাও! প্রিয় শ্রোতা, 'কনফুসিয়াস ক্লাসরুম' অনুষ্ঠান থেকে আপনি নিতে পারেন চীনা ভাষার প্রাথমিক জ্ঞান এবং ব্যবসা-বাণিজ্য ও কেনাকাটাসংক্রান্ত প্রয়োজনীয় চীনা শব্দ ও বাক্য।

*****

ক: তৌহিদ, গত ক্লাসে আমরা দাওয়াতে যাওয়া সম্পর্কিত কিছু চীনা শব্দ ও বাক্য শিখেছি। 'তোমাকে আমার বাসায় দাওয়াত দিতে চাই', এর চীনা অনুবাদ কী মনে আছে?

খ: হ্যাঁ, অবশ্যই মনে আছে; সেটা হলো 'ছিং নি ছুই ওয়া চিয়া ছি ফান' ।

ক: হ্যাঁ, ঠিক বলেছেন;'ছিং নি ছুই ওয়া চিয়া ছি ফান'। আজকের ক্লাসে আমরা চীনা বন্ধুর বাসায় দাওয়াতে যাওয়ার পর যেসব কথা বলা হয়, তার থেকে কিছু চীনা শব্দ ও বাক্য শিখবো, কেমন?

খ: নিশ্চয়ই। আসুন তাহলে শুরু করা যাক আজকের ক্লাস।

******প্রধান প্রধান বাক্য

A:欢迎(huānyíng)!请(qǐng)进(jìn)。

ক: হুয়ান ইং! ছিং চিন।

B:您(nín)的(de)家(jiā)很(hěn)漂亮(piàoliang)。

খ: নিন ত্য চিয়া হেন ফিয়াও লিয়াং।

A:哪(nǎ)里(li),哪(nǎ)里(li)。请(qǐng)坐(zuò),喝(hē)点(diǎn)什么(shénme)?茶(chá)还是(háishì)咖啡(kāfēi)?

ক: শিয়ে শিয়ে। ছিং চ্যুও, হ্য তিয়েন শেন ম্য? ছা হাই শি খা ফেই?

B:喝茶(hēchá),谢谢(xièxiè)。

খ: হ্য ছা, শিয়ে শিয়ে।

**********

ক: তৌহিদ, কোন চীনা বন্ধুদের বাসার পৌঁছার পর, তারা সাধারণত প্রথমে আপনাকে স্বাগত জানাবে। স্বাগত, চীনা ভাষায় বলা হয় 'হুয়ান ইং'। ভেতরে আসুন প্লীজ, চীনা ভাষায় বলা হয় 'ছিং চিন'। ভেতরে আসা বা ঢোকা, চীনা ভাষায় বলা হয় 'চিন'। প্লীজ, বা দয়া করে, চীনা ভাষায় বলা হয় 'ছিং'। স্বাগত, ভেতরে আসুন প্লীজ, 'হুয়ান ইং, ছিং চিন'।

খ: আচ্ছা, চীনা বন্ধুর বাসায় পৌঁছলে, দরজার সামনে তিনি স্বাগত জানিয়ে বলবেন, 'হুয়ান ইং, ছিং চিন', মানে স্বাগত, দয়া করে ভেতরে আসুন। 'হুয়ান ইং' মানে স্বাগত। 'চিন' মানে ভেতরে আসা বা ঢোকা, 'ছিং চিন' মানে ভেতরে আসুন, প্লীজ।

ক: ঘরে ঢোকার পর, আপনি যদি বন্ধুর সুন্দর বাসার প্রশংসা করতে চান, তাহলে বলতে পারেন, 'নিন ত্য চিয়া হেন ফিয়াও লিয়াং', মানে আপনার বাসা খুব সুন্দর। আপনার, চীনা ভাষায় বলা হয় 'নিন ত্য'। বাসা, চীনা ভাষায় বলা হয় 'চিয়া'। খুব, চীনা ভাষায় বলা হয় 'হেন'। সুন্দর, চীনা ভাষায় বলা হয় 'ফিয়াও লিয়াং'। আপনার বাসা খুব সুন্দর, 'নিন ত্য চিয়া হেন ফিয়াও লিয়াং'।

