Web bengali.cri.cn   
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী চিয়া ওয়ে ও তার Reality Room Escape গেম ব্যবসা
  2014-06-25 10:46:08  cri


(শিশির)বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষে পড়ুয়া একজন সাধারণ শিক্ষার্থীর জীবন কেমন? হ্যা, সে প্রতিদিন ক্লাশে যায়, আবাসিক হলে সময় কাটায় এবং মাঝে মাঝে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেয়। কিন্তু আমাদের চিয়া ওয়ে কোনো সাধারণ শিক্ষার্থী নয়। সে খানিকটা ভিন্ন। বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের ছাত্র হয়েও সে এখন রীতিমতো ব্যবসায়ী।

প্রিয় শ্রোতা, আপনাদের অনেকেই 'রিয়েলিটি রুম এসকেইপ' ভিডিও গেমস খেলে থাকবেন। আজকাল বাস্তবেও এ গেম খেলা যায়। চীনের বিভিন্ন স্থানে এ গেমস খেলা যায়। আপনি নির্দিষ্ট স্থানে গেলে আপনাকে একটা কক্ষে তালাবদ্ধ করে দেওয়া হবে। আপনি রুমের মধ্যে থাকা বিভিন্ন ক্লু-র ভিত্তিতে খুঁজে বের করবেন চাবি, তারপর বের হয়ে আসবেন রুম থেকে। নির্দিষ্ট সময়ের মধ্যে বের হয়ে আসতে পারলে আপনি বিজয়ী হবেন। এই খেলা দলবদ্ধভাবেও খেলা যায়।

তো, আমাদের চিয়া ওয়ে তেমনি একটি বাস্তব গেমসের ব্যবসার সঙ্গে জড়িত। নিজেই এই গেমসের ব্যবসা করছেন তিনি। চলুন তার গল্প শুনি।

চিয়া ওয়ে কিন্ত হঠাত করেই ব্যবসার ধারণা পেয়েছেন তা নয়। যখন তিনি মাধ্যমিক স্কুলের ছাত্র, তখন থেকেই তার মাথায় ব্যবসার চিন্তা ঢুকে পড়ে। এ সম্পর্কে তিনি বললেন- "আমি তথাকথিত ভালো ছাত্রদের মতো কখনোই চিন্তা করতে পারিনি। বরং উল্টোটা ভেবেছি। আমার কাছে পরীক্ষায় প্রথম স্থান অর্জন করা কখনোই কোনো অর্থবহ কিছু ছিল না।"

মাধ্যমিক স্কুলে প্রবেশ করার পর একবার তিনি একটি শিক্ষা প্রতিষ্ঠানে কাজ করার সুযোগ পান। এ শিক্ষা প্রতিষ্ঠান স্থানীয় বিখ্যাত একটি প্রতিষ্ঠান। দশ-বারো জন লোক শূন্য থেকে শুরু করেছিলেন এই প্রতিষ্ঠান। এখন এর দশটি শাখা আছে। প্রতিষ্ঠানের হয়ে কাজ করার সময় চিয়া ওয়ে অর্জন করেন এক চমত্কার অভিজ্ঞতা। প্রতিদিন তিনি বিভিন্ন প্রাথমিক স্কুলে ওই শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষে প্রচারণা চালাতেন এবং শিক্ষা প্রতিষ্ঠানের জন্য ছাত্র-ছাত্রী জোগাড় করতেন। এ কাজই তাকে নিজে থেকে ব্যবসা করার অনুপ্রেরণা যোগায়। তখন থেকেই ব্যবসার ওপর চিয়া পড়াশোনা শুরু করেন। তিনি অনেক শিল্পপতির ওপর লেখা বই পড়েন এবং অনেককিছু শেখেন। এ সম্পর্ক চিয়া ওয়ে বলেন- "সফল শিল্পপতি হতে হলে চ্যালেঞ্জ মোকাবিলা করার সাহস থাকতে হবে। ব্যবসা করতে গেলে, প্রথম ৫ থেকে ১০ বছর সাফল্য না-ও আসতে পারে। কিন্তু এ সময় হাল ছেড়ে দিলে চলবে না। হাল ছেড়ে দিলে বড় ব্যবসায়ী হওয়া যায় না। এসময় মনোবল ধরে রাখা খুবই গুরুত্বপূর্ণ।"

