Web bengali.cri.cn   
ভালোবাসায় ভরপুর জগত
  2014-07-08 08:36:40  cri

চীনের সাংস্কৃতিক ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ চারটি উপন্যাস হলো: 《三国演义》、《水浒传》、《西游记》、《红楼梦》, আজকের অনুষ্ঠানে 《红楼梦》উপন্যাসটি নিয়ে চীনের পেইচিং বিশ্ববিদ্যালয়ের সাহিত্য বিভাগের একজন বিশেষজ্ঞ ইয়ে লাং'র একটি পর্যালোচনা প্রবন্ধ বন্ধুদের জন্য অনুবাদ করবো।

红楼梦হলো চীনের ক্ল্যাসিক্যাল সাহিত্যের উন্নয়ন ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ উপন্যাস। এতে চীনের ছিং রাজবংশের সামন্ততান্ত্রিক অভিজাততন্ত্রের দুর্নীতি প্রকাশ করা হয়েছে। উপন্যাসে প্রধানত একটি অভিজাত পরিবারের গল্প, এর অর্থনৈতিক, রাজনৈতিক ও পারিবারিক সম্পর্কের কথা তুলে ধরা হয়েছে। উপন্যাসটির একটি পর্ব এ রকম।

হেই সান গ্রামের এক নিম্নবিত্ত মানুষ, অভিজাত সম্প্রদায় পরিবারে ভাড়া নেয়। সে বছরটি তার জন্য ভালো ছিল না। আবহাওয়া ভালো না থাকায় ফসল ভালো হয়নি। এতে তার বড় লোকসান হয়। একে তো তার আর্থিক অবস্থা ততটা ভালো না। তার ওপর ভাড়া দেয়া। সে ভাড়াও ছিল অনেক। এক হাজার দান চাউল, (৫০ কেজিতে এক dan) ১৭ হাজার কেজি অলাত, চিংড়ি শুটকি এক'শ কেজি, ভালুকের থাবা ২০ জোড়া, ভালুকের থাবা ২০ জোড়া, হরিণ ও শিয়ালের জিহ্বা ৫০টি করে , ২৫ কেজি সামুদ্রিক শসা, হাঁস, মুরগী, রাজহাঁস ৬টি করে, একশ' মেষ। এছাড়াও ২ হাজার ৫'শ লিয়াং (ছিং রাজবংশে এক লিয়াং= ১৭০ইউয়ান)।

এত বেশি পরিমাণ পণ্য ও টাকা হওয়ার পরও তার অভিজাত মালিক সাহেব চিয়া খুবই অসন্তুষ্ট। সে বলে, "এ বছর তুমি অন্তত ৫ হাজার লিয়াং দেবে কারণ এত অল্প নিয়ে আমার কিছু হবে না।"

অভিজাত পরিবারগুলোর অবস্থা এরকমই। বাইরে থেকে দেখতে ভালো কিন্তু ভেতরে তাদের নানা রকম পাপ ও লোভ রয়েছে।

কিন্তু, সাধারণত মানুষের কাছে 红楼梦 একটি ভালবাসার উপন্যাস, এর লেখক ছাও সুয়েই ছিন আসলে 'ভালোবাসায় ভরপুর জগত' খুঁজতে চান। কিন্তু, বাস্তব জীবনে সব সময় বসন্তকাল থাকে না। সেজন্য এ বইতে অপরাধের ঘটনাগুলো বাদ দিলে যা পাওয়া যায় তা হলো একটি 'ভালোবাসা ভরপুর জগত' বা 'তা কুয়ান ইউয়ান'। 'তা কুয়ান ইউয়ান' একটি আদর্শ বিশ্ব, একটি স্থায়ী বসন্তকালীন বিশ্ব। এতে সুন্দর ছেলে মেয়ে, সুন্দর সুন্দর দৃশ্য আছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ, এতে ভালবাসা আছে। কিন্তু, এ বিশ্ব বাইরের বিশ্বের নেতিবাচক প্রভাব এড়িয়ে যেতে পারে না।‌ বইয়ের প্রধান চরিত্র লি তাই ইয়ু'র কবিতা এ রকম: 一年三百六十日,风刀霜剑严相逼。এর অর্থ, এক বছর ৩৬০ দিন। প্রতিদিন বাতাস, ছুরি, তুহিন, তরবারি...বিভিন্ন রকমের নির্যাতন সামগ্রী (রূপক অর্থে)।

তখনকার বিশ্বে, ভালবাসা ছিল অপরাধ। 'তা কুয়ান ইউয়ান'র সুন্দর ছেলেমেয়েদের এক পর এক ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে। ছিং ওয়েনকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে, ফাং কুয়ান সন্ন্যাসিনীর পথ বেছে নিয়েছে, সি ছি দেয়ালে মাথা ঠুকে মরেছে, ইউয়ান ইয়াং গলায় দিয়েছে ফাঁস, ইউও এ চিয়েও আত্মহত্যা করেছে, ইউও সান চিয়ে তার ঠোঁট কেটে ফেলেছে, লিন তাই ইয়ু প্রতিদিন কাঁদতে কাঁদতে শরীর ক্ষয় করে অবশেষে মারা গেছে। সেই ভালোবাসা পরিপূর্ণ সুন্দর জগত একেবারেই ভেঙ্গে গেছে।

চীনের একজন বিখ্যাত লেখক লু সুন বলেছিলেন, জীবনের সুন্দর তাত্পর্য হলো, সবকিছু ধ্বংস করে মানুষকে দেখানো। আর সেটিই করে বিয়োগান্ত নাটক।

 

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040