Web bengali.cri.cn   
আলোছায়া
  2014-06-26 19:05:58  cri


বাংলাদেশের নঁওগা জেলার 'ফ্রেন্ডস রেডিও ক্লাবের' প্রেসিডেন্ট দেওয়ান রফিকুল ইসলাম রানা তাঁর ইমেইলে লিখেছেন:

TO.

Dear Radio Friends,

Hi,

Hope you are all keeping fine. Here in I am fine. But the weather here is very hot.

How is the weather your outside the studio?

Thank you again for your very useful and informative programs and webpage which I really enjoy the news and other programs.

সুপ্রিয় লিলি আপু ,

আমার আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা নিন | আশা নয় দৃঢ় বিশ্বাস CRI এ আপনার সকল সহকর্মীদের নিয়ে কুশলেই দিনাপাত করছেন | প্রিয় আপু, আমিও আমাদের ক্লাবের সকল সদস্যদের নিয়ে বেশ ভালো আছি | প্রিয় আপু, ৫ জুন এর 'আলোছায়া' অনুষ্ঠানে আমার চিঠি সহ 'বুনাই বিয়ার্স' নাটকের তথ্য প্রতিবেদন পরিবেশনা দারুণ উপভোগ করলাম |আপনার সুচিন্তিত পরামর্শ আমার জীবনে অনেক কার্যকর | আপু, আপনি জেনে খুশি হবেন যে, আমার ডিপ্লোমা ইন ইন্জিনিয়ারিং এর ৭ম পর্ব মধ্য পরীক্ষা বেশ ভালো হয়েছে ! আর কিছু দিন পরেই শুরু হতে যাচ্ছে পর্ব সমাপনী পরীক্ষা | আপনি আমার জন্য দোয়া / প্রার্থনা করবেন ; আমি যেন ভবিষ্যতে আরো উচ্চ শিক্ষা গ্রহণ করতে পারি এবং দক্ষ ইন্জিনিয়ার হতে পারি |চলতি বছরেই আমার ডিপ্লোমা ইন্জিনিয়ারিং কোর্স শেষ হবে |আপনার অনুষ্ঠানের আরো জনপ্রিয়তা কামনা করি | পরিশেষে আপনার সুস্বাস্থ্য , সুখী সমৃদ্ধ দীর্ঘায়ু কামনায় এখানেই পত্রের ইতি টানছি |

ইতি ,

রাজীব কুমার মণ্ডল, নাটোর , বাংলাদেশ |

ভারতের পশ্চিম বঙ্গের দক্ষিণ দিনাজপুরের 'ইন্টারন্যাশনাল রেডিও লিসেনার্স ক্লাবের' সিআরআই শ্রোতা ইউনিটের সম্পাদক দেবাশীষ গোপ তাঁর ইমেইলে লিখেছেন,

সুপ্রিয় লাবণ্য দিদি/টুটুল ভাইয়া

নি হাও। এখন 'আলোছায়া' নতুনভাবে একটু গল্পচ্ছলে আপনাদের দু'জনের উপস্থাপনায় আমার খুবই ভালো লাগছে। ১২ই জুনের আলোছায়াতে আমার একটি ই পত্রের উত্তর দেওয়ার জন্য অশেষ ধন্যবাদ। আজকে দঃ কোরিয়ার সাসপেন্স ও থ্রিলার ছবি 'ডায়েরি অব জুন'-এর গল্পটিতে ছেলেটির ডায়েরিতে লেখা প্রতারণাকারীদের হত্যার কথায় বিস্মিত হলাম। ক্যাপসুলের ভেতরে কাগজের লেখাটি হত্যার পরবর্তী লক্ষ্য লেখা থাকতো। ছবিতে যে সামাজিক সমস্যা দেখানো হয়েছে তা আমাদের দেশে র‍্যাগিংয়ের মতো ব্যাপার মনে হয়েছে। সহিংস আচরণ কাম্য নয়। ছেলেটির আত্মহত্যার কারণ ও যে মা তা এই ছবিটির একটা আলাদা দিক। অনুষ্ঠানে আরও আবহ সঙ্গীত বাজালে আকর্ষণ বাড়তো বলে মনে করি।

লিলি লাবণ্য দিদির সুরে আমিও বলতে চাই যে, শিশুরা জাতির ভবিষ্যত।তাদের সুন্দর জীবনের জন্য সবাইকে যত্নশীল হতে হবে। আমি ভারতীয় ছবি 'হলিডে' সম্বন্ধে জানতে আগ্রহী।