খ: বন্ধুর বাসা খুব সুন্দর। এরকম প্রশংসা করতে চাইলে বলতে পারেন 'নিন ত্য চিয়া হেন ফিয়াও লিয়াং'। এখানে 'নিন ত্য' মানে আপনার, 'চিয়া' মানে বাসা, 'হেন' মানে খুব, 'ফিয়াও লিয়াং' মানে সুন্দর। 'নিন ত্য চিয়া হেন ফিয়াও লিয়াং', আপনার বাসা খুব সুন্দর।

ক: এর জবাবে, চীনা মানুষ বিনয় দেখিয়ে বলবেন, 'না লি, না লি' মানে কই, না তো। 'না লি' মানে কোথায়, এখানে দুই বার ব্যবহার করে বিনয় প্রকাশ করা হয়। যার অর্থ হয়, কই, না তো। অনেক চীনা মানুষ অন্যদের প্রশংসার জবাবে বিনয় প্রকাশের জন্য এ কথাগুলো বলে। কিন্তু, এখন অনেকেই হয়তো সরাসরি বলবে 'শিয়ে শিয়ে', মানে ধন্যবাদ।

খ: আচ্ছা, প্রশংসা শুনলে চীনা মানুষ বিনয় দেখানোর জন্য বলতে পারে 'না লি, না লি' মানে, কই নাতো। 'না লি' মানে কোথায়, এখানে বিনয় দেখানোর জন্য। আবার অনেকেই সরাসরি বলবে 'শিয়ে শিয়ে' মানে ধন্যবাদ।

ক: বাসায় ঢোকার পর আপনাকে বলতে পারে, বসুন প্লীজ, কি খাবেন, চা বা কফি? চীনা ভাষায় বলা হয় 'ছিং চ্যুও, হ্য তিয়েন শেন ম্য, ছা হাই শি খা ফি'। বসা, চীনা ভাষায় বলা হয় 'চ্যুও', বসুন প্লীজ, 'ছিং চ্যুও'। কি পান করবেন, চীনা ভাষায় বলা হয় 'হ্য তিয়েন শেন ম্য'। পান করা, চীনা ভাষায় বলা হয় 'হ্য'। কী, চীনা ভাষায় বলা হয় 'শেন ম্য'। 'তিয়েন' মানে একটু। চা বা কফি, 'ছা হাই শি খা ফেই'। চা, চীনা ভাষায় বলা হয় 'ছা', কফির চীনা ভাষা হল 'খা ফেই'। অথবা, চীনা ভাষায় বলা হয় 'হাই শি'। বসুন প্লীজ, কি খাবেন, চা বা কফি? চীনা ভাষায় বলা হয় 'ছিং চ্যুও, হ্য তিয়েন শেন ম্য, ছা হাই শি খা ফেই'।

খ: বসুন প্লীজ, কি খাবেন, চা বা কফি? চীনা ভাষায় বলা হয় 'ছিং চ্যুও, হ্য তিয়েন শেন ম্য, ছা হাই শি খা ফেই'। বসুন প্লীজ, চীনা ভাষায় বলা হয় 'ছিং চ্যুও'। 'চ্যুও'মানে বসা, 'ছিং' মানে দয়া করে বা প্লীজ। কি পান করবেন, চীনা ভাষায় বলা হয় 'হ্য তিয়েন শেন ম্য', 'হ্য' মানে পান করা, 'তিয়েন' মানে একটু, 'শেন ম্য' মানে কী। চা বা কফি, 'ছা হাই শি খা ফেই', 'ছা' মানে চা, 'হাই শি' মানে অথবা, 'খা ফেই' মানে কফি। বসুন প্লীজ, কি খাবেন, চা বা কফি? চীনা ভাষায় বলা হয় 'ছিং চ্যুও, হ্য তিয়েন শেন ম্য, ছা হাই শি খা ফেই'।

