Web bengali.cri.cn   
মুক্তার কথা-১৪ জুন
  2014-07-17 14:22:00  cri


সুপ্রিয় বন্ধুরা, শুনছেন পেইচিং থেকে চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান 'মুক্তার কথা'। আর আপনাদের সঙ্গে আছি আমি আপনাদের বন্ধু মুক্তা।

আজকের প্রথম চিঠিটি লিখেছেন বাংলাদেশের কুমিল্লা জেলার আন্তর্জাতিক বাঁধন বেতার শ্রোতা সংঘের সভাপতি মোঃ সোহাগ বেপারী। তিনি তার ইমেলে লিখেছেন: মুক্তা আপু, ডাকাতিয়া নদীর তীরে কদম গাছে ফোঁটা কদম ফুলের শুভেচ্ছা নিবেন। সিআরআই-এর নামে ফেসবুকে একটি ফ্যান পেইজ খোলা হয়েছে দেখে আমি ও আমার শ্রোতা সংঘের সবাই খুশি হয়েছি। আশা করি সিআরআই-এর ফ্যান পেইজে প্রতিদিন আপডেটেড তথ্য পাবো। ধন্যবাদ সিআরআইকে।

আচ্ছা, সোহাগ বেপারী, আপনাকে ধন্যবাদ জানাই। আশা করি, আমাদের সকল শ্রোতা সিআরআই ফেসবুক ফ্যান পেইজের বন্ধু হবেন এবং এটি আমাদের সঙ্গে শ্রোতাদের যোগাযোগের একটা নতুন প্ল্যাটফর্ম হবে।

বাংলাদেশের বগুড়া জেলার পাইওনিয়ার রেডিও অ্যান্ড টিভি ক্লাবের সভাপতি এমএ বারিক তার ইমেলে লিখেছেন: আমার ভালোবাসা নিও। আমি সিআরআই-এর একজন পুরোনো শ্রোতা। চীন আন্তর্জাতিক বেতার আমাদের চীন তথা সারা দুনিয়া সম্পর্কে জানতে সাহায্য করে। এজন্য সিআরআই আমার প্রাণের বেতার। তাকে ছাড়া আমার জীবন যেন অচল। আমাদের দেশে অনেকের পত্রিকা পড়ার নেশা রয়েছে, আর আমার নেশা সিআরআই শোনা। ভালো লাগে সিআরআই এর সঙ্গে থাকতে।

আচ্ছা, বন্ধু এমএ বারিক, আপনাকে আমাদের প্রশংসা করার জন্য ধন্যবাদ জানাই। শ্রোতাদের উত্সাহে আমরা আরো সুন্দর অনুষ্ঠান তৈরী করতে পারবো, এই আশা করি। আরো আশা করি, আপনি নিয়মিত আমাদের অনুষ্ঠান শুনবেন, আমাদের ওয়েবসাইট ভিজিট করবেন এবং আমাদেরকে মতামত দেবেন। ধন্যবাদ।

বাংলাদেশের নাটোর জেলার শাওন ডিএক্স কর্নারের রাজিব কুমার মন্ডল লিখেছেন: সুপ্রিয় মুক্তা আপু, আমার ভালোবাসা ও শুভেচ্ছা নিন। এবারের বিশ্বকাপ ফুটবল আসরে আমি ব্রাজিলের সমর্থক। আশা করি, ব্রাজিল এবারের বিশ্বকাপ শিরোপা জিতবে। প্রিয় আপু, আমি জানতে চাই, এবারের বিশ্বকাপে আপনি কোন দলকে সমর্থন করছেন? আপনি জেনে খুশি হবেন যে, আগামী ২৬ জুন থেকে ৪ জুলাই পর্যন্ত আমাদের শাওন ডিএক্স কর্ণার ক্লাব একটি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে। আমাদের টুর্নামেন্টের লোগো এ ইমেইল এর এটাসমেন্ট এ সংযুক্ত করা হয়েছে। প্রিয় আপু আমাদের এ আয়োজনে আপনি সহ CRI এর সকল কলাকূশলী শ্রোতাবন্ধুরা আমন্ত্রিত। আগামীতে আমাদের ক্লাব ফুটবল টুর্নামেন্টের ছবি আপনাকে পাঠাবো। পরিশেষে আপনার সুস্বাস্থ্য ও সুখময় উজ্বল ভবিষ্যত্‍ কামনা করি। ভালো থাকবেন।

