Web bengali.cri.cn   
সরকারি সফরে যুক্তরাজ্য গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
  2014-07-21 19:59:44  cri

ক্যাপশন: লন্ডন যাত্রার আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিমানবন্দরে বিদায় জানান মন্ত্রিসভার সদস্য এবং শীর্ষ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা। ছবি: পিআইডি।

গার্ল সামিটে যোগ দিতে ৩ দিনের সরকারি সফরে যুক্তরাজ্য গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার পৌনে ১০টায় প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে যাত্রা করে।

সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতসহ মন্ত্রিসভার সদস্য ও শীর্ষ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা বিমান বন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান। মঙ্গলবার লন্ডনে প্রথম গার্ল সামিটে ২০ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী। সম্মেলনে তিনি কন্যা শিশুর অধিকার রক্ষায় বাংলাদেশের অর্জনের কথা তুলে ধরবেন। সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি তিনি ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের সঙ্গে বৈঠক করবেন। ৫ জানুয়ারি নির্বাচনে বিজয়ের পর ইউরোপের কোনো দেশে এটাই প্রধানমন্ত্রীর প্রথম সফর।

মাহমুদ হাশিম, ঢাকা থেকে।

 

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040