তখন থেকেই চিয়া ওয়ের মনে বড় ব্যবসায়ী হবার আশা জাগ্রত হয়। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর সে শুধু লেখাপড়ার নিয়ে ব্যস্ত থাকেনি, বরং ব্যবসার সুযোগ খুঁজতেও ছিল ব্যস্ত। সে ব্যবসা সম্পর্কে প্রচুর পড়াশোনা করেছে এবং ব্যবসার সুযোগ-সুবিধার ওপর নজর রেখেছে।

এমনি করে একদিন চিয়া Reality Room Escape গেম নিয়ে ব্যবসার করা ধারণা পেয়ে যায়। সে জানতে পারে যে, অল্প পুঁজি বিনিয়োগ করেই এ ব্যবসায় ভালো আয় করা যায়। সে ও তার সহপাঠি স্কুলের কাছে একটি Reality Room Escape গেম ভবনে যায় এবং গেম খেলে। গেমের ওই দোকানটি তার মনে গভীর ছাপ ফেলে। চিয়া ওয়ে বলেন- "তারা শুধু একটি রুমকে সাজিয়ে-গুছিয়ে নিয়েছে। অথচ তাদের ব্যবসা খুব ভালো।"

তখন পেইচিংতে এ ধরনের ৬০ থেকে ৭০টি Reality Room Escape গেমের দোকান ছিল। চিয়া বাজার যাচাই করলো এবং ব্যবসার পরিকল্পনা করল। তারপর কয়েকজন বন্ধু মিলে চালু করলো নিজেদের Reality Room Escape গেমের দোকান।

চিয়া ওয়ের Reality Room Escape গেমের দোকানের নাম 'J poker'। তার দোকানে দুটি রুম সাজানো। একটি রুমের নাম 'রাজার লাইব্রেরি' এবং অন্যটির নাম 'রাজকুমার কারাগার'। চিয়া ওয়ে বলেন- "এ ব্যবসার খরচ বেশি নয়। রুম সাজানো এবং প্রচারের কাজে কিছু অর্থ লাগে। ব্যবসা শুরু হয়ে গেলে, খরচ কমে আসে।"

'J poker' ভালভাবে চলছে। কিন্তু চিয়া ওয়ের জন্য একটা শুধু একটি সূচনা মাত্র। Room Escape গেমের মতো রিয়েল লাইফ গেমের উন্নয়নের অবকাশ বড় এবং এ ব্যবসা এখনও একটি শিল্পে পরিণত হয়নি। চিয়া ওয়ের আশা, একদিন এ ব্যবসা একটি সাংস্কৃতিক শিল্পে পরিণত হবে। চিয়া ওয়ে বলেন-

"আসলে এ ব্যবসার সুপ্ত শক্তি অনেক। যেমন, মানসিক রোগীদের চিকিত্সায় বা টিম স্পিরিট গড়ে তোলার ক্ষেত্রে এধরনের গেম ইতিবাচক ভূমিকা রাখতে পারে। "

গত শতাব্দীর ৯০-এর দশকে জন্মগ্রহণকারী চিয়া ওয়ে জানেন যে ভবিষ্যতে তার স্বপ্ন বাস্তবায়িত হবে এবং এ জন্য তাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। চিয়া ওয়ে বলেন- "আমার মতে একটি কাজ শুরু করলে জেদ ধরা উচিত। ব্যবসা করার আগে আমি জানতাম না এমন ছোট-খাটো বিষয় আমার জীবনের গুরুত্বপূর্ণ বিষয়ে পরিণত হয়েছে। ছোট ছোট বিভিন্ন কাজ আমাকে উন্নত থেকে উন্নততর করেছে এবং আমি বড় হচ্ছি।"

আজকাল সাহসী মানুষ পাওয়া যায়। কিন্তু সাহসী হবার পাশাপাশি প্রয়োজন সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য মনে জেদ থাকা। এই জেদ থাকাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আশা করি, অধিক সংখ্যায় মানুষ চিয়া ওয়ের মতো নিজের স্বপ্ন বাস্তবায়নের জন্য সাহস নিয়ে প্রথম পদক্ষেপ নেবেন এবং সামনে এগিয়ে যেতে থাকবেন।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040