Web bengali.cri.cn   
আমার মনের ভালোবাসা
  2014-06-17 17:10:32  cri

প্রতিদিন মন্দিরে, আমি প্রার্থনা করি, বই পড়ি ও কাজ করি। ধীরে ধীরে, বিপরীত লিঙ্গ সম্পর্কে আমার আগ্রহ কমে যায়। যখন অন্য মানুষের সঙ্গে থাকি, কখনো তার সম্পর্কে ভিন্ন কিছু মনে হয় না।

ভালবাসা, আমার কাছে সৌভাগ্যের মতো। ভালবাসা বরফতুল্য আবার উষ্ণ। ভবিষ্যতের সুন্দর কিছুর জন্য বর্তমান সময়কে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। বর্তমান সময়কে মূল্য না দিলে আমরা ভবিষ্যতে কিভাবে সুন্দর ফলাফল প্রত্যাশা করবো?

আমরা সবসময় আশা করি যে, আমাদের প্রেমিক/ প্রেমিকা সুন্দর হবে। কিন্তু কিভাবে সেই সৌন্দর্যের অনুভূতি বজায় রাখবো ? দুর্ভাগ্যজনকভাবে আমরা শুধু সুন্দর জিনিস বা মানুষকে দখলে রাখতে চাই। কিন্তু এটা ঠিক নয়। বাহ্যিক সৌন্দর্যটাই সব কিছু নয়।

চীনের প্রাচীন এক রাজা পৌরাণিক একটি পাখি ছিলো। তিনি পাখিটিকে খুব পছন্দ করতেন। পাখিটিকে কাছে রেখে ভালো খাবার দেন, গান শোনান। কিন্তু তিনি ভুলে গেছেন যে, পাখির সবচেয়ে প্রিয় হলো খোলা আকাশ। একটি ছেলে সে পৌরাণিক পাখিটি দেখেছে। পাখিটির সুন্দর রঙ তাকে আকর্ষণ করে। তখন সে দেবতার কাছে প্রার্থনা করে। কিন্তু সে জানে না যে কী প্রার্থনা করছে। সে শুধু পৌরাণিক ওই পাখিটির প্রতি তার অন্তরের সম্মান জানায়। এরপর ছেলেটি সাধনা শুরু করে। অনেক বছর পর একটি ড্রাগন নিয়ে মেঘের মধ্যে দিয়ে উড়ে বেড়ায়। কিন্তু সে মাঝে মাঝে ভিক্ষুর বেশ ধরে রাস্তায় ঘুরে ঘুরে গান গায়। সে গানের মাধ্যমে মানুষকে ভালো কাজের তাগিদ দেয়।

এক রাতে, সে আবার রাস্তায় নেমে আসে। পৌরাণিক পাখির কথা মনে করে সে রাজার সমাধির সামনে দাঁড়ায়। সে সমাধি ছিলো খুবই বিশাল। ছেলেটি একটু দাঁড়ায়,তারপর গান গেয়ে ওঠে: "সে চলে গেছে, আমি রয়েছি একা। একদিন আমিও চলে যাবো। তখন তুমি কি চিরদিনের মত থাকবে?"

সে চলে গেছে, আমার মনে ছাপ ফেলে ছাপ ফেলে। যখন আমিও চলে যাবো, তখন আমরা অমর হবো। জীবনে একাকীত্বের অবসান হয় ভালোবাসায়। ভালোবাসার ছোঁয়ায় জীবন হয়ে ওঠে উজ্জ্বল।

"君子和而不同",需遗忘形骸,寻 求那相与中的灵动,成长中的默契。

ভালোবাসা, মানুষকে পূর্ণ করবে। নিজেকে হারানো তো ভালোবাসা নয়, তা শুধু ভালোবাসার একটি দিক। এরকম সম্পর্ক মানুষের মনের গভীরে প্রবেশ করতে পারে না।

অন্য মানুষের বিশেষ গুণ থেকে শিক্ষা নেয়া উচিত। ধৈর্য নিয়ে তাদের ত্রুটি দূর করা উচিত। দু'টি ভিন্ন হৃদয় বসন্তকালের ফুলের মত। অভিজ্ঞতাগুলো হলো ফুলের জমি ও সার।

সুন্দর মুখের পরিবর্তন হয়, বার্ধক্য আসে, প্রতি দিন একটু একটু করে। প্রতি মাসে, প্রতি বছর...তারুণ্যের পর অনেক সুন্দর প্রতিশ্রুতিও বিলীন হয়ে যায়। প্রতিশ্রুতি চিরদিনের মত থাকে না, তা শুধু অল্প সময়ের অনুভূতি মাত্র। তবে বিশ্বাস, জীবনের ইচ্ছা ও দিক চিরস্থায়ী হয়। যদি আমারা গভীরভাবে বিশ্বাস করি তাহলে নিজেকে ধরে রাখতে পারবো। কখনই হারিয়ে যাবো না।

ভালোবাসায় আমরা পরস্পরের ওপর নির্ভর করি, তবে আমরা ভুলে গেছি যে নিজের জীবনে শুধু নিজের শক্তি নিয়ে নিজের ওপর নির্ভর করতে পারি। কারণ আমরা খুব একাকী, আমাদের মনের শক্তি যথেষ্ট নয়। আমরা আশা করি যে ভালোবাসার মানুষের স্পর্শে নিজেকে পরিপূর্ণ করবো। তাই যখন সে মানুষকে হারাই, আমাদের মনে কি আগের চেয়ে আরো বেশি একাকীত্ব অনুভব করে না?

