Web bengali.cri.cn   
বিশ্ব অর্থনীতি পুনরুদ্ধারে ভূমিকা রেখেছে চীন ও ভারত: প্রণব মুখার্জি
  2014-06-10 14:47:22  cri

জুন ১০: গত কয়েক বছরে চীন ও ভারত যৌথভাবে আর্থিক সংকট মোকাবিলা করে বিশ্ব অর্থনীতি পুনরুদ্ধার ও আন্তর্জাতিক অর্থ ব্যবস্থা সংস্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে মন্তব্য করেছেন ভারতের প্রেসিডেন্ট প্রণব মুখার্জি। গতকাল (সোমবার) ভারতের প্রেসিডেন্টের সঙ্গে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ঈ'র সাক্ষাতে এ মন্তব্য করেন প্রেসিডেন্ট।

সাক্ষাতে প্রেসিডেন্ট মুখার্জি বলেন, ভারত ও চীন দু'টি প্রাচীন সভ্যতার দেশ। তাই চীনের সঙ্গে কৌশলগত অংশীদারি সম্পর্কের উন্নয়নে নতুনভাবে চেষ্টা চালাতে ভারত আগ্রহী বলেও জানান প্রেসিডেন্ট।

ওয়াং ই বলেন, প্রেসিডেন্ট মুখার্জি চীনের বন্ধু, দু'দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে তার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তাই এ সম্পর্ক জোরদার করতে দু'পক্ষের চেষ্টা চালিয়ে যাওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি। (জিনিয়া ওয়াং/তৌহিদ)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040