ক: জবাবে বলতে পারেন, চা খাবো, ধন্যবাদ, 'হ্য ছা, শিয়ে শিয়ে'। 'হ্য ছা' মানে চা পান করা, 'শিয়ে শিয়ে' মানে ধন্যবাদ।

খ: চা খাবো, ধন্যবাদ, 'হ্য ছা, শিয়ে শিয়ে'। 'হ্য' মানে পান করা, 'ছা' মানে চা। চা খাবো, 'হ্য ছা'। ধন্যবাদ, 'শিয়ে শিয়ে'। চা খাবো, ধন্যবাদ, 'হ্য ছা, শিয়ে শিয়ে'।

ক: তৌহিদ,তাহলে আজকের শব্দগুলোর উচ্চারণ নিযে আমরা আরেক বার চর্চা করি।

খ: অবশ্যই।

ক: 'হুয়ান ইং' মানে স্বাগত।

খ: 'হুয়ান ইং'।

ক: 'ছিং চিন' মানে ভেতরে আসুন।

খ: 'ছিং চিন'।

ক: 'নিন চিয়া' মানে আপনার বাসা।

খ: 'নিন চিয়া'।

ক: 'হেন ফিয়াও লিয়াং' মানে খুব সুন্দর।

খ: 'হেন ফিয়াও লিয়াং'

ক: 'না লি, না লি' মানে কই, নাতো।

খ: 'না লি, না লি'।

ক: 'ছিং চ্যুও' মানে বসুন প্লীজ।

খ: 'ছিং চ্যুও'।

ক: 'হ্য তিয়েন শেন ম্য' মানে কি পান করবেন।

খ: 'হ্য তিয়েন শেন ম্য'।

ক: 'ছা' মানে চা।

খ: 'ছা'।

ক: 'হাই শি' মানে অথবা।

খ: 'হাই শি'।

ক: 'খা ফেই'মানে কফি।

খ: 'খা ফেই'।

ক: 'হ্য ছা' মানে চা খাবো।

খ: 'হ্য ছা'।

ক: 'শিয়ে শিয়ে' মানে ধন্যবাদ।

খ: 'শিয়ে শিয়ে'।

******প্রধান প্রধান বাক্য

A:欢迎(huānyíng)!请(qǐng)进(jìn)。

ক: হুয়ান ইং! ছিং চিন।

B:您(nín)的(de)家(jiā)很(hěn)漂亮(piàoliang)。

খ: নিন ত্য চিয়া হেন ফিয়াও লিয়াং।

A:哪(nǎ)里(li),哪(nǎ)里(li)。请(qǐng)坐(zuò),喝(hē)点(diǎn)什么(shénme)?茶(chá)还是(háishì)咖啡(kāfēi)?

ক: শিয়ে শিয়ে। ছিং চ্যুও, হ্য তিয়েন শেন ম্য? ছা হাই শি খা ফেই?

B:喝茶(hēchá),谢谢(xièxiè)。

খ: হ্য ছা, শিয়ে শিয়ে।

**********

ক: সুপ্রিয় শ্রোতা, এখানে আপনাদের জন্য একটা ছোট্ট প্রশ্ন রাখছি। প্রশ্নটি হলো: 'আপনার বাসা খুব সুন্দর' বাক্যটি চীনা ভাষায় কিভাবে বলা হয়?

খ: 'আপনার বাসা খুব সুন্দর' বাক্যটি চীনা ভাষায় কিভাবে বলা হয়? উত্তর পাঠিয়ে দিন আমাদের কাছে। আমাদের ইমেল ঠিকানা হচ্ছে: yangweiming@cri.com.cn, ben@cri.com.cn

ক: যারা সঠিক উত্তর পাঠাবেন, তাদের দেওয়া হবে কিছু ছোট্ট শুভেচ্ছা উপহার। আজ তাহলে এ পর্যন্তই। সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন।

খ: আগামী সোমবার আবার কথা হবে, চীনা ভাষা নিয়ে। জাই চিয়েন! (ইয়াং ওয়েই মিং/তৌহিদ)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040