Web bengali.cri.cn   
সি চিন পিংয়ের সঙ্গে আর্জেন্টিনার সিনেট ও প্রতিনিধি পরিষদের চেয়ারম্যানের সাক্ষাত
  2014-07-20 16:46:26  cri
জুলাই ২০: আর্জেন্টিনা সফররত চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে গতকাল (শনিবার) বুয়েন্স আয়ার্সে সেদেশের ভাইস প্রেসিডেন্ট ও সিনেটের প্রেসিডেন্ট আমাদো বোউদোউ এবং প্রতিনিধি পরিষদের চেয়ারম্যান জুলিয়ান ডোমিনগুয়েজ সাক্ষাত করেন।

সাক্ষাত্কালে সি চিন পিং বলেন, বর্তমানে দু'দেশের সম্পর্ক উন্নয়নের নতুন পর্যায়ে উঠে এসেছে। দু'দেশের উচিত পারস্পরিক গুরুত্বপূর্ণ অংশীদারি হিসেবে উন্নয়নের সুযোগ ধরে রেখে সহযোগিতা জোরদার করা, যাতে অভিন্ন উন্নয়ন সাধন করা যায়।

তিনি বলেন, সম্প্রতি চীনের জাতীয় গণ কংগ্রেস ও আর্জেন্টিনার কংগ্রেসের মধ্যে যোগাযোগ সুষ্ঠুভাবে উন্নত হচ্ছে। তিনি আশা করেন, দু'দেশের আইন প্রণয়নকারী সংস্থার মধ্যেও অব্যাহতভাবে যোগাযোগ জোরদার করা হবে।

বোউদোউ ও ডোমিনগুয়েজ বলেন, প্রেসিডেন্ট সি'র এবারের আর্জেন্টিনা সফরের মাধ্যমে দু'দেশের পারস্পরিক আস্থা ও সহযোগিতা বৃদ্ধি পেয়েছে। আর্জেন্টিনা 'চীনা স্বপ্ন'-এর ধারণা সমর্থন করে। দু'দেশের সহযোগিতা ও অভিন্ন উন্নয়ন উঠতি বাজারের দেশগুলো ও উন্নয়নশীল দেশগুলোর সহযোগিতা উন্নয়নের জন্য অনুকূল । আর্জেন্টিনার কংগ্রেস ও বিভিন্ন রাজনৈতিক দল চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়নকে সমর্থন করে বলেও উল্লেখ করেন তারা।

জানা গেছে, বোউদোউ ও ডোমিনগুয়েজ প্রেসিডেন্ট সি চিন পিংকে 'আর্জেন্টিনা কংগ্রেসের গৌরবময় সম্মানিত অতিথি'-এর মর্যাদা প্রদান করেছেন। এছাড়া,বোউদোউ সি চিন পিংকে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের ১০ নম্বর জার্সি প্রদান করেন। আর্জেন্টিনা জাতীয় দলের ১০ নম্বর খেলোয়াড় হলেন লিওনেল মেসি। (ছাই/টুটুল)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040