Web bengali.cri.cn   
বাংলাদেশে ভেজাল প্যারাসিটামল তৈরির দায়ে তিনজনের কারাদণ্ড
  2014-07-22 16:25:48  cri
জুলাই ২২: ভেজাল প্যারাসিটামল তৈরির দায়ে বাংলাদেশের অ্যাডফ্লেম ফার্মাসিউটিক্যালসের পরিচালক ও ব্যবস্থাপকসহ তিনজনকে ১০ বছর করে কারাদণ্ড এবং দুই লাখ টাকা করে জরিমানা করেছে আদালত। আজ (মঙ্গলবার) ঢাকা বিভাগীয় বিশেষ জজ আবদুর রশীদ এ রায় দেন। রায়ে অ্যাডফ্লেমের মালিক আজফার পাশা ও মান নিয়ন্ত্রক কর্মকর্তা মো. নোমানকে খালাস দেওয়া হয়েছে।

সাজাপ্রাপ্ত তিনজন হলেন: প্রতিষ্ঠানের পরিচালক (চিকিত্সক) হেলেন পাশা, ব্যবস্থাপক মিজানুর রহমান ও ওষুধের মান নিয়ন্ত্রণ কর্মকর্তা নৃগেন্দ্র নাথ বালা। এর মধ্যে প্রথম দুজন জামিনে রয়েছেন এবং তৃতীয়জন পলাতক আছেন।

উল্লেখ্য, ১৯৯৩ সালে অ্যাডফ্লেমের প্যারাসিটামল খেয়ে সারা দেশে ৭৬টি শিশু মারা যায়। তখন ওষুধ অধিদপ্তরের কমর্কর্তা আবুল খায়ের বাদী হয়ে ড্রাগ আইনে মামলা করেছিলেন। (আলিম)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040