আচ্ছা, বন্ধু রাজিব কুমার মন্ডল, আসলে আমি ফুটবল বেশি বুঝি না। কিন্তু আমি তিন তিনবার ব্রাজিল ভ্রমণ করেছি। ব্রাজিল একটি খুবই সুন্দর দেশ এবং সেখানকার আবহাওয়া বাংলাদেশের মত। আমি ব্রাজিলকে পছন্দ করি, সেজন্য যদি আপনি আমাকে জিজ্ঞাস করেন, আমি কোন দলকে সমর্থন করি, তাহলে আমি বলবো, ব্রাজিলকে সমর্থন করি। আশা করি, ব্রাজিল এবারের বিশ্বকাপ জিতবে। আশা করি, অন্যান্য শ্রোতাও আপনার মতো বিশ্বকাপ ফুটবলে তাদের প্রিয় দল সম্পর্কে জানিয়ে আমাদের চিঠি লিখবেন। আপনারা ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছেন জেনে ভালো লাগলো। আপনাদের টুর্নামেন্টের সার্বিক সাফল্য কামনা করছি। আপনাকে চিঠি লেখার জন্য ধন্যবাদ জানাই।

বাংলাদেশের টাংগাইল জেলার শ্রোতা আব্দুল ওহাব প্রভাষক তার চিঠিতে লিখেছেন: মুক্তা আপু, মধু মাসের শুভেচ্ছা নিবেন। সময়ের অভাবে অনুষ্ঠান শুনতে খুব একটা পারি না। তবে গত মুক্তার কথায় পাবনার ডা এস এম এ হান্নান সাহেবের অডিও মতামত চমত্কার লেগেছে। এ বছর কি কোন প্রতিযোগিতার আয়োজন করা হবে? ভাল থাকুন।

বন্ধু আব্দুল ওহাব প্রভাষক, আপনাকে চিঠির জন্য ধন্যবাদ জানাই। এ বছর প্রতিযোগিতা আয়োজনের পরিকল্পনা অবশ্যই রয়েছে। আমি আগের অনুষ্ঠানগুলোতে বলেছি যে, প্রতিযোগিতার ঘোষণা শিগগিরই দেওয়া হবে এবং তা মুক্তার কথা ওয়েবপেজেও দেওয়া হবে। আশা করি, সকাল শ্রোতা প্রতিযোগিতায় অংশ নেবেন। ধন্যবাদ।

বাংলাদেশের ফরিদপুর জেলার ওয়াল্ড রেডিও লিসনার্স ক্লাবের এম এম গোলাম সরোয়ার তার চিঠিতে লিখেছেন, ....

আমাদের পুরাতন বন্ধু এম এম গোলাম সরোয়ার, আপনার চিঠি আমাকে অনেক মুগ্ধ করে। আপনি বহু বছর ধরে নিয়মিত আমাদের অনুষ্ঠান শুনে আসছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। যদিও অধিকাংশ শ্রোতার সঙ্গেই আমাদের সামনা-সামনি দেখা হয়নি, তথাপি আমরা কিন্তু আমাদের শ্রোতাদের সিআরআই পরিবারের সদস্য হিসেবেই দেখি এবং ভালোবাসি। আমাদের সিনিয়ার সহকর্মীরাও একই মনোভাব পোষণ করেন। আমি আপনার শুভেচ্ছা তাঁদেরকে জানাবো। আপনাকে আবারো ধন্যবাদ জানাই।

গান

ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার ইন্টারন্যাশনাল মিতালি লিসনার্স ক্লাবের মহ: হাফিজুর রহমান লিখেছেন: প্রথমেই আমার ও আমাদের শ্রোতা সংঘের সকলের পক্ষ থেকে আন্তরিক সালাম ও লাল গোলাপ শুভেচ্ছা জানাই। আমি নিয়মিত চীন অন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান শুনছি। আমাদের শ্রোতা সংঘের প্রত্যেক সদস্য চীন আন্তর্জাতিক বেতারের অনুষ্ঠান ও ওয়েবসাইট অত্যন্ত পছন্দ করে। বিশ্ব সংবাদসহ সাপ্তাহিক অনুষ্ঠানমালা যেমন, সাহিত্য ও সংস্কৃতি, এশিয়া টুডে, মুক্তার কথা, দৃষ্টির সীমানায়, লাভক্ষতি, চলুন বেড়িয়ে আসি, পুবের জানালা, স্বাস্থ্য ও জীবন, আলো-ছায়া, চলতি প্রসঙ্গ, সুরের ধারায়, বাংলায় গল্প আমাদের গল্প, কনফুসিয়াস ক্লাসরুম ইত্যাদি সব অনুষ্ঠানই এক কথায় বলতে গেলে অনবদ্য, অনেক অনেক তথ্যসমৃদ্ধ ও বস্তুনিষ্ঠ। আমাদের জন্য সুন্দর, আকর্ষণীয়, মনোগ্রাহী ও অসাধারণ অনুষ্ঠান পরিবেশনার জন্য অনেক অনেক ধন্যবাদ। পরিমার্জনের পর বর্তমানে সি.আর.আই. ওয়েবসাইটের মূল পৃষ্ঠায় সাপ্তাহিক অডিও ফাইল থাকছে না, যা কিনা আগে থাকতো। ফলে ইন্টারনেটে অনুষ্ঠান শোনার জন্য আমাদের অসুবিধা হচ্ছে। আশা করি, শীঘ্রই প্রথম পৃষ্ঠায়/মূল পৃষ্ঠায় সাপ্তাহিক অনুষ্ঠানের অডিও ফাইল আগের মতোই পেয়ে যাব। ভালো থাকবেন।