গোলাম ফারুক নামের এক শ্রোতা তাঁর ইমেইলে লিখেছেন,

আচ্ছালামুআলাইকুম, কেমন আছেন?আশা করি চীন আন্তর্জাতিক বেতারের সকল কর্মীরা ভাল আছেন। আমি 'আলোছায়া' অনুষ্ঠানটি খুবই পছন্দ করি। সুন্দর সুন্দর অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।আশা করি ভবিষ্যতেও সুন্দর অনুষ্ঠান প্রচার করবেন।

বাংলাদেশের বগুড়া জেলার মো: সাইফুল ইসলাম তাঁর ইমেইলে লিখেছেন,

প্রিয় লিলি আপু,

আমার আন্তরিক প্রীতি আর শুভেচ্ছা গ্রহণ করবেন। আশা করি, আপনারা সিআরআই পরিবারের সবাই অত্যন্ত ভালো আছেন। আমি আপনার সুন্দর উপস্থাপনায় চলচ্চিত্র বিষয়ক অনুষ্ঠান 'আলোছায়া' অনুষ্ঠানটি নিয়মিতভাবে শুনে থাকি। এশিয়া এবং বিশ্ব চলচ্চিত্রের নানা খবরা-খবর জানা যায় এ আসরটি থেকে। গত ১৬ই জানুয়ারির 'আলোছায়া' অনুষ্ঠানে বৃটেনের একটি চলচ্চিত্রের সাথে আমাদের পরিচয় করে দিলেন আপনি। আর এ চলচ্চিত্রের নাম ছিলো 'প্রিজেট জনস এর ডায়েরী'। ভালো লাগলো এ চলচ্চিত্রের উপর সুন্দর আলোচনাটি।

লিলি আপু, আমি আপনাকে এর পূর্বেও লিখেছিলাম এবং আজও লিখছি, আমি চীনের প্রাচীন চলচ্চিত্র নিয়ে আলোচনা শুনতে চাই। অর্থাত্ চীনের প্রথম চলচ্চিত্রের নাম কি ছিলো? এবং তা কত সালে নির্মিত হয়? আর এ চলচ্চিত্রের কাহিনী কি ছিলো ইত্যাদি ইত্যাদি। আশা করি এ সম্বন্ধে আগামীতে আপনার মাধ্যমে বিস্তারিত জানতে পারবো। আপনি ভালো, সুস্থ এবং সুন্দর থাকবেন।

বাংলাদেশের রাজশাহী জেলার মো: এনামুল হক তাঁর ইমেইলে লিখেছেন,

সুপ্রিয় লিলি আপু ;

আপনাদের CRI বাংলা বিভাগের সবার প্রতি 'বসন্ত উত্‍সবের' শুভেচ্ছা রইল । আশা রাখি সবাই ভাল আছেন । 'আলো ছায়া' আমার প্রিয় অনুষ্ঠান । ৩০, জানুয়ারির অনুষ্ঠানে- "দ্য সাউন্ড অব মিউজিক" শিরোনামের যুক্তরাষ্ট্রের চলচ্চিত্র সম্পর্কে অনেক মূল্যবান তথ্য জানতে পারলাম । 'দ্য সাউন্ড অব মিউজিক' চলচ্চিত্রটি ১৯৬৫ সালে মুক্তি পায় এবং পরবর্তীতে বিভিন্ন ভাষায় অনূদিত হয় । প্রদর্শনের পর সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি হয় । ১৯৬৬ সালে শ্রেষ্ঠ চলচ্চিত্র এবং শ্রেষ্ঠ পরিচালকের পুরস্কারসহ অস্কারের বিভিন্ন বিভাগে মোট পাঁচটি পুরস্কার জিতে নেয় । এ ছবির 'আই হ্যাভ কনফিডেন্স' গানটি সবচেয়ে ভাল লেগেছে । পরবর্তীতে আরও সুন্দর চলচ্চিত্রের বর্ণনা শ্রোতাদের সামনে তুলে ধরতে পারবেন বলে আশা পোষণ করছি । পরিশেষে, চীনা জনগণকে বসন্ত উত্‍সবের শুভেচ্ছা জানিয়ে এবং মঙ্গল কামনা করে লেখা শেষ করছি ।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040