Web bengali.cri.cn   
দ্বিতীয় চীন-লাতিন আমেরিকা ঊর্ধ্বতন পর্যায়ের প্রতিরক্ষা ফোরাম শুরু
  2014-07-21 19:48:30  cri
জুলাই ২১: চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে আজ (সোমবার) চীনের প্রতিরক্ষা বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে দ্বিতীয় চীন-লাতিন আমেরিকা ঊর্ধ্বতন পর্যায়ের প্রতিরক্ষা ফোরাম। এতে অংশ নিয়েছেন আর্জেন্টিনা, বলিভিয়া, কলম্বিয়া, কিউবা, ইকুয়েডর, মেক্সিকো, উরুগুয়েয় ও ভেনিজুয়েলা-এ ৮টি লাতিন আমেরিকান দেশের সেনাবাহিনীর নেতারা।

দশ দিনব্যাপী ফোরামের প্রতিপাদ্য হলো, 'সমঝোতা বাড়ানো এবং সহযোগিতা ত্বরান্বিতকরণ।' ফোরামে প্রধানত চীনের কূটনীতি, প্রতিরক্ষা নীতি, শান্তি উন্নয়নের ধারণা ও সারমর্ম এবং বিশ্ব ও আঞ্চলিক কৌশলগত পরিস্থিতিতে চীনের অভিমত নিয়ে আলোচনা করা হবে। এছাড়া, চীন ও লাতিন-আমেরিকান দেশগুলোর মধ্যে কৌশলগত পর্যায়ের সামরিক যোগাযোগ এবং বাস্তব সহযোগিতা জোরদারের উপায় ও পদ্ধতি নিয়ে আলোচনা করা হবে।

(প্রেমা/তৌহিদ)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040