আচ্ছা, হাফিজুর রহমান, আপনাকে নিয়মিত আমাদেরকে মতামত দেয়ার জন্য ধন্যবাদ জানাই। আমাদের ওয়েবসাইটে আগে সাপ্তাহিক অনুষ্ঠানের অডিও থাকতো, এ কথা ঠিক। কিন্তু অনেক শ্রোতা অভিযোগ করেছেন যে, প্রথম পৃষ্ঠায় অডিও ফাইল থাকলে গোটা পৃষ্ঠাটি ডাউনলোড হতে বেশি সময় লাগে। সেজন্য আমরা মূল পৃষ্ঠায় অনুষ্ঠানগুলোর অডিও আপলোড করা থেকে বিরত থাকছি। কিন্তু প্রতিটি অনুষ্ঠানে নিজস্ব পেইজে কিন্তু অডিও ফাইল দেওয়া হয়। আপনারা যারা ওয়েবপেইজ থেকে অডিও শুনতে আগ্রহী, তার সংশ্লিষ্ট অনুষ্ঠানের পেইজ ভিজিট করতে পারেন। ধন্যবাদ।

ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার শ্রোতা দেবাশীষ গোপ তাঁর মতামত অডিও ফাইলের মাধ্যমে আমাদের কাছে পাঠিয়েছেন। এখন আমি তাঁর মতামতসমৃদ্ধ অডিও ফাইলটি শোনাবো।

....

আচ্ছা, দেবাশীষ গোপ, আপনাকে অডিওর জন্য ধন্যবাদ জানাই। আশা করি, আরো বেশি শ্রোতা আমাদেরকে অডিও ফাইলের মাধ্যমে মতামত পাঠাবেন।

ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার হামিম হোসেন মণ্ডল (বুলবুল) তার ইমেলে লিখেছেন: সালাম নেবেন। একটি স্বরচিত কবিতা পাঠালাম। এখুনি লিখলাম। পাঠ করে শোনাবেন যদি হয় কবিতা আর লাগে ভালো।

আচ্ছা, আমি এখান তাঁর কবিতা পড়ে শোনাবো। তাঁর কবিতার শিরোনাম হল 'সে কখন এসেছে?'

শূন্য হৃদয়ে অলস দুপুরে

নিঃস্বঙ্গ ঘরে জানালার ধারে

বসে, মনে পড়ে যায় তারে —

"না ডাকিলে যারে পাওয়া যায়"।

— সে কখন এসেছে?

না ডাকিতেই রবি ঠাকুর পেয়েছিলেন যারে

তাঁর কবিতা, গানে, ছন্দে, সুরে।

— সে কখন এসেছে?

তরী নিয়ে পানি পথে

তীর যখন দিগন্তে রবে,

বাতাস হঠাত জোরে ব'বে।

তখন, মনে পড়ে যায় তারে —

"না ডাকিলে যারে পাওয়া যায়"।

— সে কখন এসেছে?

বালিয়াড়ি পায়ে ঠেলে,

বহুদূর পথ চলে,

তেষ্টায় বুক জ্বলে।

তখন, মনে পড়ে যায় তারে —

"না ডাকিলে যারে পাওয়া যায়"।

— সে কখন এসেছে?

কবিতাটি সুন্দর হয়েছে। বন্ধু হামিম হোসেন মণ্ডল (বুলবুল) নিয়মিত আমাদের কবিতা লিখে পাঠান। এ জন্য তাকে অনেক ধন্যবাদ। আশা করি, অন্য শ্রোতারও তার মতো কবিতা, গান, ছড়া ইত্যাদি লিখবেন এবং আমাদের কাছে পাঠিয়ে দেবেন। ধন্যবাদ।

প্রিয় শ্রোতা, সময় ফুরিয়ে এলো। এবার বিদায় নিতে হবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শুনতে থাকুন চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান। আর হ্যাঁ, আমাদের চিঠি লিখতে ভুলবেন না।

আমাদের ই-মেইল ঠিকানা হচ্ছে ben@cri.com.cn এবং আমার নিজস্ব ইমেইল ঠিকানা হল caiyue@cri.com.cn। 'মুক্তার কথা' অনুষ্ঠান সম্পর্কিত ই-মেইল আমার নিজস্ব ই-মেইল ঠিকানায় পাঠালে ভালো হয়। আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিনে, একই সময়ে আবার আপনাদের সঙ্গে কথা হবে। ততক্ষণ সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। (ছাই/আলিম)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040