Web bengali.cri.cn   
টাইফুন ওলিসন মোকাবিলায় ৫ পর্যায়ের জরুরী ত্রাণ ও উদ্ধার ব্যবস্থা গ্রহণ করেছে চীন
  2014-07-20 18:36:32  cri
জুলাই ২০: চীনের হাইনান, কুয়াং তোং ও কুয়াংসি প্রদেশে ওলিসন নামের ৯ নম্বর ভয়াবহ টাইফুন গত শুক্রবার ও শনিবার সকালে তিনবার করে আঘাত হানে।

আঘাতে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয় বিভিন্ন এলাকা। এতে চীন ৫টি পর্যায়ের জরুরী ত্রাণ ও উদ্ধার ব্যবস্থা গ্রহণ করেছে। তিনটি প্রদেশও কর্মগ্রুপ দুর্যোগ কবলিত এলাকায় পাঠিয়েছে।

কুয়াংতং প্রদেশের বেসামরিক প্রশাসন ব্যুরোর প্রাথমিক পরিসংখ্যান থেকে জানা গেছে, ওলিসন টাইফুনে তিন শহরের ১৫টি জেলায় ১০.৬ লাখ নাগরিক ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ৯৯ হাজার নাগরিককে অন্যত্র স্থানান্তর করা হয়েছে। ১৪০০টিরও বেশি বাড়িঘর ধসে পড়েছে এবং ১৫ হাজার বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে সরাসরি অর্থনৈতিক ক্ষতি হয়েছে প্রায় ১২৩০কোটি ইউয়ান রেনমিনপি।

কুয়াংসি চুয়াং জাতি স্বায়ত্তশাসিত অঞ্চলের বেসামরিক প্রশাসন ব্যুরোর প্রাথমিক পরিসংখ্যান থেকে জানা গেছে, পাঁচ শহরের ১৫টি জেলায় ১৫.০৩লাখ নাগরিক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কয়েকজন নিহতও হয়েছে। ১.৮৬ লাখ নাগরিককে অন্যত্র স্থানান্তর করা হয়েছে। ৫শ'রও বেশি বাড়িঘর ধসে পড়েছে, এতে সরাসরি অর্থনৈতিক ক্ষতি হয়েছে প্রায় ৪০কোটি ইউয়ান রেনমিনপি।

হাইনান প্রদেশের বেসামরিক প্রশাসন ব্যুরোর প্রাথমিক পরিসংখ্যান থেকে জানা গেছে, ২০টি জেলায় ১৩.১১ লাখ নাগরিক ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে একজন নিহত এবং চার জন নিখোঁজ হন। ১.৮২ লাখ নাগরিককে অন্যত্র স্থানান্তর করা হয়েছে। সরাসরি অর্থনৈতিক ক্ষতি হয়েছে প্রায় ৪৭৯কোটি ইউয়ান রেনমিনপি। (ছাই/টুটু ল)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040