Web bengali.cri.cn   
পার্লামেন্টে ইসরাইলের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব গ্রহণে রাজি হলো না ভারতীয় সরকার
  2014-07-22 10:08:29  cri
জুলাই ২২: কংগ্রেসসহ বিরোধী দলগুলোর দাবি অনুসারে, পার্লামেন্টে ইসরাইলের বিরুদ্ধে কোনো নিন্দা প্রস্তাব গ্রহণ করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে ভারতীয় সরকার। সরকারের এ সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে, গতকাল (সোমবার) রাজ্যসভা থেকে ওয়াকআউট করে কংগ্রেসসহ বিরোধী দলগুলোর সংসদ সদস্যরা।

পার্লামেন্টে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ জানান, ফিলিস্তিনের প্রতি সহানুভূতি থাকলেও, ইসরাইলের সাথেও সম্পর্ক ভালো রাখতে চায় মোদি সরকার। তিনি আরো দাবি করেন, সংসদীয় সে ধারায় বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে, তাতে কোনো প্রস্তাব আনা বা এ বিষয়ে ভোটাভুটির কোনো আইন নেই।

উল্লেখ্য, প্রথম দিকে ফিলিস্তিনে ইসরাইলি আগ্রাসন বিষয়ে আলোচনা করতেই রাজি ছিল না সরকারপক্ষ। কিন্তু পরে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয় এবং চলে সপ্তাহব্যাপী। (আলিম)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040