ভালবাসার শুরুতেই সবসময় নাজুক ও স্পর্শকাতর হয়। ভালোবাসা গভীর ও মজবুত হলে এ বিশ্ব পরিবর্তন হয়ে যায়। এছাড়া, বিশ্বের সঙ্গে যোগাযোগ থাকে না বলে আমরা একাকীত্ব অনুভব করি। ভালবাসার মাধ্যমে ভিন্ন আরেকটি জীবনের সঙ্গে গভীর যোগাযোগ স্থাপিত হয়। এ যোগাযোগ বজায় রাখার জন্য প্রচেষ্টা চালানো প্রয়োজন।

কখনো কখনো আমাদের মনে হয়, প্রতিটি মানুষই আমাদের কাছের। কিন্তু সেটি সত্য নয়। ভালবাসায় দু'জন মানুষকে অনেক কাছে এনে দেয়। পরস্পরের কাছে নিজেকে সরল ভাবে প্রকাশ করতে শেখায়। তবে, কেউ কেউ সত্যিই মনের গভীরে লুকানো কথাগুলো লুকিয়েই রাখেন। অনেকেই শুধু দিনের পর দিন, বছরের পর বছর ধরে নিজের মনের কথা প্রকাশ করেন। আরেক জনের কথা শুনতে চান না। কীভাবে দু'জনের ভালবাসা বিনিময় করা উচিত তাই নিয়ে দুশ্চিন্তা করেন। শেষ পর্যন্ত আমরা শুধু নিজের কল্পনার প্রেমকেই ভালোবাসি। প্রশ্ন থেকেই যায়, কখন আমরা নিজের অসম্ভব আকাঙ্খাকে ছেড়ে শান্তিতে অন্য কাউকে জানবো, ভালবাসবো?

আমাদের জীবনে অনেকগুলো অদৃশ্য দেয়াল রয়েছে। যেগুলো ডিঙ্গানো খুব কঠিন। তবে ভালোবাসা বিশ্বের সবচেয়ে পবিত্র ও নি:স্বার্থ এক সম্পর্কের নাম। তাই আমাদের মনের সরলতা এখানে খুব দরকার। যদি আমরা বিশ্বাসের শক্তি দিয়ে একটির পর একটি দেয়াল ভাঙতে না পরি, তবে কিভাবে হাজার হাজার মাইলের ব্যবধান পার হয়ে অন্য আরেকটি হৃদয়ের বাগানে খুশির ফুল ফোটাবো ?

বন্ধুরা, এখন শুনুন চীনা কবিতার আসর। প্রথমে চীনা ভাষা থেকে কবিতাটি আপনাদের জন্য পড়ছি।

玩新庭树因咏所怀

霭霭四月初,新树叶成阴。

动摇风景丽,盖覆庭院深。

下有无事人,竟日此幽寻。

岂惟玩时物,亦可开烦襟。

时与道人语,或听诗客吟。

度春足芳色,入夜多鸣禽。

偶得幽闲境,遂忘尘俗心。

始知真隐者,不必在山林。

আই আই সি ইয়ুই ছু, সিন সু ইয়েই ছেং ইন।

তুং ইয়াও ফেং চিং লি, কাই ফু ঠিং ইউয়ান সেন।

সিয়া ইয়ও উ সি রেন, চিং রি ছি ইয়ও সুন।

ছি উয়েই ওয়ান সি উ, ই খে খাই ফান চিন।

সি ইয়ু দাও রেন ইয়ু, হুও থিং সি খে ইন।

তু ছুন জু ফাং সে, রু ইয়েই তুও মিং ছিন।

ঔ দ্যে ইউও সিয়েন চিং, স্যুই ওয়াং ছেন সু সিন।

সি জি চেন ইং জেই, পু পি জাই সান লিন।

কবিতাটি লিখেছেন চীনের থাং রাজবংশীয় আমলের বিখ্যাত কবি পাই চু ই। এ কবিতায় এপ্রিল মাসের সৌন্দর্যের কথা বলা হয়েছে। কিছু মানুষের কথা বলা হয়েছে, যারা লোকালয় ছেড়ে দূরবর্তী উপত্যকায় জীবন কাটায়। কবি এখানে বলতে চেয়েছেন, যদি সত্যিই আপনার অন্তরের গভীরে প্রশান্তি থাকে, তাহলে আপনার জনমানবহীন প্রান্তরে যাওয়া প্রয়োজন নেই। আপনি জন সমাজে থেকেই প্রশান্তির জায়গা খুঁজে পাবেন।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040